হায়দরাবাদ, 17 জানুয়ারি : "বাঁচার বড় ইচ্ছে ছিল স্যর । কিন্তু এই অত্যাচার আর সহ্য করা যায় না... তাই নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম । গায়ে কেরোসিন তেল ঢেলে দেশলাই দিয়ে ধরিয়ে দিয়েছিলাম ।" স্বামীর বিকৃত পৌরুষের শিকার হয়েছিলেন প্রিয়াঙ্কা সাহা । পোড়া শরীর নিয়ে হাসপাতালের বেডে শুয়ে ছয় দিন যমে মানুষে লড়াই । ছয় দিন পর সব জ্বালা থেকে মুক্তি । সাদা কাপড়ে মুড়ে হাসপাতাল থেকে বেরিয়েছিলেন প্রিয়াঙ্কা । ঘরের ভিতরেই যদি ছবিটা এমন হয়, তবে ঘরের বাইরে নারী সুরক্ষার আশা করাটা বিলাসিতাই বটে ।
2019 সালের এনসিআরবি রিপোর্টে মহিলাদের উপর নৃশংসতা, পাশবিকতার যে ছবি সামনে এসেছিল, তা দেখে শিউরে উঠেছিল গোটা দেশ । প্রতি 16 মিনিটে একজন করে ধর্ষিত হন দেশে । আর যতক্ষণে আপনি এই লেখাগুলি পড়ছেন, ততক্ষণে ভারতের কোনও এক কোণায় কোনও এক মহিলা হয়ত যৌন হেনস্থার শিকার হয়ে গেছেন; শিকার হয়ে গেছেন কোনও বিকৃত যৌন লালসার ।
ভারতের মতো দেশ, যেখানে আজও মাতৃশক্তির আরাধনা করা হয়, সেখানে প্রতি ছয় মিনিটে শালীনতার মাত্রা পেরিয়ে কোনও মহিলা যৌন হেনস্থার শিকার হচ্ছেন । এনসিআরবির এই রিপোর্ট সামনে আসার আগে পর্যন্ত অনেকেই আন্দাজ করতে পারেননি দেশের নারী সুরক্ষার ছবিটা ভিতর থেকে এতটা ফাঁপা হয়ে গেছে ।
আরও পড়ুন : সৌদি আরবের মতো ধর্ষকদের রাস্তায় ফাঁসি দেওয়া উচিত, মত কঙ্গনার
কখনও যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া, আবার কখনও দিনের পর দিন আটকে রেখে গণধর্ষণ । দেশে নারী নির্যাতনের এমন ছবি আতঙ্কে সিঁটিয়ে যাওয়ার মতো । যে দেশে দিনে গড়ে 87 জন করে ধর্ষিত হন, সেখানে আর এই ধরনের ঘটনাগুলিকে কোনও বিক্ষিপ্ত ঘটনা বলা যায় না ।
হাথরসের নৃশংসতা এখনও মানুষের মনে স্পষ্ট । কিন্তু নৃশংসতা কমার কোনও লক্ষণ নেই । বিগত কয়েক দিনে একের পর এক নারী নির্যাতন ও বিকৃত কামের ছবি সামনে এসেছে, যা দেখে আতকে উঠেছে দেশবাসী ।
2018 সালের এনসিআরবি রিপোর্টে ধর্ষণে শীর্ষে ছিল মধ্যপ্রদেশ । পরিস্থিতি বদলাতে বেশ কিছু উদ্যোগও নিয়েছে শিবরাজ সিং চৌহানের সরকার । মহিলাদের উপর নির্যাতন কমাতে দু'সপ্তাহব্যাপী 'সম্মান' কর্মসূচি চলছে সেখানে । মানুষের কাছে গিয়ে গিয়ে প্রচার করা হচ্ছে , সচেতন করা হচ্ছে । কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে কই !
আরও পড়ুন : মধ্যপ্রদেশে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ
'সম্মান' কর্মসূচি চলাকালীনই ফের নারকীয় ঘটনা মধ্যপ্রদেশে । এবার বিকৃত পৌরুষ-লালসার শিকার বছর তেরোর এক নাবালিকা । প্রথমে অপহরণ, তারপর 9 জন মিলে গণধর্ষণ । একবার নয় । শেষ পাঁচদিনে দু'বার গণধর্ষণ করা হয়েছে ।
শুধু মহিলারাই নন, বিকৃত যৌনতার শিকার হচ্ছে পশুরাও । দু'দিন আগেই মধ্যপ্রদেশের একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায় । যেখানে দেখা যাচ্ছে বাড়ির বাইরে সিঁড়িতে বসে একটি কুকুরকে ধর্ষণ করে যাচ্ছে বছর পঞ্চাশের এক প্রৌঢ় ।
একমাত্র মধ্যপ্রদেশেশকেই বা দোষ দেওয়া কেন ! এই ছবি গোটা দেশের । গতকাল রাজধানীর একটি ঘটনা সামনে আসে । যেখানে এক 13 বছরের কিশোরকে জোর করে লিঙ্গ পরিবর্তন করিয়ে বছরের পর বছর ধরে ধর্ষণ করে যাওয়া হয়েছে ।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রী মনে করেন ধর্ষণ ছোট ঘটনা, কটাক্ষ অগ্নিমিত্রার
সপ্তাহ খানেক আগে মুম্বইয়ের এক লোকাল ট্রেনে এক তরুণীকে ধর্ষণ করা হয় । ধর্ষণের পর তাঁকে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয় ধর্ষক । তখনও নিশ্বাস চলছিল নির্যাতিতার । মনে ছিল লড়ে যাওয়ার অদম্য ইচ্ছা । চেয়েছিল বেঁচে থাকতে । শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই কিশোরী ।
কিন্তু কেন এই বিকৃত যৌনতার প্রবৃত্তি বাড়ছে ? ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হয়েছিল রাজাবাজার সায়েন্স কলেজের অধ্যাপিকা ও মনোবিদ নীলাঞ্জনা সান্যালের সঙ্গে । তাঁর কথায়, এ হল এক ধরণের সামাজিক বিকৃতি । প্রচণ্ড বিষন্নতা ও হীনমন্যতা থেকে এইরকম মানসিকতা তৈরি হয় । মহিলাদের যৌন প্রতিদ্বন্দ্বী মনে করা থেকেই এই ধরণের বিকৃত কামের প্রকাশ হয় । দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই প্রবণতা আরও বাড়বে বলেও আশঙ্কা করছেন তিনি ।