ETV Bharat / bharat

আকাশ থেকে শত্রুপক্ষের ডুবোজাহাজের উপর নজরদারিতে দক্ষ p-81 - indian navy

বেস এরিয়া থেকে 2000 কিমি পথ পাড়ি দিয়ে ঘণ্টা চারেকের মধ্যে শত্রুপক্ষের সাবমেরিন খুঁজে তাকে ধ্বংস করে ফিরে আসে P-8I এয়ারক্রাফ্ট ৷

indian navy's boeing p-81 dedicated to the nation
indian navy's boeing p-81 dedicated to the nation
author img

By

Published : Aug 20, 2020, 7:00 AM IST

P-8I এয়ারক্রাফ্ট ৷ 2012 সাল থেকে ভারতীয় নৌসেনার সেবায় নিয়োজিত ৷ অ্যামেরিকার বিখ্যাত বোয়িং কম্পানি নির্মিত P-8I-কে আকাশে ভারতীয় নৌসেনার চোখ বলা হয় ৷ আকাশ থেকে ভারত মহাসাগরে শত্রুপক্ষের সাবমেরিনের উপর নজরদারির কাজে ব্যবহৃত হয় ৷ এটি অ্যামেরিকান নেভির P-8A পোজেইডনের একটি ভাগ ৷

7 হাজার 500 কিলোমিটার দীর্ঘ উপকূল ও একশোর বেশি ভারতীয় দ্বীপের সুরক্ষায় প্রয়োজন হয় P-8I এয়ারক্রাফ্টের ৷ এটি হল মাল্টিমিশন মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফ্ট ৷ যা শত্রুপক্ষের সাবমেরিন ধ্বংসকারী, অ্যান্টি সারফেস ওয়ারফেয়ার, তথ্য সংগ্রহ, শত্রু কবলিত এলাকার কাছাকাছি পৌঁছে শত্রুর ক্ষমতা নির্ণয় এবং উপকূল এলাকায় টহল ও অতন্দ্র প্রহরার কাজে ব্যবহৃত হয় এই এয়ারক্রাফ্ট ৷

বেস এরিয়া থেকে চার ঘণ্টায় 2 হাজার কিমি দূরত্ব পাড়ি দিতে পারে এই এয়ারক্রাফ্ট ৷ অর্থাৎ বেস এরিয়া থেকে 2 হাজার কিমি পথ পাড়ি দিয়ে ঘণ্টা চারেকের মধ্যে শত্রুপক্ষের সাবমেরিন খুঁজে তাকে ধ্বংস করে ফিরে আসে ৷ এর রক্ষণাবেক্ষণ করাও তেমন কঠিন নয় ৷ এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় 907 কিমি ।

p-81-এর বৈশিষ্ট্য
p-81-এর বৈশিষ্ট্য

P-8I-এর দীর্ঘ রেঞ্জের সার্চ রাডার আছে ৷ শত্রুপক্ষের সাবমেরিন শিকারের জন্য এটির ম্যাগনেটিক অ্যানোমেলি ডিটেকশন বুম রয়েছে ৷ ভারত মহাসাগরের উপকূলের কাছাকাছি আসার আগেই শত্রু সম্পর্কে সতর্ক করে দেয় এই ডিটেকশন বুম ৷ তা ছাড়াও রয়েছে 6-8 Mk-54 টর্পেডো ৷ বিমানের উইংয়ে থাকে 4টি হারপুন মিজ়াইল ৷

ভারতীয় নৌসেনা হল P-8 এয়ারক্রাফ্টের প্রথম আন্তর্জাতিক ক্রেতা ৷ 2009 সালের 1 জানুয়ারি আটটি বিমানের জন্য 2.1 বিলিয়ন অ্যামেরিকান ডলারের চুক্তি করে ভারতীয় সেনা ৷ 2013 সালের 15 মে আটটি বিমানই ভারতে আসে ৷ তখন থেকে ভারতীয় নৌসেনার কাজে নিয়োজিত এই বিমানগুলি ৷ 2016 সালের মাঝামাঝি সময়ে আরও চারটি বোয়িং P-8I বিমানের বরাত দেয় ভারত ৷ 1.1 বিলিয়ন ডলারের চুক্তি হয় ৷ চলতি বছরেই ভারতে আসার কথা বিমানগুলির ৷

P-8I এয়ারক্রাফ্ট ৷ 2012 সাল থেকে ভারতীয় নৌসেনার সেবায় নিয়োজিত ৷ অ্যামেরিকার বিখ্যাত বোয়িং কম্পানি নির্মিত P-8I-কে আকাশে ভারতীয় নৌসেনার চোখ বলা হয় ৷ আকাশ থেকে ভারত মহাসাগরে শত্রুপক্ষের সাবমেরিনের উপর নজরদারির কাজে ব্যবহৃত হয় ৷ এটি অ্যামেরিকান নেভির P-8A পোজেইডনের একটি ভাগ ৷

7 হাজার 500 কিলোমিটার দীর্ঘ উপকূল ও একশোর বেশি ভারতীয় দ্বীপের সুরক্ষায় প্রয়োজন হয় P-8I এয়ারক্রাফ্টের ৷ এটি হল মাল্টিমিশন মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফ্ট ৷ যা শত্রুপক্ষের সাবমেরিন ধ্বংসকারী, অ্যান্টি সারফেস ওয়ারফেয়ার, তথ্য সংগ্রহ, শত্রু কবলিত এলাকার কাছাকাছি পৌঁছে শত্রুর ক্ষমতা নির্ণয় এবং উপকূল এলাকায় টহল ও অতন্দ্র প্রহরার কাজে ব্যবহৃত হয় এই এয়ারক্রাফ্ট ৷

বেস এরিয়া থেকে চার ঘণ্টায় 2 হাজার কিমি দূরত্ব পাড়ি দিতে পারে এই এয়ারক্রাফ্ট ৷ অর্থাৎ বেস এরিয়া থেকে 2 হাজার কিমি পথ পাড়ি দিয়ে ঘণ্টা চারেকের মধ্যে শত্রুপক্ষের সাবমেরিন খুঁজে তাকে ধ্বংস করে ফিরে আসে ৷ এর রক্ষণাবেক্ষণ করাও তেমন কঠিন নয় ৷ এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় 907 কিমি ।

p-81-এর বৈশিষ্ট্য
p-81-এর বৈশিষ্ট্য

P-8I-এর দীর্ঘ রেঞ্জের সার্চ রাডার আছে ৷ শত্রুপক্ষের সাবমেরিন শিকারের জন্য এটির ম্যাগনেটিক অ্যানোমেলি ডিটেকশন বুম রয়েছে ৷ ভারত মহাসাগরের উপকূলের কাছাকাছি আসার আগেই শত্রু সম্পর্কে সতর্ক করে দেয় এই ডিটেকশন বুম ৷ তা ছাড়াও রয়েছে 6-8 Mk-54 টর্পেডো ৷ বিমানের উইংয়ে থাকে 4টি হারপুন মিজ়াইল ৷

ভারতীয় নৌসেনা হল P-8 এয়ারক্রাফ্টের প্রথম আন্তর্জাতিক ক্রেতা ৷ 2009 সালের 1 জানুয়ারি আটটি বিমানের জন্য 2.1 বিলিয়ন অ্যামেরিকান ডলারের চুক্তি করে ভারতীয় সেনা ৷ 2013 সালের 15 মে আটটি বিমানই ভারতে আসে ৷ তখন থেকে ভারতীয় নৌসেনার কাজে নিয়োজিত এই বিমানগুলি ৷ 2016 সালের মাঝামাঝি সময়ে আরও চারটি বোয়িং P-8I বিমানের বরাত দেয় ভারত ৷ 1.1 বিলিয়ন ডলারের চুক্তি হয় ৷ চলতি বছরেই ভারতে আসার কথা বিমানগুলির ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.