ETV Bharat / bharat

24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত 9,983 - corona virus

একদিনে কোরোনায় আক্রান্তের নিরিখে গত ২৪ ঘণ্টায় নতুন রেকর্ড হল । আক্রান্ত হয়েছেন 9,983 । গত 24 ঘণ্টায় মারা গেছেন 206 জন ৷

India's Single-Day Coronavirus Count Continues To Rise, 9,983 In 24 Hours
আগামী 24 ঘণ্টায় দেশে কোরোনা সংক্রমণ প্রায় 10 হাজার
author img

By

Published : Jun 8, 2020, 11:50 AM IST

Updated : Jun 8, 2020, 12:08 PM IST

দিল্লি, 8 জুন : ভারতে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়াল ৷ গত 24 ঘণ্টায় রেকর্ড সংখ্যক লোক আক্রান্ত হয়েছেন ৷ মোট 9 হাজার 983 জন কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ বর্তমানে কোরোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে ভারত বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে ৷ এর আগে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল 9 হাজার 971 জন ৷

সরকারি তথ্য অনুসারে, ভারতে বর্তমানে মৃত্যুর সংখ্যা 7 হাজার 135 ৷ সংক্রমণের সংখ্যা 2 লাখ 56 হাজার 611 ৷ তার মধ্যে সুস্থ হয়েছেন 1 লাখ 24 হাজার 95 জন ৷ গত 24 ঘণ্টায় মারা গেছেন 206 জন ৷ বর্তমানে দেশে কোরোনামুক্ত হওয়ার হার 48.35 শতাংশ ৷ যা 3.89 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷

বর্তমানে কোরোনা ভাইরাস সংক্রমণে দেশে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য হল মহারাষ্ট্র ৷ মহারাষ্ট্র কোরোনা সংক্রমণে সংখ্যায় চিনকেও ছাড়িয়ে গেছে ৷ প্রায় 3 হাজারের বেশি মানুষ মারা গেছেন ৷ মহারাষ্ট্রের মুম্বই দেশের সবথেকে ক্ষতিগ্রস্ত শহরগুলির মধ্যে প্রথম ৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে তামিলনাড়ু ও দিল্লি ৷

আজ দেশে " আনলক 1 " চলাকালীন পুনরায় খোলা হয়েছে ধর্মস্থানগুলি ৷ এছাড়াও খোলা হয়েছে শপিং মল , রেস্তরাঁগুলি ৷ এই স্থানগুলি পুনরায় চালু করার ক্ষেত্রে বেড়েছে আরও নিষেধাজ্ঞা ৷ কনটেইনমেন্ট জ়োনের ক্ষেত্রে আরও জোরদার হয়েছে নিয়ম ৷ লকডাউনের নতুন পর্বে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 5 টি রাজ্য ৷ মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাত ও রাজস্থান ৷ এই রাজ্যগুলির ক্ষেত্রে আনলকডাউন বিশেষভাবে চ্যালেঞ্জিং ৷ দেশে কোরোনা আক্রান্তের দিক থেকে এই 5 টি রাজ্যে সংক্রমণের হার 70 শতাংশ ও মৃত্যুর প্রায় 78 শতাংশ ।

দিল্লি, 8 জুন : ভারতে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়াল ৷ গত 24 ঘণ্টায় রেকর্ড সংখ্যক লোক আক্রান্ত হয়েছেন ৷ মোট 9 হাজার 983 জন কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ বর্তমানে কোরোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে ভারত বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে ৷ এর আগে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল 9 হাজার 971 জন ৷

সরকারি তথ্য অনুসারে, ভারতে বর্তমানে মৃত্যুর সংখ্যা 7 হাজার 135 ৷ সংক্রমণের সংখ্যা 2 লাখ 56 হাজার 611 ৷ তার মধ্যে সুস্থ হয়েছেন 1 লাখ 24 হাজার 95 জন ৷ গত 24 ঘণ্টায় মারা গেছেন 206 জন ৷ বর্তমানে দেশে কোরোনামুক্ত হওয়ার হার 48.35 শতাংশ ৷ যা 3.89 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷

বর্তমানে কোরোনা ভাইরাস সংক্রমণে দেশে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য হল মহারাষ্ট্র ৷ মহারাষ্ট্র কোরোনা সংক্রমণে সংখ্যায় চিনকেও ছাড়িয়ে গেছে ৷ প্রায় 3 হাজারের বেশি মানুষ মারা গেছেন ৷ মহারাষ্ট্রের মুম্বই দেশের সবথেকে ক্ষতিগ্রস্ত শহরগুলির মধ্যে প্রথম ৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে তামিলনাড়ু ও দিল্লি ৷

আজ দেশে " আনলক 1 " চলাকালীন পুনরায় খোলা হয়েছে ধর্মস্থানগুলি ৷ এছাড়াও খোলা হয়েছে শপিং মল , রেস্তরাঁগুলি ৷ এই স্থানগুলি পুনরায় চালু করার ক্ষেত্রে বেড়েছে আরও নিষেধাজ্ঞা ৷ কনটেইনমেন্ট জ়োনের ক্ষেত্রে আরও জোরদার হয়েছে নিয়ম ৷ লকডাউনের নতুন পর্বে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 5 টি রাজ্য ৷ মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাত ও রাজস্থান ৷ এই রাজ্যগুলির ক্ষেত্রে আনলকডাউন বিশেষভাবে চ্যালেঞ্জিং ৷ দেশে কোরোনা আক্রান্তের দিক থেকে এই 5 টি রাজ্যে সংক্রমণের হার 70 শতাংশ ও মৃত্যুর প্রায় 78 শতাংশ ।

Last Updated : Jun 8, 2020, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.