ETV Bharat / bharat

নাকু লা পাসের কাছে ভারত-চিন সেনার বাগবিতণ্ডা, হাতাহাতি - দিল্লি

ভারতীয় ও চিনা সেনার মধ্য বাগবিতণ্ডা । পরে তা পৌঁছায় হাতাহাতিতে । গতকাল উত্তর সিকিমে নাকু লা পাসের কাছে ঘটনাটি ঘটে ।

r
ভারত-চিন
author img

By

Published : May 10, 2020, 5:09 PM IST

দিল্লি, 10 মে: সিকিম সেক্টরের নাকু লা পাসের কাছে ভারতীয় সেনার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন চিনা সেনারা । অল্পবিস্তর ধস্তাধস্তিও হয়। গতকালের এই ঘটনায় দুইপক্ষের কয়েকজন জখম হয়েছেন বলে খবর । পরে অবশ্য প্রোটোকল মেনে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করা হয়।

সীমান্ত বরাবর পেট্রলিং চালাচ্ছিলেন দুই দেশের জওয়ানরা । সেই সময় কোনও এক অজ্ঞাত কারণে বাগবিতণ্ডা শুরু হয় সেনাদের মধ্যে । গড়ায় হাতাহাতিতে । সেই সময় উভয়পক্ষের প্রায় দেড়শো জওয়ান উপস্থিত ছিলেন বলে খবর।

এর আগে 2017 সালের অগাস্টে লাদাখের প্যানগঙ্গ হদ্রের কাছে উভয়পক্ষের সেনার মধ্যে একই ধরনের ঘটনা ঘটেছিল। ওই বছরেই ডোকালামে মুখোমুখি এসে দাঁড়ায় ভারত-চিন সেনাবাহিনী। কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে অবশ্য পরিবেশ শান্ত হয়। 3,488 কিলোমিটার সীমান্ত এলাকা নিয়ে ভারত-চিনের দ্বন্দ্ব দীর্ঘদিনের।

দিল্লি, 10 মে: সিকিম সেক্টরের নাকু লা পাসের কাছে ভারতীয় সেনার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন চিনা সেনারা । অল্পবিস্তর ধস্তাধস্তিও হয়। গতকালের এই ঘটনায় দুইপক্ষের কয়েকজন জখম হয়েছেন বলে খবর । পরে অবশ্য প্রোটোকল মেনে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করা হয়।

সীমান্ত বরাবর পেট্রলিং চালাচ্ছিলেন দুই দেশের জওয়ানরা । সেই সময় কোনও এক অজ্ঞাত কারণে বাগবিতণ্ডা শুরু হয় সেনাদের মধ্যে । গড়ায় হাতাহাতিতে । সেই সময় উভয়পক্ষের প্রায় দেড়শো জওয়ান উপস্থিত ছিলেন বলে খবর।

এর আগে 2017 সালের অগাস্টে লাদাখের প্যানগঙ্গ হদ্রের কাছে উভয়পক্ষের সেনার মধ্যে একই ধরনের ঘটনা ঘটেছিল। ওই বছরেই ডোকালামে মুখোমুখি এসে দাঁড়ায় ভারত-চিন সেনাবাহিনী। কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে অবশ্য পরিবেশ শান্ত হয়। 3,488 কিলোমিটার সীমান্ত এলাকা নিয়ে ভারত-চিনের দ্বন্দ্ব দীর্ঘদিনের।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.