ইসলামাবাদ(পাকিস্তান), 2 জুন : ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের ইফতার পার্টিতে ফের হয়রানির শিকার হলেন ভারতীয় কূটনীতিকরা । নিরাপত্তারক্ষীদের কড়াকড়িতে আমন্ত্রিতদের কয়েকজন পার্টিতে অংশ নিতে পারেননি বলে অভিযোগ পাকিস্তানের ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়ার । গতকাল সোশাল মিডিয়ায় অজয় বিসারিয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয় । সেই ভিডিয়োতেই এই হয়রানির অভিযোগ করতে শোনা যায় তাঁকে ।
গতকাল ইসলামাবাদের সেরেনা হোটেলে ভারতীয় হাই কমিশন ইফতার পার্টির আয়োজন করে । সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল পাকিস্তান । অভিযোগ, পাকিস্তানের নিরাপত্তারক্ষীরা সেখানে আমন্ত্রিতদের সঙ্গে দুর্ব্যবহার করে । শুধু তাই নয়, প্রবেশ করতে দেওয়া হয়নি অনেক আমন্ত্রিতকে । নিরাপত্তারক্ষীদের নানা অপ্রিয় প্রশ্নের মুখে পড়তে হয় অতিথিদের ।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে অজয় বিসারিয়া বলেন, "অনেক আমন্ত্রিত বন্ধু অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার জন্য হেনস্থার শিকার হয়েছেন । অনেক আমন্ত্রিত বন্ধু প্রবেশ করতে পারেনি । আমি সেই সকল বন্ধুদের কাছে ক্ষমাপ্রার্থী ।"
এই ঘটনা প্রথম নয় । এর আগেও ইসলামাবাদে ভারতীয় কূটনীতিকরা হয়রানির শিকার হয়েছিল । গত বছর ডিসেম্বরে পাকিস্তান কর্তৃপক্ষ সেদেশে ভারতীয় হাই কমিশনের একাধিক আধিকারিকের গ্যাস ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন ।
অজয় বিসারিয়া বলেন, "ঘটনাটি অনভিপ্রেত । কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী । এই ধরনের ঘটনা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে ।"