ETV Bharat / bharat

6 বছরে সর্বনিম্ন আর্থিক বৃদ্ধির হার, নামল 5 শতাংশে

author img

By

Published : Aug 31, 2019, 5:22 AM IST

চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার 5 শতাংশ ৷ যা 6 বছরে সর্বনিম্ন ৷

ছবিটি প্রতীকী

দিল্লি, 31 অগাস্ট : চলতি আর্থিক বছরের শুরুতেই ধাক্কা খেল বৃদ্ধির হার ৷ এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশের GDP তথা আর্থিক বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে 5 শতাংশে ৷ যা গত 6 বছরে সর্বনিম্ন ৷ অর্থনীতিবিদদের মতে, মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা, ব্যক্তিগত বিনিয়োগ হ্রাস পাওয়ার জেরেই কমেছে আর্থিক বৃদ্ধির হার ৷

কেন্দ্রীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, গত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ছিল 8 শতাংশ ৷ আর শেষ ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার কমে হয়েছিল 5.8 শতাংশ ৷ এর আগে 2013 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আর্থিক বৃদ্ধির হার কমে হয়েছিল 4.3 শতাংশ ৷ মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রমনিয়াম বলেন, "ভারতের আর্থিক বৃদ্ধির হার তুলনামূলক বেশি হলেও প্রথম ত্রৈমাসিকে তা কিছুটা কমেছে ৷ এর জন্য দায়ি অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় কারণই ৷ মূলত উন্নত অর্থনীতিতে মন্দা ও চিনা-অ্যামেরিকান বাণিজ্য দ্বন্দ্বের কারণেই ভারতের অর্থনীতিতে এই প্রভাব পড়েছে ৷"

সবথেকে বেশি ধাক্কা খেয়েছে উৎপাদন ক্ষেত্র ৷ গত বছরের ত্রৈমাসিকে যেখানে বৃদ্ধির হার ছিল 12.1 শতাংশ, এবার তা এসে ঠেকেছে 0.6 শতাংশে ৷ একই অবস্থা রিয়েল এস্টেস্টেও ৷ গত বছরের প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল 9.6 শতাংশ ৷ এবার তা কমে হয়েছে 5.7 শতাংশ ৷ কৃষিক্ষেত্রেও আর্থিক মন্দার প্রভাব পড়েছে ৷ গত বছরের তুলনায় বৃদ্ধির হার কমেছে 3.1 শতাংশ ৷

GDP
ধাক্কা খেয়েছে উৎপাদন ক্ষেত্র

এদিকে গত সপ্তাহেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিক বৈঠক করে দাবি করেছিলেন, অন্য দেশের তুলনায় ভারতের আর্থিক বৃদ্ধির হার বেশি ৷ আর ভোগ ক্ষমতার হার নিয়ে তাঁর বক্তব্য, শুধুমাত্র উন্নয়নশীল দেশে নয়, উন্নত অর্থনীতিতেও ভোগ ক্ষমতার হার নিম্নমুখী ৷

দিল্লি, 31 অগাস্ট : চলতি আর্থিক বছরের শুরুতেই ধাক্কা খেল বৃদ্ধির হার ৷ এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশের GDP তথা আর্থিক বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে 5 শতাংশে ৷ যা গত 6 বছরে সর্বনিম্ন ৷ অর্থনীতিবিদদের মতে, মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা, ব্যক্তিগত বিনিয়োগ হ্রাস পাওয়ার জেরেই কমেছে আর্থিক বৃদ্ধির হার ৷

কেন্দ্রীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, গত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ছিল 8 শতাংশ ৷ আর শেষ ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার কমে হয়েছিল 5.8 শতাংশ ৷ এর আগে 2013 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আর্থিক বৃদ্ধির হার কমে হয়েছিল 4.3 শতাংশ ৷ মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রমনিয়াম বলেন, "ভারতের আর্থিক বৃদ্ধির হার তুলনামূলক বেশি হলেও প্রথম ত্রৈমাসিকে তা কিছুটা কমেছে ৷ এর জন্য দায়ি অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় কারণই ৷ মূলত উন্নত অর্থনীতিতে মন্দা ও চিনা-অ্যামেরিকান বাণিজ্য দ্বন্দ্বের কারণেই ভারতের অর্থনীতিতে এই প্রভাব পড়েছে ৷"

সবথেকে বেশি ধাক্কা খেয়েছে উৎপাদন ক্ষেত্র ৷ গত বছরের ত্রৈমাসিকে যেখানে বৃদ্ধির হার ছিল 12.1 শতাংশ, এবার তা এসে ঠেকেছে 0.6 শতাংশে ৷ একই অবস্থা রিয়েল এস্টেস্টেও ৷ গত বছরের প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল 9.6 শতাংশ ৷ এবার তা কমে হয়েছে 5.7 শতাংশ ৷ কৃষিক্ষেত্রেও আর্থিক মন্দার প্রভাব পড়েছে ৷ গত বছরের তুলনায় বৃদ্ধির হার কমেছে 3.1 শতাংশ ৷

GDP
ধাক্কা খেয়েছে উৎপাদন ক্ষেত্র

এদিকে গত সপ্তাহেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিক বৈঠক করে দাবি করেছিলেন, অন্য দেশের তুলনায় ভারতের আর্থিক বৃদ্ধির হার বেশি ৷ আর ভোগ ক্ষমতার হার নিয়ে তাঁর বক্তব্য, শুধুমাত্র উন্নয়নশীল দেশে নয়, উন্নত অর্থনীতিতেও ভোগ ক্ষমতার হার নিম্নমুখী ৷

Gorakhpur (UP), Aug 31 (ANI): UP Chief Minister Yogi Adityanath inaugurated projects worth Rs 9.96 crore comprising 25 floating cascade fountains, 1 multimedia floating fountain and 450 kw solar power plant at Ramgarh Tal Lake. These projects have been built under the National Lake Conservation Programme of the Government of India and the pollution control and conservation plan of the Urban Development Department for Ramgarh Tal Lake.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.