দিল্লি, 18 জুলাই : মাত্র তিন মাসের জন্য তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ বাড়াল ভারত সরকার । পাঁচ বছরের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করেছিলেন তসলিমা । সেই জায়গায় মাত্র তিন মাস বাড়ানোয় অবাক লেখিকা ।
চলতি মাসের 27 তারিখ ভারতে থাকার ভিসার মেয়াদ শেষ হচ্ছে তসলিমার । প্রতিবারের মতো এবারও ভারত সরকারের কাছে পাঁচ বছরের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করেছিলেন তিনি । লেখিকা তাঁর টুইটে জানিয়েছেন, প্রত্যেকবার এক বছর করে মেয়াদ বৃদ্ধি করা হত । কিন্তু এবছর ভিসার মেয়াদ মাত্র তিন মাস বাড়ানো হয়েছে । লেখিকা লেখেন, "প্রতিবছর পাঁচ বছরের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করি । কিন্তু প্রতিবছরই এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধি হয় । এবছরও পাঁচ বছরের আবেদন করেছিলাম । কিন্তু মাত্র তিন মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ।" একইসঙ্গে এই টুইটেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেন ।
-
Hon'ble @amitshah ji,I sincerely thank u for extending my residence permit. But I'm surprised it's only for 3M. I apply for 5yrs but I've been getting 1yr extension.Hon'ble Rajnathji assured me I wd get an extension for 50yrs.India is my only home.I'm sure u'll come to my rescue.
— taslima nasreen (@taslimanasreen) July 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hon'ble @amitshah ji,I sincerely thank u for extending my residence permit. But I'm surprised it's only for 3M. I apply for 5yrs but I've been getting 1yr extension.Hon'ble Rajnathji assured me I wd get an extension for 50yrs.India is my only home.I'm sure u'll come to my rescue.
— taslima nasreen (@taslimanasreen) July 17, 2019Hon'ble @amitshah ji,I sincerely thank u for extending my residence permit. But I'm surprised it's only for 3M. I apply for 5yrs but I've been getting 1yr extension.Hon'ble Rajnathji assured me I wd get an extension for 50yrs.India is my only home.I'm sure u'll come to my rescue.
— taslima nasreen (@taslimanasreen) July 17, 2019
অপর একটি টুইটে তসলিমা লেখেন, "ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য ধন্যবাদ জানাচ্ছি । কিন্তু আমি অবাক, মাত্র তিন মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে । প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আমাকে 50 বছরের মেয়াদ বৃদ্ধির জন্য নিশ্চিত করেছিলেন । ভারত আমার একমাত্র বাড়ি । আমি নিশ্চিত আপনি উপযুক্ত ব্যবস্থা নেবেন ।"
ভিসা নিয়ে বরাবরই সমস্যার মুখোমুখি হতে হয়েছে তসলিমাকে । এর আগে দু'মাসের জন্য বাড়ানো হয়েছিল লেখিকার ভিসার মেয়াদ ।