দিল্লি, 2 জানুয়ারি : ব্রিটেনের সঙ্গে আবার বিমান যোগাযোগ শুরু করতে চলেছে ভারত। অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরি শনিবার এই কথা জানিয়েছেন। তিনি জানান, ব্রিটেনগামী বিমান চলাচল শুরু হতে চলেছে 6 জানুয়ারি থেকে। আর ব্রিটেন থেকে এদেশে আসার বিমান পরিষেবা চালু হবে আগামী 8 জানুয়ারি।
শনিবার টুইটারে এই কথা লিখেছেন মোদি সরকারের মন্ত্রী। তিনি লিখেছেন, "ব্রিটেন ও ভারতের মধ্যে বিমান চলাচল শুরু হতে চলেছে। 6 জানুয়ারি, 2021 থেকে শুরু হবে ব্রিটেনগামী বিমান চলাচল। ব্রিটেন থেকে ভারতে বিমান চলাচল শুরু হবে 8 জানুয়ারি, 2021। আপাতত প্রতি সপ্তাহে 30টি করে উড়ান চালু হবে। 15টি ভারত থেকে ব্রিটেন যাবে। আর 15টি ব্রিটেন থেকে ভারতে আসবে।"
তবে এই পরিকল্পনা আপাতত 23 জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। পরবর্তী পরিকল্পনা পরে করা হবে বলে এদিন টুইটে জানিয়েছেন হরদীপ সিং পুরি। এর আগে অবশ্য পুরি জানিয়েছিলেন, 8 জানুয়ারি থেকে বিমান চলাচল শুরু হবে ভারত ও ব্রিটেনের মধ্যে।
আরও পড়ুন: দেশজুড়ে বিনামূল্যেই কোরোনার ভ্যাকসিন দেবে সরকার, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
ব্রিটেনে গত সেপ্টেম্বরে কোরোনার নতুন স্ট্রেনের হদিস মেলে। তার পর ডিসেম্বরে এই বিষয়টি সরকারিভাবে ব্রিটেনের তরফে জানানো হয়। এর পর থেকে সারা বিশ্বে আতঙ্ক ছড়ায়। ব্রিটেনের সঙ্গে অনেক দেশই বিমান যোগাযোগ বন্ধ করে দেয়। ভারতও গত 21 ডিসেম্বর ব্রিটেনের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয়। প্রথমে গত বছরের শেষদিন পর্যন্ত এই বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। পরে বাড়িয়ে দেওয়া হয় সময়সীমা।