ETV Bharat / bharat

রাজৌরিতে যোগ্য জবাব ভারতীয় সেনার, ক্ষতিগ্রস্ত পাকিস্তান সেনার পোস্ট - সেনা-জঙ্গি গুলির লড়াই

বুধবার রাত থেকেই রাজৌরিতে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তান সেনা ৷ এরপর সেখানে দু'পক্ষের মধ্যে গুলির লড়াই চলতে থাকে ৷ আর গতরাতে যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা ৷

ceasefire violation
ফাইল ফোটো
author img

By

Published : Jun 12, 2020, 5:29 AM IST

শ্রীনগর, 12 জুন : রাজৌরিতে পাকিস্তান সেনাকে যোগ্য জবাব দিল ভারতীয় সেনা ৷ পালটা হামলায় রাজৌরি সেক্টরে পাকিস্তান সেনার পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সেনা সূত্রে খবর ৷

ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে কাশ্মীরের রাজৌরিতে গুলি চালায় পাকিস্তান সেনা । শহিদ হন এক ভারতীয় জওয়ান । জখম হন আরও একজন । পাকিস্তানের ছোড়া মর্টার শেলে জখম হন এক স্থানীয় বাসিন্দাও ।

বুধবার রাত থেকেই রাজৌরি জেলার মাঞ্জাকোট সেক্টরে গুলি ও মর্টার শেল ছুড়তে থাকে পাকিস্তান সেনা । পালটা জবাব দেয় ভারতীয় সেনাও । রাতেই পাকিস্তান সেনার ছোড়া মর্টার শেলে গুরুতর জখম হন এক স্থানীয় বাসিন্দা । আর গতকাল ভোরে শহিদ হন এক ভারতীয় জওয়ান ।

এরপর পাকিস্তান সেনার পোস্ট লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে ভারতীয় সেনা ৷ সেই হামলাতেই তাদের পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর ৷

শ্রীনগর, 12 জুন : রাজৌরিতে পাকিস্তান সেনাকে যোগ্য জবাব দিল ভারতীয় সেনা ৷ পালটা হামলায় রাজৌরি সেক্টরে পাকিস্তান সেনার পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সেনা সূত্রে খবর ৷

ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে কাশ্মীরের রাজৌরিতে গুলি চালায় পাকিস্তান সেনা । শহিদ হন এক ভারতীয় জওয়ান । জখম হন আরও একজন । পাকিস্তানের ছোড়া মর্টার শেলে জখম হন এক স্থানীয় বাসিন্দাও ।

বুধবার রাত থেকেই রাজৌরি জেলার মাঞ্জাকোট সেক্টরে গুলি ও মর্টার শেল ছুড়তে থাকে পাকিস্তান সেনা । পালটা জবাব দেয় ভারতীয় সেনাও । রাতেই পাকিস্তান সেনার ছোড়া মর্টার শেলে গুরুতর জখম হন এক স্থানীয় বাসিন্দা । আর গতকাল ভোরে শহিদ হন এক ভারতীয় জওয়ান ।

এরপর পাকিস্তান সেনার পোস্ট লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে ভারতীয় সেনা ৷ সেই হামলাতেই তাদের পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.