ETV Bharat / bharat

ভারতে তসলিমার ভিসার মেয়াদ বাড়ল মাত্র 3 মাস

তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ তিন মাসের জন্য বাড়াল ভারত সরকার । টুইট করে জানালেন লেখিকা ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 18, 2019, 6:29 PM IST

Updated : Jul 18, 2019, 7:14 PM IST

দিল্লি, 18 জুলাই : মাত্র তিন মাসের জন্য তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ বাড়াল ভারত সরকার । পাঁচ বছরের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করেছিলেন তসলিমা । সেই জায়গায় মাত্র তিন মাস বাড়ানোয় অবাক লেখিকা ।

চলতি মাসের 27 তারিখ ভারতে থাকার ভিসার মেয়াদ শেষ হচ্ছে তসলিমার । প্রতিবারের মতো এবারও ভারত সরকারের কাছে পাঁচ বছরের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করেছিলেন তিনি । লেখিকা তাঁর টুইটে জানিয়েছেন, প্রত্যেকবার এক বছর করে মেয়াদ বৃদ্ধি করা হত । কিন্তু এবছর ভিসার মেয়াদ মাত্র তিন মাস বাড়ানো হয়েছে । লেখিকা লেখেন, "প্রতিবছর পাঁচ বছরের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করি । কিন্তু প্রতিবছরই এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধি হয় । এবছরও পাঁচ বছরের আবেদন করেছিলাম । কিন্তু মাত্র তিন মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ।" একইসঙ্গে এই টুইটেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেন ।

  • Hon'ble @amitshah ji,I sincerely thank u for extending my residence permit. But I'm surprised it's only for 3M. I apply for 5yrs but I've been getting 1yr extension.Hon'ble Rajnathji assured me I wd get an extension for 50yrs.India is my only home.I'm sure u'll come to my rescue.

    — taslima nasreen (@taslimanasreen) July 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপর একটি টুইটে তসলিমা লেখেন, "ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য ধন্যবাদ জানাচ্ছি । কিন্তু আমি অবাক, মাত্র তিন মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে । প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আমাকে 50 বছরের মেয়াদ বৃদ্ধির জন্য নিশ্চিত করেছিলেন । ভারত আমার একমাত্র বাড়ি । আমি নিশ্চিত আপনি উপযুক্ত ব্যবস্থা নেবেন ।"

ভিসা নিয়ে বরাবরই সমস্যার মুখোমুখি হতে হয়েছে তসলিমাকে । এর আগে দু'মাসের জন্য বাড়ানো হয়েছিল লেখিকার ভিসার মেয়াদ ।

দিল্লি, 18 জুলাই : মাত্র তিন মাসের জন্য তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ বাড়াল ভারত সরকার । পাঁচ বছরের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করেছিলেন তসলিমা । সেই জায়গায় মাত্র তিন মাস বাড়ানোয় অবাক লেখিকা ।

চলতি মাসের 27 তারিখ ভারতে থাকার ভিসার মেয়াদ শেষ হচ্ছে তসলিমার । প্রতিবারের মতো এবারও ভারত সরকারের কাছে পাঁচ বছরের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করেছিলেন তিনি । লেখিকা তাঁর টুইটে জানিয়েছেন, প্রত্যেকবার এক বছর করে মেয়াদ বৃদ্ধি করা হত । কিন্তু এবছর ভিসার মেয়াদ মাত্র তিন মাস বাড়ানো হয়েছে । লেখিকা লেখেন, "প্রতিবছর পাঁচ বছরের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করি । কিন্তু প্রতিবছরই এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধি হয় । এবছরও পাঁচ বছরের আবেদন করেছিলাম । কিন্তু মাত্র তিন মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ।" একইসঙ্গে এই টুইটেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেন ।

  • Hon'ble @amitshah ji,I sincerely thank u for extending my residence permit. But I'm surprised it's only for 3M. I apply for 5yrs but I've been getting 1yr extension.Hon'ble Rajnathji assured me I wd get an extension for 50yrs.India is my only home.I'm sure u'll come to my rescue.

    — taslima nasreen (@taslimanasreen) July 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপর একটি টুইটে তসলিমা লেখেন, "ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য ধন্যবাদ জানাচ্ছি । কিন্তু আমি অবাক, মাত্র তিন মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে । প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আমাকে 50 বছরের মেয়াদ বৃদ্ধির জন্য নিশ্চিত করেছিলেন । ভারত আমার একমাত্র বাড়ি । আমি নিশ্চিত আপনি উপযুক্ত ব্যবস্থা নেবেন ।"

ভিসা নিয়ে বরাবরই সমস্যার মুখোমুখি হতে হয়েছে তসলিমাকে । এর আগে দু'মাসের জন্য বাড়ানো হয়েছিল লেখিকার ভিসার মেয়াদ ।

New Delhi, July 18 (ANI): The Supreme Court will hear the Ayodhya Ram Janmabhoomi-Babri Masjid land title case in an open court on August 2. This was after the three-member mediation panel in the Ayodhya land title dispute case submitted its status report before the Supreme Court. Meanwhile, the mediation process will continue till July 31. SC judge (retd) Fakkir Mohamed Ibrahim Kalifulla, Sri Sri Ravi Shankar and Senior Advocate Sriram Panchu are the mediators. The Supreme Court had constituted a mediation panel to explore possibility of an amicable settlement in the Ram Janmabhoomi-Babri Masjid land dispute case.

Last Updated : Jul 18, 2019, 7:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.