ETV Bharat / bharat

হিন্দু-মুসলিমের মধ্যে অদৃশ্য বিভাজন করছে CAB : শিবসেনা

author img

By

Published : Dec 9, 2019, 11:30 AM IST

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে শিবসেনার মুখপত্র 'সামনা'য় কেন্দ্রকে কটাক্ষ শিবসেনার । সামনায় বলা হয়েছে, এই বিলের মধ্য দিয়ে হিন্দু ও মুসলমানদের অদৃশ্য বিভাজন করছে কেন্দ্রীয় সরকার ।

uddhav thackeray
ছবি

মুম্বই, 9 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল ইশুতে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ শিবসেনার । এই বিল এনে হিন্দু-মুসলিমের মধ্যে অদৃশ্য বিভাজনের চেষ্টা হচ্ছে । শুধুমাত্র হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া মানে দেশে এক ধর্মযুদ্ধের ইঙ্গিত দেওয়া । শিবসেনার মুখপত্র 'সামনা'তে একথাই স্পষ্টভাবে বলা হয়েছে ।

এবার মহারাষ্ট্রে চূড়ান্ত অসফল BJP- শিবসেনা জোট । দীর্ঘ নাটকের পর NCP ও কংগ্রেসের সঙ্গে জোট করে ক্ষমতায় আসে শিবসেনা । এই অবস্থায়, নাগরিকত্ব সংশোধনী বিল ইশুতে মুখপত্র সামনায় BJP-কে আক্রমণ করল শিবসেনা ।

'সামনা'য় বলা হয়েছে, "ভারতে এখন সমস্যার কোনও অভাব নেই । তার উপর নাগরিকত্ব সংশোধনী বিল হিসেবে আর এক নতুন সমস্যাকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা । মনে হয়, এই বিলের মধ্য দিয়ে হিন্দু ও মুসলমানদের অদৃশ্য বিভাজন করছে কেন্দ্রীয় সরকার ।"

মুখপত্রে আরও বলা হয়েছে, "একথা সত্যি হিন্দুস্থান ছাড়া হিন্দুদের জন্য অন্য কোনও দেশ নেই । কিন্তু শরণার্থীদের মধ্যে শুধুমাত্র হিন্দুদের গ্রহণ করা বা নাগরিকত্ব দেওয়া মানে দেশে ধর্মযুদ্ধের ইঙ্গিত দেওয়া ।"

মুম্বই, 9 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল ইশুতে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ শিবসেনার । এই বিল এনে হিন্দু-মুসলিমের মধ্যে অদৃশ্য বিভাজনের চেষ্টা হচ্ছে । শুধুমাত্র হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া মানে দেশে এক ধর্মযুদ্ধের ইঙ্গিত দেওয়া । শিবসেনার মুখপত্র 'সামনা'তে একথাই স্পষ্টভাবে বলা হয়েছে ।

এবার মহারাষ্ট্রে চূড়ান্ত অসফল BJP- শিবসেনা জোট । দীর্ঘ নাটকের পর NCP ও কংগ্রেসের সঙ্গে জোট করে ক্ষমতায় আসে শিবসেনা । এই অবস্থায়, নাগরিকত্ব সংশোধনী বিল ইশুতে মুখপত্র সামনায় BJP-কে আক্রমণ করল শিবসেনা ।

'সামনা'য় বলা হয়েছে, "ভারতে এখন সমস্যার কোনও অভাব নেই । তার উপর নাগরিকত্ব সংশোধনী বিল হিসেবে আর এক নতুন সমস্যাকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা । মনে হয়, এই বিলের মধ্য দিয়ে হিন্দু ও মুসলমানদের অদৃশ্য বিভাজন করছে কেন্দ্রীয় সরকার ।"

মুখপত্রে আরও বলা হয়েছে, "একথা সত্যি হিন্দুস্থান ছাড়া হিন্দুদের জন্য অন্য কোনও দেশ নেই । কিন্তু শরণার্থীদের মধ্যে শুধুমাত্র হিন্দুদের গ্রহণ করা বা নাগরিকত্ব দেওয়া মানে দেশে ধর্মযুদ্ধের ইঙ্গিত দেওয়া ।"

New Delhi, Dec 09 (ANI): Once again fire broke out at factory in Delhi's Anaj Mandi on Dec 09. At least four fire tenders rushed to the spot to douse the flame. No casualties have been reported yet. Yesterday, 43 people died after fire broke out in the same factory.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.