ETV Bharat / bharat

হাউজ়বোট হবে কোয়ারান্টাইন সেন্টার, ভাবনা কেরালা সরকারের - corona

কোচগুলিকে কোয়ারান্টাইন সেন্টারে পরিণত করার কাজ ইতিমধ্যেই শুরু করেছে রেল । এবার হাউজ়বোটগুলিকে কোয়ারান্টাইন সেন্টারে পরিণত করার কথা ভাবছে কেরালা সরকার ।

image
কেরালা হাউজ়বোট
author img

By

Published : Apr 15, 2020, 5:01 PM IST

Updated : Apr 15, 2020, 5:17 PM IST

আলাপ্পুজ়া (কেরালা), 15 এপ্রিল: হাউজ়বোট । কেরালায় পর্যটনের অন্যতম আকর্ষণ । এবার সেই হাউজ়বোটকেই কোয়ারান্টাইন সেন্টারে পরিণত করার চিন্তা-ভাবনা করছে কেরালা সরকার ।

দেশজুড়ে কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে । মৃত্যুও হয়েছে অনেকের । এই ভাইরাসের সংক্রমণ রুখতে প্রধান হাতিয়ার হল সামাজিক দূরত্ব । কারও দেহে কোরোনা ভাইরাসের উপসর্গ দেখা গেলেই তাঁকে পাঠানো হচ্ছে কোয়ারান্টাইনে । তাই একাধিক কোয়ারান্টাইন সেন্টার তৈরি করা প্রয়োজন। ইতিমধ্যেই কোচগুলিকে কোয়ারান্টাইন সেন্টারে পরিণত করার কাজ শুরু করে দিয়েছে রেল । এবার কেরালার আলাপ্পুজ়া জেলার প্রতিটি হাউজ়বোটকে কোয়ারান্টাইন সেন্টারে পরিণত করার ভাবনাচিন্তা করছে সেখানকার সরকার ।

আলাপ্পুজ়ার জেলাশাসক বলেন, ''পরিস্থিতি হাতের বাইরে গেলে যাতে সমস্যায় না পড়তে হয় তাই এই ভাবনা । আমরা সমস্ত হাউজ়বোটের মালিকদের সঙ্গে আলোচনা করেছি । তাঁরাও এই প্রস্তাবে রাজি এবং সংকটের সময় সাহায্য করতে চান ।'' তিনি আরও বলেন, ''প্রত্যেকটি বোটের কক্ষের সংখ্যা এক নয় । তাই তাদের একটি অথবা দুটি স্থানে জড়ো করে এই ব্যবস্থা করা যেতে পারে । এতে প্রায় 1500-2000 শয্যাবিশিষ্ট কোয়ারান্টাইন সেন্টার তৈরি করা যেতে পারে ।''

স্বাস্থ্যদপ্তরের তথ্য অনুযায়ী, কোরালায় কোরোনা আক্রান্তের সংখ্যা 387 । তার মধ্যে সুস্থ হয়েছেন 211 জন । মৃত্যু হয়েছে তিন জনের ।

আলাপ্পুজ়া (কেরালা), 15 এপ্রিল: হাউজ়বোট । কেরালায় পর্যটনের অন্যতম আকর্ষণ । এবার সেই হাউজ়বোটকেই কোয়ারান্টাইন সেন্টারে পরিণত করার চিন্তা-ভাবনা করছে কেরালা সরকার ।

দেশজুড়ে কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে । মৃত্যুও হয়েছে অনেকের । এই ভাইরাসের সংক্রমণ রুখতে প্রধান হাতিয়ার হল সামাজিক দূরত্ব । কারও দেহে কোরোনা ভাইরাসের উপসর্গ দেখা গেলেই তাঁকে পাঠানো হচ্ছে কোয়ারান্টাইনে । তাই একাধিক কোয়ারান্টাইন সেন্টার তৈরি করা প্রয়োজন। ইতিমধ্যেই কোচগুলিকে কোয়ারান্টাইন সেন্টারে পরিণত করার কাজ শুরু করে দিয়েছে রেল । এবার কেরালার আলাপ্পুজ়া জেলার প্রতিটি হাউজ়বোটকে কোয়ারান্টাইন সেন্টারে পরিণত করার ভাবনাচিন্তা করছে সেখানকার সরকার ।

আলাপ্পুজ়ার জেলাশাসক বলেন, ''পরিস্থিতি হাতের বাইরে গেলে যাতে সমস্যায় না পড়তে হয় তাই এই ভাবনা । আমরা সমস্ত হাউজ়বোটের মালিকদের সঙ্গে আলোচনা করেছি । তাঁরাও এই প্রস্তাবে রাজি এবং সংকটের সময় সাহায্য করতে চান ।'' তিনি আরও বলেন, ''প্রত্যেকটি বোটের কক্ষের সংখ্যা এক নয় । তাই তাদের একটি অথবা দুটি স্থানে জড়ো করে এই ব্যবস্থা করা যেতে পারে । এতে প্রায় 1500-2000 শয্যাবিশিষ্ট কোয়ারান্টাইন সেন্টার তৈরি করা যেতে পারে ।''

স্বাস্থ্যদপ্তরের তথ্য অনুযায়ী, কোরালায় কোরোনা আক্রান্তের সংখ্যা 387 । তার মধ্যে সুস্থ হয়েছেন 211 জন । মৃত্যু হয়েছে তিন জনের ।

Last Updated : Apr 15, 2020, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.