পাকিস্তানের এক সাংবাদিক টুইটারে পারভেজ় খাটাকের সেই বক্তব্যের ভিডিয়ো ফুটেজ শেয়ার করেন। আর তারপরই তা ভাইরাল হয়ে যায়। শুরু হয় একের পর এক টুইট। সোশাল মিডিয়ায় রীতিমতো তাঁকে নিয়ে রীতিমতো ঠাট্টা-তামাশা শুরু হয়।
প্রতিরক্ষা মন্ত্রী ঠিক কী বলেছেন ? ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছেন, "আমাদের বায়ুসেনা তৈরি ছিল। কিন্তু রাতে চারদিক অন্ধকার ছিল। তাই বায়ু সেনারা অপেক্ষা করছিল।"
সাংবাদিক বৈঠকে পারভেজ়ের পাশে বসেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। পারভেজ়ের এই বক্তব্যের পর পরিস্থিতি সামলাতে তিনি বলেন, "আমি কিছু বলতে চাই। আসলে পাকিস্তানের বায়ুসেনা তৈরি ছিল। আমরা সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত।"
কয়েকটি টুইট যেগুলিতে পারভেজ় খাটাক ট্রোলড হয়েছেন ...
গতকাল ভোররাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে খাস পাকিস্তানের মাটিতে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। ১০০০ কেজি বোমা ফেলে তিনটি এলাকায় জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। সূত্রের খবর, এই হামলায় নিকেশ হয়েছে ৩০০-র বেশি জঙ্গি। এছাড়া ঘাঁটিগুলির অস্ত্রাগারে ছিল ২০০টির বেশি AK রাইফেল, অসংখ্য হ্যান্ডগ্রেনেড, বিস্ফোরক ও ডিটোনেটর। হামলায় সেগুলিও নষ্ট করে দিয়েছে ভারতীয় বায়ু সেনা।
এরপরই পাকিস্তানের তরফে ভারতকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, ভারত যেন প্রস্তুত থাকে প্রতিক্রিয়ার জন্য।