ETV Bharat / bharat

ইসরাত জাহান মামলা থেকে বানজ়ারা ও আমিনকে অব্যাহতি - NK Amin

ইসরাত জাহান ভুয়ো সংর্ঘষ মামলায় গুজরাতের প্রাক্তন পুলিশ অধিকর্তা DG বানজ়ারা ও NK আমিনকে অব্যাহতি দিল CBI কোর্ট ।

ফাইল ফোটো (সৌজন্যে ফেসবুক)
author img

By

Published : May 2, 2019, 1:29 PM IST

Updated : May 2, 2019, 4:34 PM IST

দিল্লি, 2 মে : ইসরত জাহান এনকাউন্টার মামলায় আজ CBI আদালত গুজরাতের দুই পুলিশ ডি জি বানজ়ারা ও এন কে আমিনকে রেহাই দিল । এর আগে গুজরাত পুলিশের প্রধান পি পি পান্ডেকেও রেহাই দিয়েছে CBI আদালত । তবে তার আগে তাঁকে প্রায় 19 মাস জেল হেপাজতে পাঠাতে হয় ।

2004 সালের জুনে আহমেদাবাদের কাছে গুজরাত পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় 19 বছরের ইসরত জাহান সহ চারজনের । পুলিশের দাবি ছিল নিহতরা সকলেই লস্কর জঙ্গি ছিল । আরও দাবি করা হয়, গুজরাতের তৎকালীন নরেন্দ্র মোদিকে খুনের চক্রান্তের সঙ্গে যুক্ত ছিল তারা ।

2013 সালে CBI চার্জশিট পেশ করে । সেখানে গুজরাতের সাতজন পুলিশ অফিসারের নাম ছিল । এদের মধ্যে অন্যতম পি পি পান্ডে, ডি জি বানজ়ারা, জি এল সিঙ্ঘল ।

দিল্লি, 2 মে : ইসরত জাহান এনকাউন্টার মামলায় আজ CBI আদালত গুজরাতের দুই পুলিশ ডি জি বানজ়ারা ও এন কে আমিনকে রেহাই দিল । এর আগে গুজরাত পুলিশের প্রধান পি পি পান্ডেকেও রেহাই দিয়েছে CBI আদালত । তবে তার আগে তাঁকে প্রায় 19 মাস জেল হেপাজতে পাঠাতে হয় ।

2004 সালের জুনে আহমেদাবাদের কাছে গুজরাত পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় 19 বছরের ইসরত জাহান সহ চারজনের । পুলিশের দাবি ছিল নিহতরা সকলেই লস্কর জঙ্গি ছিল । আরও দাবি করা হয়, গুজরাতের তৎকালীন নরেন্দ্র মোদিকে খুনের চক্রান্তের সঙ্গে যুক্ত ছিল তারা ।

2013 সালে CBI চার্জশিট পেশ করে । সেখানে গুজরাতের সাতজন পুলিশ অফিসারের নাম ছিল । এদের মধ্যে অন্যতম পি পি পান্ডে, ডি জি বানজ়ারা, জি এল সিঙ্ঘল ।


Kaushambi (UP), May 01 (ANI): Prime Minister Narendra Modi on Wednesday addressed a public rally in Uttar Pradesh's Kaushambi. During his speech he smashed the opposition parties by saying that the parties have divided among themselves and they are not ready to cooperate each other. "They are all divided. In Bihar, the Congress is fighting the polls with Lalu Yadav but the leaders of the two parties have failed to come together till now," said PM Modi. LS polls are being held in Uttar Pradesh in all 7 phases.

Last Updated : May 2, 2019, 4:34 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.