ETV Bharat / bharat

শহিদ জওয়ানদের প্রতি ঋণী থাকবে দেশ : অমিত শাহ - গালওয়ান

গালওয়ানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । টুইটারে তিনি লেখেন, শহিদদের প্রতি দেশ ঋণী থাকবে ।

Amit shah paid tribute to martyred jawan
শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন অমিত শাহ
author img

By

Published : Jun 18, 2020, 7:19 AM IST

Updated : Jun 18, 2020, 9:39 AM IST

দিল্লি, 17 জুন : লাদাখের গালওয়ানে যে জওয়ানরা শহিদ হয়েছেন, দেশ তাঁদের প্রতি আজীবন ঋণী থাকবে । টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি বলেন, “মাতৃভূমির প্রতি তাঁঁদের বীরত্ব ও বলিদান সর্বদা মনে থাকবে ।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে কয়েকটি টুইট করেন । তিনি লেখেন, “সেনা জওয়ানরা তাঁদের প্রাণ দিয়ে দেশকে রক্ষা করেছেন । দেশ তাঁদের প্রতি চির কৃতজ্ঞ । মোদি সরকার এবং গোটা দেশ শহিদ জওয়ানদের পরিবারের পাশে রয়েছে । যাঁরা আহত হয়েছেন আমরা তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি । দেশের মাটি রক্ষা করার জন্য যাঁরা নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন আমরা তাদের স্যালুট জানাই । যেসব পরিবারে এরকম মহানায়ক থাকেন তাঁদেরকেও কুর্নিশ জানাই ।”

লাদাখের গালওয়ানে চিন সেনার সঙ্গে সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন । আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “সেনাদের জীবন বিফলে যাবে না ।” তিনি আরও বলেন, “ভারত সবসময় শান্তি চায় । কিন্তু সহ্যের সীমা অতিক্রম করে গেলে জবাব দিতে হয় ।” কোরোনা ভাইরাস নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, “দেশের একতা ও সার্বভৌমত্ব সবথেকে গুরুত্বপূর্ণ ।”

দিল্লি, 17 জুন : লাদাখের গালওয়ানে যে জওয়ানরা শহিদ হয়েছেন, দেশ তাঁদের প্রতি আজীবন ঋণী থাকবে । টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি বলেন, “মাতৃভূমির প্রতি তাঁঁদের বীরত্ব ও বলিদান সর্বদা মনে থাকবে ।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে কয়েকটি টুইট করেন । তিনি লেখেন, “সেনা জওয়ানরা তাঁদের প্রাণ দিয়ে দেশকে রক্ষা করেছেন । দেশ তাঁদের প্রতি চির কৃতজ্ঞ । মোদি সরকার এবং গোটা দেশ শহিদ জওয়ানদের পরিবারের পাশে রয়েছে । যাঁরা আহত হয়েছেন আমরা তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি । দেশের মাটি রক্ষা করার জন্য যাঁরা নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন আমরা তাদের স্যালুট জানাই । যেসব পরিবারে এরকম মহানায়ক থাকেন তাঁদেরকেও কুর্নিশ জানাই ।”

লাদাখের গালওয়ানে চিন সেনার সঙ্গে সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন । আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “সেনাদের জীবন বিফলে যাবে না ।” তিনি আরও বলেন, “ভারত সবসময় শান্তি চায় । কিন্তু সহ্যের সীমা অতিক্রম করে গেলে জবাব দিতে হয় ।” কোরোনা ভাইরাস নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, “দেশের একতা ও সার্বভৌমত্ব সবথেকে গুরুত্বপূর্ণ ।”

Last Updated : Jun 18, 2020, 9:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.