ETV Bharat / bharat

সুখোই-30, রাফালের ঝোড়ো গতির ভিডিয়ো, নতুন বছরের শুভেচ্ছা বায়ুসেনার

বাজপাখির মতো নজর ৷ সিংহের মতো সাহস ৷ উদ্যম তাঁদের হিমালয়ের শিখর সমান ৷ সুখোই-30 আর রাফালে সওয়ার বায়ুসেনার জওয়ানরা নতুন বছরে নিজস্ব ভঙ্গিমায় শুভেচ্ছা জানালেন দেশবাসীকে ৷

AIF
ফাইল ছবি
author img

By

Published : Jan 1, 2020, 9:28 PM IST

দিল্লি, 1 জানুয়ারি : তাঁরা হাওয়ার সঙ্গে কথা বলেন ৷ মেঘেদের দেশে তাঁদের রোজকার আনাগোনা ৷ প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি ৷ সেই মৃত্যুর পরোয়ানাকে উপেক্ষা করেই প্রতিদিন, প্রতিমুহুর্তে দেশের আকাশসীমায় পাহারায় রয়েছেন তাঁরা ৷ নতুন বছরে একেবারে নিজস্ব কায়দায় দেশবাসীকে শুভেচ্ছা জানাল ভারতের বায়ুসেনা ৷ টুইটারে তাদের রোজকারের কর্মযজ্ঞের ভিডিয়োসহ নতুন বছর শুভেচ্ছা জানাল বায়ুসেনা ৷

টুইটারে প্রকাশ করা ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাঝ আকাশে মেঘেদের সঙ্গে খেলছে সুখোই-30 আর রাফাল ৷ বাজপাখির মতো গতি তাঁদের ৷ নজরও বাজপাখির মতোই ৷ শত্রুশিবিরের জো নেই সেই নজর এড়িয়ে সীমানায় ঢোকার ৷

একেবারে গায়ে কাঁটা দেওয়া ভিডিয়োর মাধ্যমে দেশবাসীকে জাতীয়তাবাদের মন্ত্রে নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানাল ভারতীয় বায়ুসেনা ৷

দিল্লি, 1 জানুয়ারি : তাঁরা হাওয়ার সঙ্গে কথা বলেন ৷ মেঘেদের দেশে তাঁদের রোজকার আনাগোনা ৷ প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি ৷ সেই মৃত্যুর পরোয়ানাকে উপেক্ষা করেই প্রতিদিন, প্রতিমুহুর্তে দেশের আকাশসীমায় পাহারায় রয়েছেন তাঁরা ৷ নতুন বছরে একেবারে নিজস্ব কায়দায় দেশবাসীকে শুভেচ্ছা জানাল ভারতের বায়ুসেনা ৷ টুইটারে তাদের রোজকারের কর্মযজ্ঞের ভিডিয়োসহ নতুন বছর শুভেচ্ছা জানাল বায়ুসেনা ৷

টুইটারে প্রকাশ করা ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাঝ আকাশে মেঘেদের সঙ্গে খেলছে সুখোই-30 আর রাফাল ৷ বাজপাখির মতো গতি তাঁদের ৷ নজরও বাজপাখির মতোই ৷ শত্রুশিবিরের জো নেই সেই নজর এড়িয়ে সীমানায় ঢোকার ৷

একেবারে গায়ে কাঁটা দেওয়া ভিডিয়োর মাধ্যমে দেশবাসীকে জাতীয়তাবাদের মন্ত্রে নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানাল ভারতীয় বায়ুসেনা ৷

New Delhi, Dec 30 (ANI): Taking cognizance of the deaths of newborn at a hospital in Kota, National Commission for Protection of Child Rights, Chairperson, Priyank Kanoongo informed that the infants died due to septicemia, no life saving equipment was working at the time of the incident. "Newborns died because of Septicemia. We found out that the life saving equipment was not working at the time of the incident. We also noticed several pigs in the hospital. Windows, doors of hospital were broken. It was an inhuman condition," said Priyank Kanoongo. As many as 10 newborns died in 48 hours at a maternal and child hospital in Kota raising alarm for authorities and the State government. According to the hospital official, 77 deaths have taken place in December so far.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.