ETV Bharat / bharat

চিনের সঙ্গে সম্পর্কযুক্ত 52 টি মোবাইল অ্যাপ ব্যবহারে সতর্কতা - ladakh issue

জ়ুম, টিকটক, জ়েন্ডার, ইউ সি ব্রাউজ়ার, শেয়ার ইট, ভিগো ভিডিয়ো, বিগো লাইভ সহ মোট 52টি অ্য়াপের ব্যবহারের উপর সতর্কতা জারি করা হয়েছে ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 17, 2020, 7:38 PM IST

Updated : Jul 5, 2020, 11:41 AM IST

দিল্লি, 17 জুন : মোবাইল অ্যাপের মাধ্যমেও অনেক তথ্য দেশের বাইরে যাচ্ছে । একেবারেই নিরাপদ নয় এগুলি । এমনই জানাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলি । সেই সূত্র ধরেই এবার চিনের সঙ্গে সম্পর্কযুক্ত 52 টি মোবাইল অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের কথা জানানো হল । গোয়েন্দা সংস্থাগুলির পরামর্শ, এই অ্যাপগুলি বন্ধ করার ক্ষেত্রে সরকারকে পদক্ষেপ করতে হবে । পাশাপাশি জনসাধারণকে সতর্ক করতে হবে, যাতে তাঁরা এই অ্যাপগুলি ব্যবহার না করেন ।

কম্পিউটার ইমারজেন্সি টিম অফ ইন্ডিয়া(CERT-in)-র সুপারিশে এবছর এপ্রিলেই জ়ুম ভিডিয়ো অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে উপদেষ্টা জারি করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক । তাইওয়ানও জ়ুম অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল । অ্যামেরিকা ও জার্মানের তরফেও এই পদক্ষেপ নেওয়া হয় । এবার নতুন করে মোট 52 টি মোবাইল অ্যাপ ব্যবহারে সতর্কতা জারি করা হল । এগুলি হল ভিডিয়ো কনফারেন্স অ্যাপ জ়ুম, শর্ট ভিডিয়ো অ্যাপ টিকটক, জ়েন্ডার, ইউ সি ব্রাউজ়ার, শেয়ার ইট, ক্লিন মাস্টার, উই চ্যাট, ভোল্ট হাইট, ভিগো ভিডিয়ো ইত্যাদি ।

app list
অ্যাপগুলির তালিকা

এবিষয়ে গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড ও IOS অ্যাপ আছে, যেগুলি চিনের কোনও অ্যাপ ডেভেলপার সংস্থা বা চিনের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থা তৈরি করে । এগুলির মাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল । এই অ্যাপগুলির মাধ্যমে নিজেদের অনেক গোপনীয় তথ্য মুহূর্তে অন্যের হাতে চলে যাচ্ছে । বিশেষ করে এই পরিস্থিতিতে দেশের তথ্য বাইরে যাওয়াটা নিরাপদ নয় । বিষয়টি খুব স্পর্শকাতর । তাই এনিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে । সরকারকেও যথাযথ পদক্ষেপ করতে হবে ।

app list
অ্যাপের তালিকা

দিল্লি, 17 জুন : মোবাইল অ্যাপের মাধ্যমেও অনেক তথ্য দেশের বাইরে যাচ্ছে । একেবারেই নিরাপদ নয় এগুলি । এমনই জানাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলি । সেই সূত্র ধরেই এবার চিনের সঙ্গে সম্পর্কযুক্ত 52 টি মোবাইল অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের কথা জানানো হল । গোয়েন্দা সংস্থাগুলির পরামর্শ, এই অ্যাপগুলি বন্ধ করার ক্ষেত্রে সরকারকে পদক্ষেপ করতে হবে । পাশাপাশি জনসাধারণকে সতর্ক করতে হবে, যাতে তাঁরা এই অ্যাপগুলি ব্যবহার না করেন ।

কম্পিউটার ইমারজেন্সি টিম অফ ইন্ডিয়া(CERT-in)-র সুপারিশে এবছর এপ্রিলেই জ়ুম ভিডিয়ো অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে উপদেষ্টা জারি করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক । তাইওয়ানও জ়ুম অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল । অ্যামেরিকা ও জার্মানের তরফেও এই পদক্ষেপ নেওয়া হয় । এবার নতুন করে মোট 52 টি মোবাইল অ্যাপ ব্যবহারে সতর্কতা জারি করা হল । এগুলি হল ভিডিয়ো কনফারেন্স অ্যাপ জ়ুম, শর্ট ভিডিয়ো অ্যাপ টিকটক, জ়েন্ডার, ইউ সি ব্রাউজ়ার, শেয়ার ইট, ক্লিন মাস্টার, উই চ্যাট, ভোল্ট হাইট, ভিগো ভিডিয়ো ইত্যাদি ।

app list
অ্যাপগুলির তালিকা

এবিষয়ে গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড ও IOS অ্যাপ আছে, যেগুলি চিনের কোনও অ্যাপ ডেভেলপার সংস্থা বা চিনের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থা তৈরি করে । এগুলির মাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল । এই অ্যাপগুলির মাধ্যমে নিজেদের অনেক গোপনীয় তথ্য মুহূর্তে অন্যের হাতে চলে যাচ্ছে । বিশেষ করে এই পরিস্থিতিতে দেশের তথ্য বাইরে যাওয়াটা নিরাপদ নয় । বিষয়টি খুব স্পর্শকাতর । তাই এনিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে । সরকারকেও যথাযথ পদক্ষেপ করতে হবে ।

app list
অ্যাপের তালিকা
Last Updated : Jul 5, 2020, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.