ETV Bharat / bharat

"বিশেষ বন্ধু"-কে কোলে নিয়ে ছবি পোস্ট মোদির - Viral Post

''স্পেশাল ফ্রেন্ড''-কে নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Jul 24, 2019, 11:05 AM IST

দিল্লি, 24 জুলাই : তাঁর কোলে শুয়ে হাসছে এক শিশু । তিনিও তার দিকে তাকিয়ে হাসছেন । এমনই একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর এই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি । শিশু ও প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে নেটিজেনরাও ।

মোদি খেলা করছেন শিশুটির সঙ্গে । শিশুটিও দিব্যি হাসছে প্রধানমন্ত্রীর কোলে । এমনই ছবি পোস্ট করা হয়েছে ৷ টেবিলে দুটো চকোলেটও রয়েছে । আর প্রধানমন্ত্রীর কোলে দেখা গেছে একরত্তিকে । সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ''সংসদে এক বিশেষ বন্ধু আজ আমার সঙ্গে দেখা করতে এসেছেন । ''

জানা গেছে, প্রধানমন্ত্রীর কোলের ওই শিশু BJP সাংসদ সত্যনারায়ণ জতিয়ার নাতনি । সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসা অতিথিদের মধ্যে ছিল শিশুটিও ৷ এই শিশুটির সঙ্গে মোদির ছবি সোশাল মিডিয়ায় পাঁচ লাখেরও বেশি লাইক পায় ৷

image
সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মঙ্গলবার ইনস্টাগ্রামে শিশুটিকে নিয়ে ছবি পোস্ট করে লেখেন প্রধানমন্ত্রী । আর ওই পোস্টের কিছুক্ষণের মধ্যেই লাইকের বন্যায় ভেসে যায় প্রধানমন্ত্রী মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট । এমনিতে ইনস্টাগ্রামে মোদির ফলোয়ারের সংখ্যা বর্তমানে আড়াই কোটি ছাড়িয়েছে । কিন্তু তিনি কাউকে ফলো করেন না ।

দিল্লি, 24 জুলাই : তাঁর কোলে শুয়ে হাসছে এক শিশু । তিনিও তার দিকে তাকিয়ে হাসছেন । এমনই একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর এই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি । শিশু ও প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে নেটিজেনরাও ।

মোদি খেলা করছেন শিশুটির সঙ্গে । শিশুটিও দিব্যি হাসছে প্রধানমন্ত্রীর কোলে । এমনই ছবি পোস্ট করা হয়েছে ৷ টেবিলে দুটো চকোলেটও রয়েছে । আর প্রধানমন্ত্রীর কোলে দেখা গেছে একরত্তিকে । সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ''সংসদে এক বিশেষ বন্ধু আজ আমার সঙ্গে দেখা করতে এসেছেন । ''

জানা গেছে, প্রধানমন্ত্রীর কোলের ওই শিশু BJP সাংসদ সত্যনারায়ণ জতিয়ার নাতনি । সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসা অতিথিদের মধ্যে ছিল শিশুটিও ৷ এই শিশুটির সঙ্গে মোদির ছবি সোশাল মিডিয়ায় পাঁচ লাখেরও বেশি লাইক পায় ৷

image
সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মঙ্গলবার ইনস্টাগ্রামে শিশুটিকে নিয়ে ছবি পোস্ট করে লেখেন প্রধানমন্ত্রী । আর ওই পোস্টের কিছুক্ষণের মধ্যেই লাইকের বন্যায় ভেসে যায় প্রধানমন্ত্রী মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট । এমনিতে ইনস্টাগ্রামে মোদির ফলোয়ারের সংখ্যা বর্তমানে আড়াই কোটি ছাড়িয়েছে । কিন্তু তিনি কাউকে ফলো করেন না ।

New Delhi, July 24 (ANI): People who follow paleo diet were found to have twice the amount of a key blood biomarker that is linked closely to heart diseases, suggests a study. The study published in the 'European Journal of Nutrition' examined the impact of the diet on gut bacteria. Researchers compared 44 people on the diet with 47 following a traditional Australian diet. They measured the amount of trimethylamine-n-oxide (TMAO) in participants' blood. High levels of TMAO, an organic compound produced in the gut, are associated with an increased risk of heart disease. The controversial Paleo (or 'caveman') diet advocates eating meat, vegetables, nuts and limited fruit, and excludes grains, legumes, dairy, salt, refined sugar and processed oils. Dr Angela Genoni, the lead researcher said that with the diet's growing popularity, it was important to understand the impact it could have on overall health. She said the reason TMAO was so elevated in people on the Paleo diet appeared to be the lack of whole grains in their diet. The researchers also found higher concentrations of the bacteria that produce TMAO in the Paleo group.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.