হায়দরাবাদ, 6 জুলাই : দেশে বেকারত্বের হার তুলনামূলকভাবে কমেছে । গত সপ্তাহে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তরফে প্রকাশিত মাসিক রিপোর্ট একথাই বলছে । চলতি বছরের মে এবং এপ্রিল, দুই মাসেই বেকারত্বের হার ছিল 23.5 শতাংশ । সেখানে থেকে কমে জুনে বেকারত্বের হার নেমেছে 11 শতাংশে । জুন থেকে বিভিন্ন ক্ষেত্রে কাজ শুরু হওয়ায় বেকারত্বের হার তটা কমে এসেছে বলে মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ।
গ্রামাঞ্চলগুলিতে মে মাসে বেকারত্বের হার ছিল 22.5 শতাংশ । জুনে তা কমে দাঁড়ায় 10.5 শতাংশে । অন্যদিকে শহুরে এলাকাগুলিতে বেকারত্বের হার এক মাস আগেও ছিল 25.8 শতাংশ । সেখান থেকে কমে জুনে শহরাঞ্চলে বেকারত্বের হার দাঁড়ায় 12 শতাংশ ।
এই পরিসংখ্যানে স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তিতে বিনিয়োগকারী ও দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা । দেশের আর্থিক গতি ফের পুরোনো ছন্দে ফেরার পথে বলেও অনেকের অনুমান । কিন্তু আদৌ কি তাই ?
চিন্তা বাড়াচ্ছে চাকরির গুণগত মান
কোরোনা সংক্রমণের মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চালু হওয়ার পর থেকে কেটে গেছে তিন মাসেরও বেশি সময় । আর এই পরিস্থিতিতে কাজ হারিয়েছেন অনেকে । শুধুমাত্র এপ্রিলেই 12 কোটিরও বেশি মানুষ কাজ হারিয়েছে । এরপর ধীরে ধীরে লকডাউন শিথিল হতে শুরু করলে কাজে ফিরেছেনও অনেকে । মে মাসে 2.1 কোটি মানুষ কাজ পেয়েছে । জুনে কাজ পেয়েছে 7 কোটি মানুষ । তবে এই 7 কোটির মধ্যে মাত্র 39 লাখই রয়েছে মাসিক বেতনের চাকরি যা কি না মাত্র 5.5 শতাংশ । বাকি পুরোটাই কৃষিক্ষেত্র ও অসংগঠিত ক্ষেত্রে । এপ্রিল ও মে মাস মিলিয়ে 1 কোটি 80 লাখ মাসিক বেতনভুক মানুষ কাজ হারিয়েছিল ।
রিপোর্ট আরও বলা হয়েছে, কর্মসংস্থানে যে হঠাৎ বৃদ্ধি সামনে এসেছে, তার মূল কারণ হল MGNREGA-তে কাজ বাড়ানো । জুনে বেকারত্বের হার কমলেও তাতে খুব একটা স্বস্তির কারণ নেই । মার্চে কাজ হারানোর হার 8.75 শতাংশ ও ফেব্রুয়ারিতে কাজ হারানোর হার 7.76 শতাংশ । অর্থাৎ বেকারত্বের হার কমলেও উদ্বেগ কমছে না এখনই । এমনই মনে করছে দেশের অর্থনীতিবিদদের একাংশ ।