ETV Bharat / bharat

ভারতীয় সীমানায় অনুপ্রবেশের চেষ্টা করেনি PLA, দাবি চিনা কূটনীতিকের - স্থিতাবস্থা লঙ্ঘন করেনি চিনা সেনা , চিনা কূটনীতিবিদ জি রোঙ

এর আগে ভারতীয় সেনা জানিয়েছিল, পূর্ব লাদাখের প্যাংগং এলাকায় স্থিতাবস্থা লঙ্ঘন করেছে PLA । লেকের দক্ষিণ দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করে তারা ৷ তবে ভারতীয় সেনার তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি । ঘটনাটি 29-30 অগাস্ট রাতের ৷

Indian troops violated the consensus reached in previous multi-level engagements: China
স্থিতাবস্থা লঙ্ঘন করেনি চিনা সেনা , চিনা কূটনীতিবিদ জি রোঙ
author img

By

Published : Sep 1, 2020, 5:09 PM IST

দিল্লি, 1 সেপ্টেম্বর : বিশাল বাহিনী নিয়ে ভারতীয় সীমানায় ঢোকার চেষ্টা করেনি চিনা সেনা । আজ এমন দাবি করলেন চিনা কূটনীতিক জি রং। উপরন্তু তিনি দাবি করেন, ভারতীয় সেনাই দ্বিপাক্ষিক সমঝোতা উপেক্ষা করে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করেছিল।

গতকাল বিবৃতি দিয়ে ভারতীয় সেনা জানিয়েছিল, পূর্ব লাদাখের প্যাংগং এলাকায় স্থিতাবস্থা লঙ্ঘন করেছে PLA । লেকের দক্ষিণ দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করে তারা ৷ তবে ভারতীয় সেনার তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি । ঘটনাটি 29-30 অগাস্ট রাতের ৷

ভারতীয় সেনার এই বিবৃতির পর আজ চিনা কূটনীতিক দাবি করেন, বহুস্তরীয় আলোচনা উপেক্ষা করে 31 অগাস্ট ভারতীয় সেনাই প্যাংগং সো লেকের দক্ষিণ তীর এবং সীমান্তের পশ্চিম দিকে রেকিন পাস বরাবর প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছিল ৷ যার জেরে সীমান্তে ফের উত্তেজনার আবহ তৈরি হয়। ভারতের এই পদক্ষেপে চিনের আঞ্চলিক সার্বভৌমত্ব নষ্ট হয়েছে। দু'দেশের মধ্যে প্রাসঙ্গিক চুক্তি, প্রোটোকল লঙ্ঘন করেছে ভারত ৷ ভারতের এই পদক্ষেপে উভয়পক্ষের স্থিতাবস্থা ভঙ্গ হয়েছে ৷ চিন এর সম্পূর্ণ বিরোধিতা করছে।"

তিনি আরও বলেন, " চিন ভারতের কাছে তাদের সেনাকে নিয়ন্ত্রণে রাখার আবেদন জানিয়েছে ৷ অবিলম্বে ভারতের উস্কানিমূলক পদক্ষেপ বন্ধ করা ও অনুপ্রবেশের চেষ্টা বন্ধ করার আবেদন জানানো হয়েছে। পরিস্থিতি জটিল হয়ে উঠুক এমন কোনও কাজ থেকে বিরত থাকুক ভারত।"

এদিকে পূর্ব লাদাখের ফিঙ্গার এরিয়া থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারতীয় সেনা ৷ প্রসঙ্গত, ভারত-চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনার আবহ রয়েছে সেই এপ্রিল-মে মাস থেকে ৷ চিনা সেনার গালওয়ান ভ্যালিতে অনুপ্রবেশের চেষ্টা ও হামলায় শহিদ হন ভারতের 20 জন জওয়ান ৷ এরপর বিভিন্ন সময়ে উচ্চস্তরীয় বৈঠকের মাধ্যমে স্থিতাবস্থায় আসার চেষ্টা করে দুই দেশ ৷ এখনও উত্তেজনার পরিবেশ রয়েছে।

দিল্লি, 1 সেপ্টেম্বর : বিশাল বাহিনী নিয়ে ভারতীয় সীমানায় ঢোকার চেষ্টা করেনি চিনা সেনা । আজ এমন দাবি করলেন চিনা কূটনীতিক জি রং। উপরন্তু তিনি দাবি করেন, ভারতীয় সেনাই দ্বিপাক্ষিক সমঝোতা উপেক্ষা করে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করেছিল।

গতকাল বিবৃতি দিয়ে ভারতীয় সেনা জানিয়েছিল, পূর্ব লাদাখের প্যাংগং এলাকায় স্থিতাবস্থা লঙ্ঘন করেছে PLA । লেকের দক্ষিণ দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করে তারা ৷ তবে ভারতীয় সেনার তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি । ঘটনাটি 29-30 অগাস্ট রাতের ৷

ভারতীয় সেনার এই বিবৃতির পর আজ চিনা কূটনীতিক দাবি করেন, বহুস্তরীয় আলোচনা উপেক্ষা করে 31 অগাস্ট ভারতীয় সেনাই প্যাংগং সো লেকের দক্ষিণ তীর এবং সীমান্তের পশ্চিম দিকে রেকিন পাস বরাবর প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছিল ৷ যার জেরে সীমান্তে ফের উত্তেজনার আবহ তৈরি হয়। ভারতের এই পদক্ষেপে চিনের আঞ্চলিক সার্বভৌমত্ব নষ্ট হয়েছে। দু'দেশের মধ্যে প্রাসঙ্গিক চুক্তি, প্রোটোকল লঙ্ঘন করেছে ভারত ৷ ভারতের এই পদক্ষেপে উভয়পক্ষের স্থিতাবস্থা ভঙ্গ হয়েছে ৷ চিন এর সম্পূর্ণ বিরোধিতা করছে।"

তিনি আরও বলেন, " চিন ভারতের কাছে তাদের সেনাকে নিয়ন্ত্রণে রাখার আবেদন জানিয়েছে ৷ অবিলম্বে ভারতের উস্কানিমূলক পদক্ষেপ বন্ধ করা ও অনুপ্রবেশের চেষ্টা বন্ধ করার আবেদন জানানো হয়েছে। পরিস্থিতি জটিল হয়ে উঠুক এমন কোনও কাজ থেকে বিরত থাকুক ভারত।"

এদিকে পূর্ব লাদাখের ফিঙ্গার এরিয়া থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারতীয় সেনা ৷ প্রসঙ্গত, ভারত-চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনার আবহ রয়েছে সেই এপ্রিল-মে মাস থেকে ৷ চিনা সেনার গালওয়ান ভ্যালিতে অনুপ্রবেশের চেষ্টা ও হামলায় শহিদ হন ভারতের 20 জন জওয়ান ৷ এরপর বিভিন্ন সময়ে উচ্চস্তরীয় বৈঠকের মাধ্যমে স্থিতাবস্থায় আসার চেষ্টা করে দুই দেশ ৷ এখনও উত্তেজনার পরিবেশ রয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.