ETV Bharat / bharat

CAA বিক্ষোভে রেলের ক্ষতি 88 কোটি টাকা - উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেল

পূর্ব-রেল ডিভিশনে রেলের 72 কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে ৷ দক্ষিণ-পূর্ব রেলের ক্ষতি হয়েছে 13 কোটি টাকা ৷ উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার জ়োনের ক্ষেত্রে রেলের সম্পত্তির ক্ষতির পরিমাণ 3 কোটি টাকা ৷

Rail
রেল
author img

By

Published : Dec 21, 2019, 12:09 PM IST

Updated : Dec 21, 2019, 12:29 PM IST

দিল্লি, 21 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ইশুতে উত্তপ্ত সারা দেশ ৷ সরকারি বাস ও ট্রেনে বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছে দেশের নানা জায়গায় ৷ উত্তরপ্রদেশ থেকে অসম, কর্নাটক থেকে পশ্চিমবঙ্গে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে ৷ এই বিক্ষোভের ফলে 88 কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে রেলের ৷

পূর্ব-রেল ডিভিশনে রেলের 72 কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে ৷ দক্ষিণ-পূর্ব রেলের ক্ষতি হয়েছে 13 কোটি টাকা ৷ উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার জ়োনের ক্ষেত্রে রেলের সম্পত্তির ক্ষতির পরিমাণ 3 কোটি টাকা ৷

Rail
CAA -র প্রতিবাদে রেল লাইনে আগুন বিক্ষোভরকারীদের

নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-র প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলেছে । দফায় দফায় ট্রেন অবরোধ হয়েছে অসম ও পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় । পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন শাখায় ট্রেন অবরোধ করে বিক্ষোভ চলছে । এর জেরে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা ।

আরও পড়ুন : রেলের সম্পত্তি নষ্ট করলে গুলি করে মারার নির্দেশ রেল রাষ্ট্রমন্ত্রীর

আরও পড়ুন : ধুলিয়ান স্টেশনে পরিষেবা স্বাভাবিক করতে দেড় মাস লাগবে, জানালেন মালদার DRM

ইতিমধ্যে রেলের সম্পত্তি নষ্ট করার চেষ্টা করছে, তাদের গুলি করে মারার নিদান দিয়েছেন রেলের রাষ্ট্রমন্ত্রী সুরেশ অঙ্গদি ৷ নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 -এর প্রতিবাদে একাধিক জায়গায় বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছে রেল ৷ 17 ডিসেম্বর এই বিষয়ে মুখ খোলেন রেল রাষ্ট্রমন্ত্রী ৷ তিনি বলেন, "আমি সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও রেল প্রশাসনকে সতর্ক করছি ৷ যদি কেউ রেল বা কোনও সরকারি সম্পত্তি ধ্বংস করার চেষ্টা করে, আমি মন্ত্রী হিসেবে নির্দেশ দিচ্ছি, তাদের গুলি করে মারা হোক ৷"

দিল্লি, 21 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ইশুতে উত্তপ্ত সারা দেশ ৷ সরকারি বাস ও ট্রেনে বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছে দেশের নানা জায়গায় ৷ উত্তরপ্রদেশ থেকে অসম, কর্নাটক থেকে পশ্চিমবঙ্গে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে ৷ এই বিক্ষোভের ফলে 88 কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে রেলের ৷

পূর্ব-রেল ডিভিশনে রেলের 72 কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে ৷ দক্ষিণ-পূর্ব রেলের ক্ষতি হয়েছে 13 কোটি টাকা ৷ উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার জ়োনের ক্ষেত্রে রেলের সম্পত্তির ক্ষতির পরিমাণ 3 কোটি টাকা ৷

Rail
CAA -র প্রতিবাদে রেল লাইনে আগুন বিক্ষোভরকারীদের

নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-র প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলেছে । দফায় দফায় ট্রেন অবরোধ হয়েছে অসম ও পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় । পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন শাখায় ট্রেন অবরোধ করে বিক্ষোভ চলছে । এর জেরে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা ।

আরও পড়ুন : রেলের সম্পত্তি নষ্ট করলে গুলি করে মারার নির্দেশ রেল রাষ্ট্রমন্ত্রীর

আরও পড়ুন : ধুলিয়ান স্টেশনে পরিষেবা স্বাভাবিক করতে দেড় মাস লাগবে, জানালেন মালদার DRM

ইতিমধ্যে রেলের সম্পত্তি নষ্ট করার চেষ্টা করছে, তাদের গুলি করে মারার নিদান দিয়েছেন রেলের রাষ্ট্রমন্ত্রী সুরেশ অঙ্গদি ৷ নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 -এর প্রতিবাদে একাধিক জায়গায় বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছে রেল ৷ 17 ডিসেম্বর এই বিষয়ে মুখ খোলেন রেল রাষ্ট্রমন্ত্রী ৷ তিনি বলেন, "আমি সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও রেল প্রশাসনকে সতর্ক করছি ৷ যদি কেউ রেল বা কোনও সরকারি সম্পত্তি ধ্বংস করার চেষ্টা করে, আমি মন্ত্রী হিসেবে নির্দেশ দিচ্ছি, তাদের গুলি করে মারা হোক ৷"

Mumbai, Dec 21 (ANI): While speaking to media in Mumbai on Citizenship Amendment Act, Film producer Mukesh Bhatt said, "I am personally very upset as the entire country is in flames. Even after that if one can't see, then it is really unfortunate." "If the youth is out on roads, then we need to look at it and discuss what wrong has happened," he added.
Last Updated : Dec 21, 2019, 12:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.