ETV Bharat / bharat

অ্যামেরিকার নেভি সিলের শক্তির সমতুল্য ভারতের MARCOS - Indian Navy's Marine Commando

প্রায় দু-তিন বছর ধরে চলে কঠিন প্রশিক্ষণ । ট্রেনিং চলাকালীন প্রায় 80 শতাংশ আবেদনকারীই হার মানে । বাকি যে 20 শতাংশ থেকে যান, তাঁরা হন MARCOS, মেরিন কমান্ডোজ় ।

MARCOS
মেরিন কমান্ডোজ়
author img

By

Published : Aug 21, 2020, 7:00 AM IST

ভারতীয় নৌসেনার কমান্ডো বাহিনী । মেরিন কমান্ডোজ় । বর্তমানে MARCOS । জঙ্গিদমন হোক বা পণবন্দীদের উদ্ধার, যে কোনও কঠিন কাজে সবসময় তৈরি MARCOS-এর জওয়ানরা । নৌসেনার এই কমান্ডো বাহিনী শুধুমাত্র জলপথেই নয়, আকাশপথে ও স্থলপথেও সমান দক্ষ ।

1987 সালের ফেব্রুয়ারি মাসে এই বাহিনী গঠিত হয় । প্রধান কার্যালয় বিশাখাপটনমে । মেরিন কমান্ডোজ়-এর বেস ক্যাম্প রয়েছে মুম্বই, বিশাখাপটনম, গোয়া, কোচি ও পোর্ট ব্লেয়ারের নৌসেনা ছাউনিতে ।

ভারতীয় নৌসেনার কমান্ডো বাহিনী 1987 সালে তৈরি হলেও তখনও পর্যন্ত MARCOS নামকরণ হয়নি । 1991 সালে বাহিনীর নাম দেওয়া হয় মেরিন কমান্ডোজ় । পরে তা সংক্ষিপ্ত করে নামকরণ করা হয় MARCOS । বাহিনীর মোটো "দ্য ফিউ, দ্য ফিয়ারলেস।'' মোটো থেকেই বোঝা যায়, এই বাহিনী কতটা শক্তিধর । ভারতীয় জলসীমার অতন্দ্র প্রহরী MARCOS । প্রায় দু-তিন বছর ধরে চলে কঠিন প্রশিক্ষণ । ট্রেনিং চলাকালীন প্রায় 80 শতাংশ আবেদনকারীই হার মানে । বাকি যে 20 শতাংশ থেকে যান, তাঁরা হন MARCOS, মেরিন কমান্ডোজ় । প্রশিক্ষণের মধ্যে থাকে লং মার্চ থেকে অস্ত্রের প্রশিক্ষণ, সবই । কীভাবে রাতের পর রাত, দিনের পর দিন, জেগে কাটাতে হয়, সেই প্রশিক্ষণও দেওয়া হয় এই ট্রেনিং চলাকালীন ।

MARCOS
মেরিন কমান্ডো-র খুঁটিনাটি

আরও পড়ুন : ঘণ্টায় 310 কিলোমিটার গতিতে ছুটতে পারে চিনুক

এই প্রশিক্ষণ এতটাই কঠিন যে, MARCOS-রা এই প্রশিক্ষণের একটি পর্যায়ের নাম দিয়েছেন "পাঁচ সপ্তাহের নরক" । যাঁরা প্রশিক্ষণের প্রথম ধাপে উত্তীর্ণ হন, তাঁদের নিয়ে শুরু হয় দ্বিতীয় ধাপ— প্যারাসুট ও ডুব প্রশিক্ষণ । প্রশিক্ষণের জন্য এই কমান্ডো বাহিনীর সদস্যদের বিভিন্ন জঙ্গল ও পর্বতে দিন কাটাতে হয় ।

আরও পড়ুন : 600 কিমি পর্যন্ত ছুটে গিয়ে শত্রুপক্ষের অস্ত্র ধ্বংসে সক্ষম পৃথ্বী

এই মেরিন কমান্ডো বাহিনী এতটাই শক্তিধর যে, এই বাহিনীকে অ্যামেরিকান নেভি সিলের সঙ্গেও তুলনা করা হয় । গোটা বিশ্বের সবথেকে ক্ষমতাশালী কমান্ডো বাহিনীগুলির মধ্যে অন্যতম MARCOS । সারা পৃথিবী সমঝে চলে এই বাহিনীকে । জম্মু-কাশ্মীরের দুর্গম এলাকায় অবস্থিত উলার লেক এবং তার আশপাশের এলাকাকে জঙ্গিমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মেরিন কমান্ডোর জওয়ানরা । এছাড়া 2008 সালের নভেম্বর যখন তাজ হোটেলে জঙ্গিহামলা হয়, তখনও জঙ্গি নিকেশে এগিয়ে এসেছিলেন MARCOS জওয়ানরা । অপারেশন ব্ল্যাক টর্নেডো (তাজ হোটেলে জঙ্গি হামলা) ছাড়াও অপারেশন ক্যাকটাস, অপারেশন লিচ, অপারেশন পবন, কার্গিল যুদ্ধ ও অপারেশন সাইক্লোনে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছিল এই জওয়ানদের ।

আরও পড়ুন : মিজ়াইল হোক বা টর্পেডো... অব্যর্থ INS ত্রিশূল

ভারতীয় নৌসেনার কমান্ডো বাহিনী । মেরিন কমান্ডোজ় । বর্তমানে MARCOS । জঙ্গিদমন হোক বা পণবন্দীদের উদ্ধার, যে কোনও কঠিন কাজে সবসময় তৈরি MARCOS-এর জওয়ানরা । নৌসেনার এই কমান্ডো বাহিনী শুধুমাত্র জলপথেই নয়, আকাশপথে ও স্থলপথেও সমান দক্ষ ।

1987 সালের ফেব্রুয়ারি মাসে এই বাহিনী গঠিত হয় । প্রধান কার্যালয় বিশাখাপটনমে । মেরিন কমান্ডোজ়-এর বেস ক্যাম্প রয়েছে মুম্বই, বিশাখাপটনম, গোয়া, কোচি ও পোর্ট ব্লেয়ারের নৌসেনা ছাউনিতে ।

ভারতীয় নৌসেনার কমান্ডো বাহিনী 1987 সালে তৈরি হলেও তখনও পর্যন্ত MARCOS নামকরণ হয়নি । 1991 সালে বাহিনীর নাম দেওয়া হয় মেরিন কমান্ডোজ় । পরে তা সংক্ষিপ্ত করে নামকরণ করা হয় MARCOS । বাহিনীর মোটো "দ্য ফিউ, দ্য ফিয়ারলেস।'' মোটো থেকেই বোঝা যায়, এই বাহিনী কতটা শক্তিধর । ভারতীয় জলসীমার অতন্দ্র প্রহরী MARCOS । প্রায় দু-তিন বছর ধরে চলে কঠিন প্রশিক্ষণ । ট্রেনিং চলাকালীন প্রায় 80 শতাংশ আবেদনকারীই হার মানে । বাকি যে 20 শতাংশ থেকে যান, তাঁরা হন MARCOS, মেরিন কমান্ডোজ় । প্রশিক্ষণের মধ্যে থাকে লং মার্চ থেকে অস্ত্রের প্রশিক্ষণ, সবই । কীভাবে রাতের পর রাত, দিনের পর দিন, জেগে কাটাতে হয়, সেই প্রশিক্ষণও দেওয়া হয় এই ট্রেনিং চলাকালীন ।

MARCOS
মেরিন কমান্ডো-র খুঁটিনাটি

আরও পড়ুন : ঘণ্টায় 310 কিলোমিটার গতিতে ছুটতে পারে চিনুক

এই প্রশিক্ষণ এতটাই কঠিন যে, MARCOS-রা এই প্রশিক্ষণের একটি পর্যায়ের নাম দিয়েছেন "পাঁচ সপ্তাহের নরক" । যাঁরা প্রশিক্ষণের প্রথম ধাপে উত্তীর্ণ হন, তাঁদের নিয়ে শুরু হয় দ্বিতীয় ধাপ— প্যারাসুট ও ডুব প্রশিক্ষণ । প্রশিক্ষণের জন্য এই কমান্ডো বাহিনীর সদস্যদের বিভিন্ন জঙ্গল ও পর্বতে দিন কাটাতে হয় ।

আরও পড়ুন : 600 কিমি পর্যন্ত ছুটে গিয়ে শত্রুপক্ষের অস্ত্র ধ্বংসে সক্ষম পৃথ্বী

এই মেরিন কমান্ডো বাহিনী এতটাই শক্তিধর যে, এই বাহিনীকে অ্যামেরিকান নেভি সিলের সঙ্গেও তুলনা করা হয় । গোটা বিশ্বের সবথেকে ক্ষমতাশালী কমান্ডো বাহিনীগুলির মধ্যে অন্যতম MARCOS । সারা পৃথিবী সমঝে চলে এই বাহিনীকে । জম্মু-কাশ্মীরের দুর্গম এলাকায় অবস্থিত উলার লেক এবং তার আশপাশের এলাকাকে জঙ্গিমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মেরিন কমান্ডোর জওয়ানরা । এছাড়া 2008 সালের নভেম্বর যখন তাজ হোটেলে জঙ্গিহামলা হয়, তখনও জঙ্গি নিকেশে এগিয়ে এসেছিলেন MARCOS জওয়ানরা । অপারেশন ব্ল্যাক টর্নেডো (তাজ হোটেলে জঙ্গি হামলা) ছাড়াও অপারেশন ক্যাকটাস, অপারেশন লিচ, অপারেশন পবন, কার্গিল যুদ্ধ ও অপারেশন সাইক্লোনে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছিল এই জওয়ানদের ।

আরও পড়ুন : মিজ়াইল হোক বা টর্পেডো... অব্যর্থ INS ত্রিশূল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.