ETV Bharat / bharat

নাগরিকত্ব আইন নিয়ে দেশের মুসলিমদের চিন্তার কারণ নেই, আশ্বাস শাহী ইমামের - জাতীয় নাগরিকপঞ্জি

মঙ্গলবার জামা মসজিদের শাহী ইমাম নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলা প্রতিবাদ-বিক্ষোভ প্রসঙ্গে বলেন , "নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির মধ্যে পার্থক্য রয়েছে । CAA ইতিমধ্যেই একটি আইনে পরিণত হয়েছে । NRC-র বিষয়টি শুধুই ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে ।"

SHAHI IMAM
SHAHI IMAM
author img

By

Published : Dec 18, 2019, 8:26 PM IST

দিল্লি , 18 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন - এর জন্য দেশের মুসলিম নাগরিকদের কোনও সমস্যা হবে না । আজ এই আশ্বাস দিলেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি । নাগরিকত্ব আইনকে অসাংবিধানিক বলে দেশজুড়ে প্রতিবাদ হলেও আজ তাঁর এই বক্তব্য বিভিন্ন মহলে সাড়া ফেলেছে । জাতীয় নাগরিকপঞ্জি নিয়েও শাহী ইমাম বক্তব্য রাখেন । মনে করিয়ে দেন নাগরিকপঞ্জি এখনও ভারতে আইন হয়ে ওঠেনি । তাই সেই বিষয়ে এতটা সরব হওয়ার কারণ নেই ।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে । একাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এই আন্দোলনে শামিল হয়েছে । নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে পথে নেমেছে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, আলিগড় বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ দেশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান । সুপ্রিম কোর্টে ইতিমধ্যে এই আইন পুনর্বিবেচনার দাবিতে 600-র বেশি আবেদন জমা পড়েছে ।

রবিবার রাতে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় নাগরিকত্ব আইনের প্রতিবাদে তুমুল বিক্ষোভ হয় । সেই সময় বিক্ষোভ দমানোর নামে ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের উপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস শেল ছোড়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ পুলিশ ও ছাত্র-ছাত্রীদের সংঘর্ষে জখম হন অনেক পড়ুয়া । দিল্লির সফদরজং হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় দু'জন ছাত্রর শরীরে বুলেটের ক্ষত রয়েছে । এই পরিস্থিতিতে শাহী ইমামের এই বক্তব্যে বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছে ।

মঙ্গলবার শাহী ইমাম নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলা প্রতিবাদ-বিক্ষোভ প্রসঙ্গে বলেন , "দেশের নাগরিকরা তাঁদের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়তেই পারেন । প্রতিবাদের সেই অধিকার তাঁদের আছে । কেউ আমাদের বাধা দিতে পারে না । কিন্তু আমাদের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখতে হবে । সেই বিষয়টি গুরুত্বপূর্ণ । " কেন ভারতের মুসলিম নাগরিকদের এই বিষয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই তা ব্যাখ্যা করে বলেন , "নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির মধ্যে পার্থক্য রয়েছে । CAA ইতিমধ্যেই একটি আইনে পরিণত হয়েছে । NRC-র বিষয়টি শুধুই ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে । বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে আসা মুসলিম শরণার্থীরা এই আইনের আওতায় নাগরিকত্ব পাবেন না । কিন্তু ভারতের মুসলিম নাগরিকদের এই বিষয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই । "

দিল্লি , 18 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন - এর জন্য দেশের মুসলিম নাগরিকদের কোনও সমস্যা হবে না । আজ এই আশ্বাস দিলেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি । নাগরিকত্ব আইনকে অসাংবিধানিক বলে দেশজুড়ে প্রতিবাদ হলেও আজ তাঁর এই বক্তব্য বিভিন্ন মহলে সাড়া ফেলেছে । জাতীয় নাগরিকপঞ্জি নিয়েও শাহী ইমাম বক্তব্য রাখেন । মনে করিয়ে দেন নাগরিকপঞ্জি এখনও ভারতে আইন হয়ে ওঠেনি । তাই সেই বিষয়ে এতটা সরব হওয়ার কারণ নেই ।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে । একাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এই আন্দোলনে শামিল হয়েছে । নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে পথে নেমেছে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, আলিগড় বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ দেশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান । সুপ্রিম কোর্টে ইতিমধ্যে এই আইন পুনর্বিবেচনার দাবিতে 600-র বেশি আবেদন জমা পড়েছে ।

রবিবার রাতে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় নাগরিকত্ব আইনের প্রতিবাদে তুমুল বিক্ষোভ হয় । সেই সময় বিক্ষোভ দমানোর নামে ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের উপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস শেল ছোড়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ পুলিশ ও ছাত্র-ছাত্রীদের সংঘর্ষে জখম হন অনেক পড়ুয়া । দিল্লির সফদরজং হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় দু'জন ছাত্রর শরীরে বুলেটের ক্ষত রয়েছে । এই পরিস্থিতিতে শাহী ইমামের এই বক্তব্যে বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছে ।

মঙ্গলবার শাহী ইমাম নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলা প্রতিবাদ-বিক্ষোভ প্রসঙ্গে বলেন , "দেশের নাগরিকরা তাঁদের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়তেই পারেন । প্রতিবাদের সেই অধিকার তাঁদের আছে । কেউ আমাদের বাধা দিতে পারে না । কিন্তু আমাদের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখতে হবে । সেই বিষয়টি গুরুত্বপূর্ণ । " কেন ভারতের মুসলিম নাগরিকদের এই বিষয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই তা ব্যাখ্যা করে বলেন , "নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির মধ্যে পার্থক্য রয়েছে । CAA ইতিমধ্যেই একটি আইনে পরিণত হয়েছে । NRC-র বিষয়টি শুধুই ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে । বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে আসা মুসলিম শরণার্থীরা এই আইনের আওতায় নাগরিকত্ব পাবেন না । কিন্তু ভারতের মুসলিম নাগরিকদের এই বিষয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই । "

New Delhi, Dec 18 (ANI): Union Minister for Finance, Nirmala Sitharaman chaired pre-budget consultation meeting on December 18. Union Minister of State for Finance and Corporate Affairs, Anurag Thakur was also present in the meeting. The Finance Ministers of states and union territories attended the consultation meeting. It was held in connection with the forthcoming Union Budget 2020-21.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.