ETV Bharat / bharat

চিনের সঙ্গে সম্পর্কযুক্ত 52 টি মোবাইল অ্যাপ ব্যবহারে সতর্কতা

জ়ুম, টিকটক, জ়েন্ডার, ইউ সি ব্রাউজ়ার, শেয়ার ইট, ভিগো ভিডিয়ো, বিগো লাইভ সহ মোট 52টি অ্য়াপের ব্যবহারের উপর সতর্কতা জারি করা হয়েছে ।

author img

By

Published : Jun 17, 2020, 7:38 PM IST

Updated : Jul 5, 2020, 11:41 AM IST

ছবি
ছবি

দিল্লি, 17 জুন : মোবাইল অ্যাপের মাধ্যমেও অনেক তথ্য দেশের বাইরে যাচ্ছে । একেবারেই নিরাপদ নয় এগুলি । এমনই জানাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলি । সেই সূত্র ধরেই এবার চিনের সঙ্গে সম্পর্কযুক্ত 52 টি মোবাইল অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের কথা জানানো হল । গোয়েন্দা সংস্থাগুলির পরামর্শ, এই অ্যাপগুলি বন্ধ করার ক্ষেত্রে সরকারকে পদক্ষেপ করতে হবে । পাশাপাশি জনসাধারণকে সতর্ক করতে হবে, যাতে তাঁরা এই অ্যাপগুলি ব্যবহার না করেন ।

কম্পিউটার ইমারজেন্সি টিম অফ ইন্ডিয়া(CERT-in)-র সুপারিশে এবছর এপ্রিলেই জ়ুম ভিডিয়ো অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে উপদেষ্টা জারি করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক । তাইওয়ানও জ়ুম অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল । অ্যামেরিকা ও জার্মানের তরফেও এই পদক্ষেপ নেওয়া হয় । এবার নতুন করে মোট 52 টি মোবাইল অ্যাপ ব্যবহারে সতর্কতা জারি করা হল । এগুলি হল ভিডিয়ো কনফারেন্স অ্যাপ জ়ুম, শর্ট ভিডিয়ো অ্যাপ টিকটক, জ়েন্ডার, ইউ সি ব্রাউজ়ার, শেয়ার ইট, ক্লিন মাস্টার, উই চ্যাট, ভোল্ট হাইট, ভিগো ভিডিয়ো ইত্যাদি ।

app list
অ্যাপগুলির তালিকা

এবিষয়ে গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড ও IOS অ্যাপ আছে, যেগুলি চিনের কোনও অ্যাপ ডেভেলপার সংস্থা বা চিনের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থা তৈরি করে । এগুলির মাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল । এই অ্যাপগুলির মাধ্যমে নিজেদের অনেক গোপনীয় তথ্য মুহূর্তে অন্যের হাতে চলে যাচ্ছে । বিশেষ করে এই পরিস্থিতিতে দেশের তথ্য বাইরে যাওয়াটা নিরাপদ নয় । বিষয়টি খুব স্পর্শকাতর । তাই এনিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে । সরকারকেও যথাযথ পদক্ষেপ করতে হবে ।

app list
অ্যাপের তালিকা

দিল্লি, 17 জুন : মোবাইল অ্যাপের মাধ্যমেও অনেক তথ্য দেশের বাইরে যাচ্ছে । একেবারেই নিরাপদ নয় এগুলি । এমনই জানাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলি । সেই সূত্র ধরেই এবার চিনের সঙ্গে সম্পর্কযুক্ত 52 টি মোবাইল অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের কথা জানানো হল । গোয়েন্দা সংস্থাগুলির পরামর্শ, এই অ্যাপগুলি বন্ধ করার ক্ষেত্রে সরকারকে পদক্ষেপ করতে হবে । পাশাপাশি জনসাধারণকে সতর্ক করতে হবে, যাতে তাঁরা এই অ্যাপগুলি ব্যবহার না করেন ।

কম্পিউটার ইমারজেন্সি টিম অফ ইন্ডিয়া(CERT-in)-র সুপারিশে এবছর এপ্রিলেই জ়ুম ভিডিয়ো অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে উপদেষ্টা জারি করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক । তাইওয়ানও জ়ুম অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল । অ্যামেরিকা ও জার্মানের তরফেও এই পদক্ষেপ নেওয়া হয় । এবার নতুন করে মোট 52 টি মোবাইল অ্যাপ ব্যবহারে সতর্কতা জারি করা হল । এগুলি হল ভিডিয়ো কনফারেন্স অ্যাপ জ়ুম, শর্ট ভিডিয়ো অ্যাপ টিকটক, জ়েন্ডার, ইউ সি ব্রাউজ়ার, শেয়ার ইট, ক্লিন মাস্টার, উই চ্যাট, ভোল্ট হাইট, ভিগো ভিডিয়ো ইত্যাদি ।

app list
অ্যাপগুলির তালিকা

এবিষয়ে গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড ও IOS অ্যাপ আছে, যেগুলি চিনের কোনও অ্যাপ ডেভেলপার সংস্থা বা চিনের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থা তৈরি করে । এগুলির মাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল । এই অ্যাপগুলির মাধ্যমে নিজেদের অনেক গোপনীয় তথ্য মুহূর্তে অন্যের হাতে চলে যাচ্ছে । বিশেষ করে এই পরিস্থিতিতে দেশের তথ্য বাইরে যাওয়াটা নিরাপদ নয় । বিষয়টি খুব স্পর্শকাতর । তাই এনিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে । সরকারকেও যথাযথ পদক্ষেপ করতে হবে ।

app list
অ্যাপের তালিকা
Last Updated : Jul 5, 2020, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.