ETV Bharat / bharat

অর্থনীতি সচল হবে, CII-র 125 বছরে শিল্পমহলকে বার্তা প্রধানমন্ত্রীর - Confederation of Indian Industry

আজ কনফেডেরশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII)-এর 125 বছর পূর্তি । আজ তারই বার্ষিক সভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অর্থনীতিকে সচল রাখতে শিল্পপতিদের উদ্দেশে আজ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ।

Narendra Modi
নরেন্দ্র মোদি
author img

By

Published : Jun 2, 2020, 12:54 PM IST

Updated : Jun 2, 2020, 1:19 PM IST

দিল্লি , 2 জুন : কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII)-এর 125 বছর পূর্তিতে বার্ষিক সভায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আজ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অর্থনীতিকে সচল রাখতে তিনি শিল্পপতিদের পরামর্শ দিয়েছেন । আনলক 1.0 লকডাউনের পর থেকে ভারতীয় অর্থনীতিকে সচল রাখার সম্পর্কে এই প্রথম বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

  • আত্মনির্ভর ভারত গড়তে তিনি তাঁর বক্তব্যে পাঁচটি বিষয়ের উপর জোর দিয়েছেন । উদ্দেশ্য , অন্তর্ভুক্তি , বিনিয়োগ , পরিকাঠামো ও উদ্ভাবনী শক্তি । দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে তিনি শিল্পমহলকে বার্তা দিয়েছেন ।
  • কোরোনার বিরুদ্ধে লড়তে হবে । পাশাপাশি অর্থনীতিকে সচল রাখতে হবে । ভারতীয় প্রযুক্তির উপর আমার ভরসা আছে । দেশের কৃষক ও শিল্পপতিদের উপর বিশ্বাস আছে । এই কারণেই আমি বলেছি যে , হ্যাঁ, ভারত আবার তার বৃদ্ধি ফিরে পাবে । সবার শ্রেষ্ঠ হবে ।
  • শিল্পপতিদের উপর ভরসা আছে । কোরোনা সংকটকে কাজে লাগাতে হবে শিল্পপতিদের ।
  • উৎপাদিত শস্য কৃষকরা সরাসরি বিক্রি করতে পারবেন । যে কোনও রাজ্যে ফসল বিক্রি করা যাবে ।
  • গরিব পরিবারে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে । ৭৪ শতাংশ রেশন পৌঁছেছে ।
  • কয়লা ক্ষেত্রকে বেসরকারিকরণ করা হয়েছে ।
  • MSME তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে ।
  • ভারতের উপর বিশ্বের অধিকার রয়েছে । ভারতকে এই সুযোগকে কাজে লাগাতে হবে ।
  • মেক ইন ইন্ডিয়াকে আরও মজবুত করতে হবে । মেক ইন ইন্ডিয়াই মেড ফর ওয়ার্ল্ড ।
  • আমরা বিনিয়োগ এবং ব্যবসার জন্য অনুকূল পরিবেশ ব্যবস্থা তৈরি করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি ।

দিল্লি , 2 জুন : কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII)-এর 125 বছর পূর্তিতে বার্ষিক সভায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আজ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অর্থনীতিকে সচল রাখতে তিনি শিল্পপতিদের পরামর্শ দিয়েছেন । আনলক 1.0 লকডাউনের পর থেকে ভারতীয় অর্থনীতিকে সচল রাখার সম্পর্কে এই প্রথম বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

  • আত্মনির্ভর ভারত গড়তে তিনি তাঁর বক্তব্যে পাঁচটি বিষয়ের উপর জোর দিয়েছেন । উদ্দেশ্য , অন্তর্ভুক্তি , বিনিয়োগ , পরিকাঠামো ও উদ্ভাবনী শক্তি । দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে তিনি শিল্পমহলকে বার্তা দিয়েছেন ।
  • কোরোনার বিরুদ্ধে লড়তে হবে । পাশাপাশি অর্থনীতিকে সচল রাখতে হবে । ভারতীয় প্রযুক্তির উপর আমার ভরসা আছে । দেশের কৃষক ও শিল্পপতিদের উপর বিশ্বাস আছে । এই কারণেই আমি বলেছি যে , হ্যাঁ, ভারত আবার তার বৃদ্ধি ফিরে পাবে । সবার শ্রেষ্ঠ হবে ।
  • শিল্পপতিদের উপর ভরসা আছে । কোরোনা সংকটকে কাজে লাগাতে হবে শিল্পপতিদের ।
  • উৎপাদিত শস্য কৃষকরা সরাসরি বিক্রি করতে পারবেন । যে কোনও রাজ্যে ফসল বিক্রি করা যাবে ।
  • গরিব পরিবারে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে । ৭৪ শতাংশ রেশন পৌঁছেছে ।
  • কয়লা ক্ষেত্রকে বেসরকারিকরণ করা হয়েছে ।
  • MSME তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে ।
  • ভারতের উপর বিশ্বের অধিকার রয়েছে । ভারতকে এই সুযোগকে কাজে লাগাতে হবে ।
  • মেক ইন ইন্ডিয়াকে আরও মজবুত করতে হবে । মেক ইন ইন্ডিয়াই মেড ফর ওয়ার্ল্ড ।
  • আমরা বিনিয়োগ এবং ব্যবসার জন্য অনুকূল পরিবেশ ব্যবস্থা তৈরি করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি ।
Last Updated : Jun 2, 2020, 1:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.