হায়দরাবাদ, 18 জুন : ইন্টারমিডিয়েট পরীক্ষার ফলাফল ঘোষণার কয়েক ঘণ্টা আগে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ । 18 বছরের ওই ছাত্রী মেদাক জেলার বাসিন্দা । হয়তো পরীক্ষায় ফেল করার সম্ভাবনা ছিল । সেই ভয় থেকেই যুবতি আত্মহত্যা করে বলে অনুমান পুলিশের ।
আজ সকালে বাড়ি ছিলেন না ওই যুবতির বাবা,মা । সেই সময় ঘরের দরজা বন্ধ করে দেয় ওই ছাত্রী । পুলিশ জানায়, “আজ সকাল সাড়ে আটটা নাগাদ ঘরের সিলিং ফ্যানে দড়ি বাঁধে যুবতি ও আত্মহত্যা করে ।”
পরীক্ষার ফলাফল নিয়ে কয়েকদিন ধরেই খুব দুশ্চিন্তায় ছিল যুবতি । ভয় ছিল, পাশ নাও করতে পারে সে । স্থানীয় সূত্রে খবর, তার বাবাকে কয়েকদিন আগে সে এই কথা বলেছিল ।
এদিকে আজ বিকেলে পরীক্ষার ফলাফল ঘোষণা হয় । জানা যায়, একটি বিষয়ে ফেল করেছে যুবতি । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।