দিল্লি, 22 জানুয়ারি : আবহবিদ্যা ও সমুদ্রবিজ্ঞানের কাজের জন্য সমুদ্রের নিচের পলিস্তরের পরিমাণ, জীববৈচিত্র্য সম্পর্কিত কিছু তথ্যের প্রয়োজন হয় । সেই তথ্য নেওয়ার জন্য ভারতীয় নৌ সেনার সঙ্গে MOU স্বাক্ষর করল জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) ।
গতকাল কমোডোর এ এ অভয়াঙ্কর ও এন মারান MOU স্বাক্ষর করেন । এ এ অভয়াঙ্কর ভারতীয় নৌ বাহিনীর সমুদ্রবিজ্ঞান ও আবহবিদ্যার ডাইরেক্টরেটের প্রধান । এ মারান GSI-র ডেপুটি ডিরেক্টর জেনেরাল ।
GSI-র ম্যাঙ্গালেরুর সামুদ্রিক ও উপকূলীয় সার্ভে বিভাগের তরফে একটি ম্যাপ তৈরি করা হয়েছে । এই ম্যাপে ভারত সীমান্তে অবস্থিত সমুদ্রগুলির 2.1 মিলিয়ন বর্গ কিলোমিটার চিহ্নিত করা হয়েছে ।
GSI-কে প্রয়োজনীয় তথ্য দিতে নৌ-বাহিনী তাদের 'সমুদ্র মন্থন', 'সমুদ্র কৌস্তভ', 'সমুদ্র সৌধিকামা' এবং 'সুমদ্র রত্নাকর'-এর মতো অত্যাধুনিক সমুদ্র যানগুলি ব্যবহার করবে ভারতীয় নৌ সেনা ।