ETV Bharat / bharat

ভন কর্মন অ্যাওয়ার্ড পাচ্ছেন ISRO প্রধান - কে শিবন

2018 সালের 15 জানুয়ারি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজ়েশন (ISRO)-র প্রধানের দায়িত্ব গ্রহণ করেন ৷ তাঁর নেতৃত্বে মহাকাশ গবেষণায় একাধিক পদক্ষেপ করে ISRO ৷ তাঁকে এবছর ভন কর্মন অ্যাওয়ার্ড দিচ্ছে IAA ৷

ISRO Chief
ISRO Chief
author img

By

Published : Jul 12, 2020, 4:24 PM IST

Updated : Jul 12, 2020, 10:30 PM IST

দিল্লি, 12 জুলাই : তাঁর মুকুটে আরও একটি পালক যুক্ত হচ্ছে ৷ 2020 সালের ভন কর্মন অ্যাওয়ার্ড পাচ্ছেন ISRO প্রধান কে শিবন ৷ 2021 সালের মার্চে প্যারিসে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে তাঁকে ৷

ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাস্ট্রোনটিকস (IAA) ভন কর্মন অ্যাওয়ার্ড দেয় ৷ অ্যারোস্পেস ইঞ্জিনিয়র থিয়োডোর ভন কর্মনের নামে এই পুরস্কার দেওয়া হয় ৷ 1960 সালের 16 অগাস্ট স্টকহোমে IAA প্রতিষ্ঠা হয় ৷ এর অন্যতম প্রতিষ্ঠাতা ভন কর্মন ৷ মহাকাশ গবেষণায় তাঁর অবদান উল্লেখযোগ্য ৷ 1881 সালের 11 মে হাঙ্গেরির বুদাপেস্টে তাঁর জন্ম ৷ IAA-র প্রথম প্রেসিডেন্ট তিনি ৷ 1963 সালের 6 মে প্রয়াত হন ভন কর্মন ৷

তাঁর নামে 1982 সালে এই অ্যাওয়ার্ড চালু করে IAA ৷ জাতীয়তা বা লিঙ্গ বিবেচনা না করে বিজ্ঞানের যেকোনও শাখায় অবদানের জন্য প্রতি বছর এই অ্যাওয়ার্ড দেওয়া হয় ৷

গত বছর এই অ্যাওয়ার্ড পেয়েছেন চার্লস এলাচি ৷ এর আগে আরও দু'জন ভারতীয় এই সম্মান পেয়েছেন ৷ তাঁরা হলেন কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন এবং ইউ আর রাও ৷

কৈলাসাভাদিভু শিবন

1957 সালের 14 এপ্রিল তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার নাগেরকোলি এলাকায় জন্ম কে শিবনের ৷ তাঁর বাবা পেশায় কৃষক ৷ নিজের গ্রামে তামিল মিডিয়াম সরকারি স্কুলে পড়াশোনা করেন ৷ মাদুরাই ইউনিভার্সিটি থেকে B.Sc পাশ করেন তিনি ৷ তাঁর পরিবারে তিনিই প্রথম স্নাতক ৷ এরপর 1980 সালে মাদ্রাজ় ইন্সটিটিউট অফ টেকনোলজি কলেজ থেকে B.Tech করেন ৷ 2 বছর পর বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে M.E করেন ৷ 2006 সালে মুম্বইয়ের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট হন ৷

কে শিবন ISRO-তে যোগ দেন 1982 সালে ৷ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস প্রজেক্টের কাজে নিযুক্ত হন ৷ 2014 সালের 2 জুলাই ISRO-র লিকুইড পপুলেশন সিস্টেমস সেন্টারের ডিরেক্টর নিযুক্ত হন তিনি ৷ 2018 সালের 15 জানুয়ারি ISRO-র চেয়ারম্যান হন ৷

তাঁর নেতৃত্বে ISRO 2019 সালে 22 জুলাই চন্দ্রযান 2 উৎক্ষেপণ করে ৷ 7 সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ পৃষ্ঠ স্পর্শ করার কথা ছিল ৷ কিন্তু, চাঁদের মাটিতে নামার আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ পর্যালোচনা করে ISRO জানায়, চাঁদের মাটিতে ভেঙে পড়ে ল্যান্ডার বিক্রম ৷ চলতি বছরের শেষে বা 2021-র শুরুতে ফের চাঁদের মাটিতে সফট ল্যান্ডিংয়ের চেষ্টা করা হবে ৷

দিল্লি, 12 জুলাই : তাঁর মুকুটে আরও একটি পালক যুক্ত হচ্ছে ৷ 2020 সালের ভন কর্মন অ্যাওয়ার্ড পাচ্ছেন ISRO প্রধান কে শিবন ৷ 2021 সালের মার্চে প্যারিসে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে তাঁকে ৷

ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাস্ট্রোনটিকস (IAA) ভন কর্মন অ্যাওয়ার্ড দেয় ৷ অ্যারোস্পেস ইঞ্জিনিয়র থিয়োডোর ভন কর্মনের নামে এই পুরস্কার দেওয়া হয় ৷ 1960 সালের 16 অগাস্ট স্টকহোমে IAA প্রতিষ্ঠা হয় ৷ এর অন্যতম প্রতিষ্ঠাতা ভন কর্মন ৷ মহাকাশ গবেষণায় তাঁর অবদান উল্লেখযোগ্য ৷ 1881 সালের 11 মে হাঙ্গেরির বুদাপেস্টে তাঁর জন্ম ৷ IAA-র প্রথম প্রেসিডেন্ট তিনি ৷ 1963 সালের 6 মে প্রয়াত হন ভন কর্মন ৷

তাঁর নামে 1982 সালে এই অ্যাওয়ার্ড চালু করে IAA ৷ জাতীয়তা বা লিঙ্গ বিবেচনা না করে বিজ্ঞানের যেকোনও শাখায় অবদানের জন্য প্রতি বছর এই অ্যাওয়ার্ড দেওয়া হয় ৷

গত বছর এই অ্যাওয়ার্ড পেয়েছেন চার্লস এলাচি ৷ এর আগে আরও দু'জন ভারতীয় এই সম্মান পেয়েছেন ৷ তাঁরা হলেন কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন এবং ইউ আর রাও ৷

কৈলাসাভাদিভু শিবন

1957 সালের 14 এপ্রিল তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার নাগেরকোলি এলাকায় জন্ম কে শিবনের ৷ তাঁর বাবা পেশায় কৃষক ৷ নিজের গ্রামে তামিল মিডিয়াম সরকারি স্কুলে পড়াশোনা করেন ৷ মাদুরাই ইউনিভার্সিটি থেকে B.Sc পাশ করেন তিনি ৷ তাঁর পরিবারে তিনিই প্রথম স্নাতক ৷ এরপর 1980 সালে মাদ্রাজ় ইন্সটিটিউট অফ টেকনোলজি কলেজ থেকে B.Tech করেন ৷ 2 বছর পর বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে M.E করেন ৷ 2006 সালে মুম্বইয়ের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট হন ৷

কে শিবন ISRO-তে যোগ দেন 1982 সালে ৷ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস প্রজেক্টের কাজে নিযুক্ত হন ৷ 2014 সালের 2 জুলাই ISRO-র লিকুইড পপুলেশন সিস্টেমস সেন্টারের ডিরেক্টর নিযুক্ত হন তিনি ৷ 2018 সালের 15 জানুয়ারি ISRO-র চেয়ারম্যান হন ৷

তাঁর নেতৃত্বে ISRO 2019 সালে 22 জুলাই চন্দ্রযান 2 উৎক্ষেপণ করে ৷ 7 সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ পৃষ্ঠ স্পর্শ করার কথা ছিল ৷ কিন্তু, চাঁদের মাটিতে নামার আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ পর্যালোচনা করে ISRO জানায়, চাঁদের মাটিতে ভেঙে পড়ে ল্যান্ডার বিক্রম ৷ চলতি বছরের শেষে বা 2021-র শুরুতে ফের চাঁদের মাটিতে সফট ল্যান্ডিংয়ের চেষ্টা করা হবে ৷

Last Updated : Jul 12, 2020, 10:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.