ETV Bharat / bharat

নতুন বছরের শুরুতেই বাড়ল গ্যাসের দাম

বাড়ল ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম । কলকাতায় সিলিন্ডারপিছু দাম বাড়ছে 21 টাকা 50 পয়সা । বর্তমানে গ্রাহকপিছু (গার্হস্থ্য) বছরে 14.2 কেজি ওজনের 12টি সিলিন্ডারের জন্য ভরতুকি দেওয়া হয় ।

LPG
ফাইল ছবি
author img

By

Published : Jan 1, 2020, 4:33 PM IST

দিল্লি, 1 জানুয়ারি : বছরের প্রথম দিন থেকেই দাম বাড়ল ভরতুকিহীন রান্নার গ্যাসের । IOC (ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন) তাদের ওয়েবসাইটে গতকাল ভরতুকিহীন গ্যাসের নতুন দামের তালিকা প্রকাশ করে ।

IOC-র প্রকাশিত সেই তালিকা অনুযায়ী, কলকাতায় সিলিন্ডারপিছু দাম বাড়ছে 21 টাকা 50 পয়সা । দিল্লি, মুম্বই ও চেন্নাইতে দাম বেড়েছে যথাক্রমে 19 টাকা, 19 টাকা 50 পয়সা ও 20 টাকা ।

বর্তমানে সরকারের তরফে প্রত্যেক গ্রাহককে (গার্হস্থ্য) বছরে 14.2 কেজি ওজনের 12টি সিলিন্ডারের জন্য ভরতুকি দেওয়া হয় ।

দিল্লি, 1 জানুয়ারি : বছরের প্রথম দিন থেকেই দাম বাড়ল ভরতুকিহীন রান্নার গ্যাসের । IOC (ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন) তাদের ওয়েবসাইটে গতকাল ভরতুকিহীন গ্যাসের নতুন দামের তালিকা প্রকাশ করে ।

IOC-র প্রকাশিত সেই তালিকা অনুযায়ী, কলকাতায় সিলিন্ডারপিছু দাম বাড়ছে 21 টাকা 50 পয়সা । দিল্লি, মুম্বই ও চেন্নাইতে দাম বেড়েছে যথাক্রমে 19 টাকা, 19 টাকা 50 পয়সা ও 20 টাকা ।

বর্তমানে সরকারের তরফে প্রত্যেক গ্রাহককে (গার্হস্থ্য) বছরে 14.2 কেজি ওজনের 12টি সিলিন্ডারের জন্য ভরতুকি দেওয়া হয় ।

Srinagar (JandK), Jan 01 (ANI): As the situation is returning towards normalcy across Kashmir, SMS services have been restored in the Kashmir Valley from midnight on December 31. All mobile networks and landline connections were suspended across Jammu and Kashmir on August 05, 2019 in the view of security concerns in the region following Centre's decision of abrogation of Article 370 that granted special status to the state. On October 14, postpaid mobile services were also restored. The Central government had abrogated Article 370 and also bifurcated the former State into Union Territories (UTs) of Jammu and Kashmir and Ladakh. The new Union Territories came into being on October 31.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.