দিল্লি, 8 মার্চ : ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানের প্রথম মহিলা পাইলটদের হাতে "নারী শক্তি পুরস্কার" তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । আন্তর্জাতিক নারী দিবসে মোহনা জাতিরওয়াল, অবনী চতুর্বেদী, ভাবনা কান্তকে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হয়। পুরস্কার হাতে তুলে নেওয়ার পর অবনী বলেন, "প্রথম বা মহিলা হওয়া গুরুত্বপূর্ণ নয়, ফাইটার পাইলট হওয়াই গুরুত্বপূর্ণ।"
যুদ্ধবিমানের ককপিটে কেন্দ্র মহিলাদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার পর এই তিনজনকে পরীক্ষামূলকভাবে নিয়োগ করা হয় । 2018 সালে সেনায় নিযুক্ত হয়েছিলেন মোহনা, অবনী এবং ভাবনা । MIG-21 যুদ্ধবিমানে তাঁরা তাঁদের দক্ষতা প্রমাণ করেছিলেন । আগামীদিনে তাঁরা পারদর্শিতার আরও দৃষ্টান্ত তৈরি করতে পারবে বলে আশা করছে ভারত সরকার ।
নিজের স্বপ্নপূরণ করতে পেরে খুব খুশি অবনী । বলেন, "আমরা ভাগ্যবান যে স্বপ্নপূরণ করতে পেরেছি । কারণ আমরা যখন যোগদান করেছিলাম নারীদের জন্য কোনও সুযোগ ছিল না । প্রথম বা মহিলা হওয়া গুরুত্বপূর্ণ নয়, ফাইটর পাইলট হওয়াই গুরুত্বপূর্ণ । "
অবনী চতুর্বেদী হায়দরাবাদ বায়ুসেনা অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন । রাজস্থানের সুরতগড়ে 23 নম্বর স্কোয়াড্রনে তাঁর পোস্টিং হয় । এবং 2018 সালে ফ্লাইট লেফটন্যান্ট পদে নিযুক্ত হন । ভাবনা বেঙ্গালুরুর BMS কলেজ থেকে BE ডিগ্রি নিয়েছেন । মোহনা দিল্লির বায়ুসেনা স্কুলে প্রশিক্ষণ নিয়েছেন ।
আজ নারী শক্তি পুরস্কার পান বিহারের বীণা দেবীও । মাশরুম চাষ জনপ্রিয় করার জন্য তিনি "মাশরুম মহিলা" হিসেবে খ্যাত ।