ETV Bharat / bharat

চিনের সঙ্গে এবার লাদাখের হাড়কাঁপানো শীতের মোকাবিলায় ভারতীয় সেনা - মেজর জেনারেল অরবিন্দ কাপুর

শীতকালে রাতে পূর্ব লাদাখের স্বাভাবিক তাপমাত্রা মাইনাস 35 ডিগ্রির আশপাশে থাকে । সঙ্গে দোসর প্রবলবেগে বয়ে চলা হিমেল হাওয়া ।

J
J
author img

By

Published : Sep 27, 2020, 5:12 PM IST

লাদাখ, 27 সেপ্টেম্বর : লাদাখ সীমান্তে চিনের সঙ্গে সমস্যার পাঁচ মাস হতে চলল । এই সময়ের মধ্যে অনেক বৈঠক, আলোচনা হয়েছে, কিন্তু সমাধানের পথ বেরোয়নি । তাই আসন্ন শীতে যুদ্ধের আশঙ্কা করে লাদাখ সীমান্তে রণসজ্জা প্রস্তুত করে দিয়েছে ভারতীয় সেনা । লাদাখের হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেও যে অস্ত্রগুলো কার্যকরী সেগুলোই সীমান্তে মোতায়েন করছে ভারতীয় সেনা ।

সমতল থেকে 14,500 ফিট উঁচুতে চিন সেনার মোকাবিলায় যুদ্ধ ট্যাঙ্ক ও কমব্যাট ভেহিকেলস মোতায়েন করা হয়েছে । এটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র । পূর্ব লাদাখের LAC বরাবর চুমার ডেমচক এলাকায় T-90, T-72 ব্যাটল ট্যাঙ্ক ছাড়াও BMP-2 কমব্যাট ভেহিকেলস রাখা হয়েছে । যা মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াসেও কাজ করবে । শত্রুর পাশাপাশি লাদাখের কনকনে শীত থেকে বাঁচতে জওয়ানদের জন্য নতুন আশ্রয় তৈরির কাজ করছে ভারতীয় সেনা । শীতকালে রাতে পূর্ব লাদাখে র স্বাভাবিক তাপমাত্রা মাইনাস 35 ডিগ্রির আশপাশে থাকে । সঙ্গে দোসর প্রবলবেগে চলা হিমেল হাওয়া ।

ট্যাংক এক্সকার্সিং এলাকায় দাঁড়িয়ে সংবাদসংস্থা কে দেওয়া সাক্ষাৎকারে মেজর জেনেরাল অরবিন্দ কাপুর বলেছেন, “ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস হল ভারতীয় সেনাবাহিনী এবং বিশ্বের একমাত্র গঠন যা এমন কঠোর পরিবেশের জায়গায় কাজে লাগে । এরকম জায়গায় যুদ্ধ ট্যাঙ্ক, কমব্যাট ভেহিকেলস এবং ভারী বন্দুকের রক্ষণাবেক্ষণ হল বড়সড় চ্যালেঞ্জ । এই স্থানে যথেষ্ট সংখ্যায় মানুষ ও মেশিন উভয় মোতায়েন রাখা হয়েছে ।"

লাদাখ, 27 সেপ্টেম্বর : লাদাখ সীমান্তে চিনের সঙ্গে সমস্যার পাঁচ মাস হতে চলল । এই সময়ের মধ্যে অনেক বৈঠক, আলোচনা হয়েছে, কিন্তু সমাধানের পথ বেরোয়নি । তাই আসন্ন শীতে যুদ্ধের আশঙ্কা করে লাদাখ সীমান্তে রণসজ্জা প্রস্তুত করে দিয়েছে ভারতীয় সেনা । লাদাখের হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেও যে অস্ত্রগুলো কার্যকরী সেগুলোই সীমান্তে মোতায়েন করছে ভারতীয় সেনা ।

সমতল থেকে 14,500 ফিট উঁচুতে চিন সেনার মোকাবিলায় যুদ্ধ ট্যাঙ্ক ও কমব্যাট ভেহিকেলস মোতায়েন করা হয়েছে । এটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র । পূর্ব লাদাখের LAC বরাবর চুমার ডেমচক এলাকায় T-90, T-72 ব্যাটল ট্যাঙ্ক ছাড়াও BMP-2 কমব্যাট ভেহিকেলস রাখা হয়েছে । যা মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াসেও কাজ করবে । শত্রুর পাশাপাশি লাদাখের কনকনে শীত থেকে বাঁচতে জওয়ানদের জন্য নতুন আশ্রয় তৈরির কাজ করছে ভারতীয় সেনা । শীতকালে রাতে পূর্ব লাদাখে র স্বাভাবিক তাপমাত্রা মাইনাস 35 ডিগ্রির আশপাশে থাকে । সঙ্গে দোসর প্রবলবেগে চলা হিমেল হাওয়া ।

ট্যাংক এক্সকার্সিং এলাকায় দাঁড়িয়ে সংবাদসংস্থা কে দেওয়া সাক্ষাৎকারে মেজর জেনেরাল অরবিন্দ কাপুর বলেছেন, “ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস হল ভারতীয় সেনাবাহিনী এবং বিশ্বের একমাত্র গঠন যা এমন কঠোর পরিবেশের জায়গায় কাজে লাগে । এরকম জায়গায় যুদ্ধ ট্যাঙ্ক, কমব্যাট ভেহিকেলস এবং ভারী বন্দুকের রক্ষণাবেক্ষণ হল বড়সড় চ্যালেঞ্জ । এই স্থানে যথেষ্ট সংখ্যায় মানুষ ও মেশিন উভয় মোতায়েন রাখা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.