ETV Bharat / bharat

কুয়াশায় ঢাকা কাশ্মীর ; বাতিল উড়ান, বন্ধ স্কুল - কুয়াশাচ্ছন্ন কাশ্মীর উপত্যকা

শীতপ্রবাহের জেরে কুয়াশায় ঢেকেছে কাশ্মীর উপত্যকা । বাতিল সমস্ত উড়ান । বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল ।

Kashmir
কুয়াশাচ্ছন্ন কাশ্মীর
author img

By

Published : Dec 9, 2019, 11:08 PM IST

শ্রীনগর, 9 ডিসেম্বর : ক্রমশ বাড়ছে শৈত্য প্রবাহ । তার জেরে কুয়াশায় ঢেকেছে কাশ্মীর উপত্যকা । আর তাতেই সাধারণের জীবনযাপন ব্যাহত হচ্ছে । যদিও আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বুধবার থেকে তুষারপাত শুরু হবে উপত্যকায় । যার ফলে কমবে কুয়াশা । কিন্তু তুষারপাতের ফলে তাপমাত্রা আরও কমবে ।

স্থানীয়দের মতে, এখনও পুরোপুরিভাবে শীত জেঁকে বসেনি উপত্যকায় । কিন্তু শৈত্য প্রবাহের জেরে তার আগেই কাশ্মীরের বিভিন্ন জলাশয় বরফ হতে শুরু করেছে । সমস্যা হচ্ছে স্বাভাবিক কাজকর্ম করতে । আজ কাশ্মীরের ট্র্যাফিক বিভাগ ধীরে গাড়ি চালানোর সতর্কতা জারি করেছে । পাশাপাশি ফগ লাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে । শীত প্রবাহের জেরে ইতিমধ্যে সরকারের তরফে প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছুটি দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । শীঘ্রই এলাকার সমস্ত বিদ্যালয়গুলিতে ছুটি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের তরফে নেওয়া হয়েছে বলে খবর ।

কুয়াশার জেরে শ্রীনগর বিমানবন্দর থেকে সমস্ত উড়ান শনিবার থেকে বাতিল করা হয়েছে । স্থানীয়দের মতে, বিগত কয়েক বছরে শ্রীনগরে এত কুয়াশা হতে দেখা যায়নি । লাদাখের দ্রাস ভারতের শীতলতম এলাকা । এই মুহূর্তে সেখানকার তাপমাত্রা মাইনাস 21.4 ডিগ্রি সেলসিয়াস । যার ফলে এলাকার জলাশয় ও কলের জল জমে বরফ হতে শুরু করেছে ।

শ্রীনগর, 9 ডিসেম্বর : ক্রমশ বাড়ছে শৈত্য প্রবাহ । তার জেরে কুয়াশায় ঢেকেছে কাশ্মীর উপত্যকা । আর তাতেই সাধারণের জীবনযাপন ব্যাহত হচ্ছে । যদিও আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বুধবার থেকে তুষারপাত শুরু হবে উপত্যকায় । যার ফলে কমবে কুয়াশা । কিন্তু তুষারপাতের ফলে তাপমাত্রা আরও কমবে ।

স্থানীয়দের মতে, এখনও পুরোপুরিভাবে শীত জেঁকে বসেনি উপত্যকায় । কিন্তু শৈত্য প্রবাহের জেরে তার আগেই কাশ্মীরের বিভিন্ন জলাশয় বরফ হতে শুরু করেছে । সমস্যা হচ্ছে স্বাভাবিক কাজকর্ম করতে । আজ কাশ্মীরের ট্র্যাফিক বিভাগ ধীরে গাড়ি চালানোর সতর্কতা জারি করেছে । পাশাপাশি ফগ লাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে । শীত প্রবাহের জেরে ইতিমধ্যে সরকারের তরফে প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছুটি দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । শীঘ্রই এলাকার সমস্ত বিদ্যালয়গুলিতে ছুটি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের তরফে নেওয়া হয়েছে বলে খবর ।

কুয়াশার জেরে শ্রীনগর বিমানবন্দর থেকে সমস্ত উড়ান শনিবার থেকে বাতিল করা হয়েছে । স্থানীয়দের মতে, বিগত কয়েক বছরে শ্রীনগরে এত কুয়াশা হতে দেখা যায়নি । লাদাখের দ্রাস ভারতের শীতলতম এলাকা । এই মুহূর্তে সেখানকার তাপমাত্রা মাইনাস 21.4 ডিগ্রি সেলসিয়াস । যার ফলে এলাকার জলাশয় ও কলের জল জমে বরফ হতে শুরু করেছে ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.