ETV Bharat / bharat

প্যাংগং লেকে নজরদারি চালাতে সমরাস্ত্র সজ্জিত বোট মোতায়েন করবে ভারতীয় সেনা - প্যাংগং লেকে নজরদারি সমরাস্ত্র সজ্জিত বোট কিনছে ভারতীয় সেনা

একজন সেনা আধিকারিক জানিয়েছেন, সেনার ইঞ্জিনিয়ারিং বিভাগ এই বোট পরিচালনার দায়িত্বে থাকবে। প্যাংগং লেকেই মূলত নজরদারি চালানো হবে। প্রয়োজনের লেকের উচ্চতা যেখানে বেশি সেখানেও নজরদারি চালানো যাবে। এই বোটের সামনে ও পিছনের দিকে বন্দুক ব্যবহার করার জায়গা থাকবে।

Indian Army to deploy fully-armed indigenous boats at Pangong lake for rapid troop deployment, patrolling
প্যাংগং লেকে নজরদারি সমরাস্ত্র সজ্জিত বোট মোতায়েন করবে ভারতীয় সেনা
author img

By

Published : Jan 2, 2021, 4:29 PM IST

দিল্লি, 2 জানুয়ারি : চিনকে আরও চাপে রাখতে নতুন পদক্ষেপ করল ভারতীয় সেনাবাহিনী। লাদাখের প্যাংগং লেকে নজরদারি চালাতে সমরাস্ত্র সজ্জিত বোট কেনার পরিকল্পনা করেছে সেনা। ওই বোটে পাঠানো যাবে জওয়ানদেরও। এই নিয়ে গোয়া শিপইয়ার্ড লিমিটেডের সঙ্গে 2021 এর প্রথম দিনেই একটি চুক্তি করল সেনা। ওই চুক্তি অনুযায়ী, 12টি সমরাস্ত্র সজ্জিত বোট সেনাকে তৈরি করে দেবে গোয়া শিপইয়ার্ড লিমিটেড। এই বছর মে মাসের মধ্যেই ওই বোটগুলি হাতে পাবে সেনা।

একজন সেনা আধিকারিক জানিয়েছেন, সেনার ইঞ্জিনিয়ারিং বিভাগ এই বোট পরিচালনার দায়িত্বে থাকবে। প্যাংগং লেকেই মূলত নজরদারি চালানো হবে। প্রয়োজনে লেকের উচ্চতা যেখানে বেশি সেখানেও নজরদারি চালানো যাবে। এই বোটের সামনে ও পিছনের দিকে বন্দুক ব্যবহার করার জায়গা থাকবে।

গত বছরের মে মাসে পূর্ব লাদাখে ভারত ও চিনের মধ্যে গোলমাল বাধে। সেই টানাপোড়েন এখনও চলছে। সেনার তরফে ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছে। শীতের সময় যাতে চিন আগ্রাসন দেখাতে না পারে, সেই কারণে আগেই ব্যবস্থা নিয়ে রেখেছে ভারতীয় সেনা।

আরও পড়ুন: আজকের স্টার্ট আপ আগামিদিনে বহুজাতিক সংস্থায় পরিণত হবে : মোদি

তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, শীতের সময় উঁচু জায়গায় লড়াই চালানো কঠিন বলে চিন গ্রীষ্মের জন্য অপেক্ষা করছে। মে মাস নাগাদ তারা আবার পূর্ব লাদাখে অশান্তি ছড়াতে পারে। সেই কারণেই আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সমরাস্ত্র সজ্জিত বোটের ব্যবস্থা করছে ভারতীয় সেনাবাহিনী।

দিল্লি, 2 জানুয়ারি : চিনকে আরও চাপে রাখতে নতুন পদক্ষেপ করল ভারতীয় সেনাবাহিনী। লাদাখের প্যাংগং লেকে নজরদারি চালাতে সমরাস্ত্র সজ্জিত বোট কেনার পরিকল্পনা করেছে সেনা। ওই বোটে পাঠানো যাবে জওয়ানদেরও। এই নিয়ে গোয়া শিপইয়ার্ড লিমিটেডের সঙ্গে 2021 এর প্রথম দিনেই একটি চুক্তি করল সেনা। ওই চুক্তি অনুযায়ী, 12টি সমরাস্ত্র সজ্জিত বোট সেনাকে তৈরি করে দেবে গোয়া শিপইয়ার্ড লিমিটেড। এই বছর মে মাসের মধ্যেই ওই বোটগুলি হাতে পাবে সেনা।

একজন সেনা আধিকারিক জানিয়েছেন, সেনার ইঞ্জিনিয়ারিং বিভাগ এই বোট পরিচালনার দায়িত্বে থাকবে। প্যাংগং লেকেই মূলত নজরদারি চালানো হবে। প্রয়োজনে লেকের উচ্চতা যেখানে বেশি সেখানেও নজরদারি চালানো যাবে। এই বোটের সামনে ও পিছনের দিকে বন্দুক ব্যবহার করার জায়গা থাকবে।

গত বছরের মে মাসে পূর্ব লাদাখে ভারত ও চিনের মধ্যে গোলমাল বাধে। সেই টানাপোড়েন এখনও চলছে। সেনার তরফে ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছে। শীতের সময় যাতে চিন আগ্রাসন দেখাতে না পারে, সেই কারণে আগেই ব্যবস্থা নিয়ে রেখেছে ভারতীয় সেনা।

আরও পড়ুন: আজকের স্টার্ট আপ আগামিদিনে বহুজাতিক সংস্থায় পরিণত হবে : মোদি

তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, শীতের সময় উঁচু জায়গায় লড়াই চালানো কঠিন বলে চিন গ্রীষ্মের জন্য অপেক্ষা করছে। মে মাস নাগাদ তারা আবার পূর্ব লাদাখে অশান্তি ছড়াতে পারে। সেই কারণেই আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সমরাস্ত্র সজ্জিত বোটের ব্যবস্থা করছে ভারতীয় সেনাবাহিনী।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.