দিল্লি, 1 জানুয়ারি : তাঁরা হাওয়ার সঙ্গে কথা বলেন ৷ মেঘেদের দেশে তাঁদের রোজকার আনাগোনা ৷ প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি ৷ সেই মৃত্যুর পরোয়ানাকে উপেক্ষা করেই প্রতিদিন, প্রতিমুহুর্তে দেশের আকাশসীমায় পাহারায় রয়েছেন তাঁরা ৷ নতুন বছরে একেবারে নিজস্ব কায়দায় দেশবাসীকে শুভেচ্ছা জানাল ভারতের বায়ুসেনা ৷ টুইটারে তাদের রোজকারের কর্মযজ্ঞের ভিডিয়োসহ নতুন বছর শুভেচ্ছা জানাল বায়ুসেনা ৷
-
Indian Air Force wishes all a very Happy New Year 2020.
— Indian Air Force (@IAF_MCC) December 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
भारतीय वायु सेना की ओर से सभी को नव वर्ष की हार्दिक शुभकामनाएं।#HappyNewYear2020 #IndianAirForce #NewYearEve pic.twitter.com/QZ2b2sUyVZ
">Indian Air Force wishes all a very Happy New Year 2020.
— Indian Air Force (@IAF_MCC) December 31, 2019
भारतीय वायु सेना की ओर से सभी को नव वर्ष की हार्दिक शुभकामनाएं।#HappyNewYear2020 #IndianAirForce #NewYearEve pic.twitter.com/QZ2b2sUyVZIndian Air Force wishes all a very Happy New Year 2020.
— Indian Air Force (@IAF_MCC) December 31, 2019
भारतीय वायु सेना की ओर से सभी को नव वर्ष की हार्दिक शुभकामनाएं।#HappyNewYear2020 #IndianAirForce #NewYearEve pic.twitter.com/QZ2b2sUyVZ
টুইটারে প্রকাশ করা ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাঝ আকাশে মেঘেদের সঙ্গে খেলছে সুখোই-30 আর রাফাল ৷ বাজপাখির মতো গতি তাঁদের ৷ নজরও বাজপাখির মতোই ৷ শত্রুশিবিরের জো নেই সেই নজর এড়িয়ে সীমানায় ঢোকার ৷
একেবারে গায়ে কাঁটা দেওয়া ভিডিয়োর মাধ্যমে দেশবাসীকে জাতীয়তাবাদের মন্ত্রে নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানাল ভারতীয় বায়ুসেনা ৷