মোরাদাবাদ, 17 এপ্রিল: কোরোনায় মৃত ব্যক্তির সংস্পর্শে আসা অন্যদের খোঁজে গিয়ে উত্তরপ্রদেশের মোরাদাবাদে চলতি সপ্তাহের বুধবার (15 এপ্রিল) আক্রান্ত হন চিকিৎসকদের একটি দল । এমনকী, পরে চিকিৎসকদের উদ্ধার করতে গেলে পুলিশের উপরও হামলা চালায় স্থানীয়রা । ঘটনায় জখম হন একজন চিকিৎসক-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী । ঘটনার একদিন পর হাসপাতাল থেকেই ETV ভারতের সঙ্গে কথা বললেন জখম চিকিৎসক এস সি আগরওয়াল ।
চিকিৎসকের আর্জি, তাঁদের সকলের জন্য প্রয়োজনীয় সুরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা করা হোক । কারণ কোরোনা প্রতিরোধে তাঁদেরকেই ময়দানে নেমে লড়াই চালিয়ে যেতে হচ্ছে । স্থানীয়দের হাতে জখম হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি ।
তাঁর বক্তব্য, "আমাদের কোনও কথাই স্থানীয়রা সেদিন শুনতে চাইছিল না । আমরা কী কারণে এসেছি, তাঁদের স্বাস্থ্যের কথা ভেবেই যে এসেছি সেই সম্বন্ধে কোনও কথাই শোনা হচ্ছিল না । ভয়াবহ ছিল ওই দিন। মৃত্যুকে চোখের সামনে থেকে দেখেছি । আমাদের চিকিৎসকদের দলকে প্রচুর মানুষ ঘিরে রেখেছিল । যারা আমাদের উপর হামলা করে, তাদের মধ্যে একজনের আবার বক্তব্য ছিল কোরোনা আক্রান্ত রোগীর সঙ্গে না কি ঠিকঠাক ব্যবহার করছে না হাসপাতাল কর্তৃপক্ষ । তাদের না কি প্রয়োজনীয় পরিষেবাটুকুও দেওয়া হচ্ছে না । ওই ব্যক্তির বক্তব্যকে নাকচ করে আমি বলি কোরোনা আক্রান্ত সব রোগীদের খাবার ও জল ঠিক মতোই দেওয়া হচ্ছে । মৌলিক চাহিদাগুলোও মেটানো হচ্ছে । এরপরে আরও কোনও কথা না শুনে আমাদের মারধর করা হয় ।"
তবে এত কিছুর পর, আক্রান্ত হওয়ার পরও নিজের কর্তব্যে অবিচল থাকতে পরামর্শ তাঁর । দেশের সব ডাক্তারদের কাছে আবেদন, তাঁরা যেন নিজের সেরাটুকু দিয়ে এখন কাজ করেন । এই লড়াইয়ে তাঁদেরকেই প্রথম সারিতে থেকে লড়তে হবে । দেশের মানুষের এখন তাঁদেরকেই সবচেয়ে বেশি দরকার । মানুষের সেবার কাজ চালিয়ে যেতে চিকিৎসকদের কাছে আর্জি জানিয়েছেন তিনি । এস সি আগরওয়ালের স্ত্রীও একজন চিকিৎসক । তাঁর বক্তব্য, "সবক্ষেত্রে চিকিৎসকদের বাড়ি বাড়ি যাওয়া উচিত নয় । স্বাস্থ্য কর্মীরাও এই কাজটা করতে পারেন ।"
স্থানীয় একাংশের তরফে জানা গেছে, দিন কয়েক আগেই মোরদাবাদের নবাবপুরা এলাকায় কোরোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয় । ওই মৃতের সংস্পর্শে যারা এসেছে তাদের চিহ্নিত করতে ও মৃতের পরিবারের সদস্যদের কোয়ারানটাইনে পাঠানোর জন্য বুধবার চিকিৎসকেদর একটি দল পৌঁছায় । যখন পরিবারের লোকদের অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল, ঠিক সেই সময় 150জন চড়াও হয় । অ্যাম্বুলেন্স লক্ষ্য করে ইট, পাথর ছুড়তে থাকে । ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পুলিশের উপরেও হামলা চালায় উত্তেজিত জনতা । ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতেও । ঘটনায় জখম হন এক চিকিৎসকসহ কয়েকজন পুলিশকর্মী ।