ETV Bharat / bharat

রাম মন্দিরের ভূমিপুজোর আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রী ছাড়াও নাম রয়েছে কাদের ? - Yogi Adityanath

রাম মন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এছাড়াও আমন্ত্রণপত্রে নাম রয়েছে আরও তিনজনের ।

Grand Ayodhya Event
ইকবার আনসারির কাছে পাঠানো আমন্ত্রণপত্র
author img

By

Published : Aug 3, 2020, 6:18 PM IST

দিল্লি, 3 অগাস্ট : বাকি আর দু'দিন ৷ বুধবার রাম মন্দিরের ভূমিপুজো ৷ তার আগে সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে । সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এছাড়াও আমন্ত্রণপত্রে নাম রয়েছে আরও তিনজনের ৷

আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছে RSS-এর প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম ৷ বুধবার ভূমিপুজোর অনুষ্ঠানের মূল মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁরাও উপস্থিত থাকবেন । এছাড়া থাকবেন মাহান্ত নৃত্য গোপালদাসও ।

ভূমিপুজোর আমন্ত্রণপত্রে রাম লালার একটি ছবিও রয়েছে । সংবাদমাধ্যম ANI সূত্রে খবর, প্রথম আমন্ত্রণপত্রটি গেছে ইকবাল আনসারির কাছে । অযোধ্যা মামলায় মুসলিমদের পক্ষে আবেদনকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম । ভূমিপুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়ে তিনি জানিয়েছেন, "এটাই রামের ইচ্ছা ৷"

কোরোনা সংক্রমণের মাঝেই আয়োজিত হচ্ছে রাম মন্দিরের ভূমিপুজো ৷ আর এই কারণেই কাটছাঁট করা হয়েছে অতিথি তালিকায় ৷ সব মিলিয়ে প্রায় দেড়শো জন বিশিষ্টর কাছে পৌঁছে গেছে আমন্ত্রণপত্র ৷

বুধবার প্রধানমন্ত্রী একটি 40 কেজি ওজনের রুপোর ইট দিয়ে আনুষ্ঠানিকভাবে রাম মন্দির তৈরির কাজ শুরু করবেন ৷ ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর জোশিরা ।

দিল্লি, 3 অগাস্ট : বাকি আর দু'দিন ৷ বুধবার রাম মন্দিরের ভূমিপুজো ৷ তার আগে সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে । সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এছাড়াও আমন্ত্রণপত্রে নাম রয়েছে আরও তিনজনের ৷

আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছে RSS-এর প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম ৷ বুধবার ভূমিপুজোর অনুষ্ঠানের মূল মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁরাও উপস্থিত থাকবেন । এছাড়া থাকবেন মাহান্ত নৃত্য গোপালদাসও ।

ভূমিপুজোর আমন্ত্রণপত্রে রাম লালার একটি ছবিও রয়েছে । সংবাদমাধ্যম ANI সূত্রে খবর, প্রথম আমন্ত্রণপত্রটি গেছে ইকবাল আনসারির কাছে । অযোধ্যা মামলায় মুসলিমদের পক্ষে আবেদনকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম । ভূমিপুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়ে তিনি জানিয়েছেন, "এটাই রামের ইচ্ছা ৷"

কোরোনা সংক্রমণের মাঝেই আয়োজিত হচ্ছে রাম মন্দিরের ভূমিপুজো ৷ আর এই কারণেই কাটছাঁট করা হয়েছে অতিথি তালিকায় ৷ সব মিলিয়ে প্রায় দেড়শো জন বিশিষ্টর কাছে পৌঁছে গেছে আমন্ত্রণপত্র ৷

বুধবার প্রধানমন্ত্রী একটি 40 কেজি ওজনের রুপোর ইট দিয়ে আনুষ্ঠানিকভাবে রাম মন্দির তৈরির কাজ শুরু করবেন ৷ ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেবেন লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর জোশিরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.