মিজ়াইল নিক্ষেপণে নৌসেনার যুদ্ধ জাহাজগুলির মধ্যে অন্যতম এটি ৷ এই যুদ্ধ জাহাজটি তৈরি করেছে মাজ়াগাঁও ডক লিমিটেড ( MDL ) ৷ 2014 সালের 10 জুলাই সমুদ্রে পরীক্ষার পর তুলে দেওয়া হয় নৌসেনার হাতে ৷
নৌসেনার অন্যতম শক্তি "যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত" INS কলকাতা
INS কলকাতা ৷ ভারতীয় নৌসেনার কলকাতা - ক্লাস মিজ়াইল ধ্বংসকারী জাহাজ ৷ জাহাজটি স্টেলথ - গাইডেড , অর্থাৎ যা ধরা পড়বে না শত্রুপক্ষের কোনও রাডারে ৷ পাশাপাশি, মিজ়াইল নিক্ষেপণেও নৌসেনার যুদ্ধ জাহাজগুলির মধ্যে অন্যতম এটি ৷ এই যুদ্ধ জাহাজটি তৈরি করেছে মাজ়াগাঁও ডক লিমিটেড ( MDL ) ৷ 2014 সালের 10 জুলাই সমুদ্রে পরীক্ষার পর তুলে দেওয়া হয় নৌসেনার হাতে ৷ 2014 সালে 16 অগাস্ট জাহাজটি প্রথম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
জাহাজটি তৈরি সম্পূর্ণ করার কথা ছিল 2010 সালেই ৷ কিন্তু , কয়েকটি প্রজেক্টে দেরি হওয়ায় জাহাজটি তৈরি হয় 2014 সালে ৷ জাহাজটি তৈরি শুরু হয় 2006 সালের 30 মার্চ ৷ MDL - এর 701 নম্বর ইয়ার্ডে তৈরি হয় জাহাজটি ৷
সমুদ্রে পরীক্ষা -
2010 সাল থেকে জাহাজটি তৈরিতে দেরি হয় ও সমুদ্রে তা ট্রায়াল দেওয়ার সময় কয়েকটি টেকনিকাল সমস্যা পাওয়া যায় ৷ সেকারণেই নৌসেনার হাতে তুলতে দেরি হয় জাহাজটি ৷ নৌসেনাকে জাহাজটি দেওয়া হয় 2014 সালে ৷ এরপর 2014 তে 7 মার্চ জাহাজের মেশিনারি চেক-আপ করার সময় কয়েকটি সমস্যা দেখা যায় ৷ জাহাজের ভিতরে CO2 লিক করায় এক অফিসার মারা যান । গুরুতর জখম হন কয়েকজন কয়েকজন জাহাজের কর্মী ৷
অস্ত্রের ট্রায়াল - INS কলকাতা এয়ার মিজ়াইলকে অনেক দূর পর্যন্ত নিক্ষেপ করতে পারে ৷ সমুদ্রে প্রাক-কমিশনিং অস্ত্রের পরীক্ষার অংশ হিসাবে, INS কলকাতা 9 জুন 2014-তে কারওয়ারের উপকূলে একটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ৷ সফল হয় পরীক্ষাটি । 2015 সালের 15 ফেব্রুয়ারি ট্রোপেক্স অনুশীলনের সময় আরব সাগরে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলক নিক্ষেপ করে ৷ এরপর 2015 সালের 29 ও 30 ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী INS কলকাতা থেকে ব্যারাক 8 নামের ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক নিক্ষেপ করে ৷ সেই ব্যারাক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সফল হয় ৷ আরব সাগরে নৌ মহড়া চলাকালীন দুটি দ্রুতগতির মিজ়াইল নিক্ষেপ করে INS কলকাতা ৷ এছাড়াও জাহাজটির উপরে রয়েছে একটি ফ্লাইট ডেক ও বদ্ধ হ্যাঙ্গার ৷