চেন্নাই, ২৪ ফেব্রুয়ারি : ২১ মার্চ ৩০টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ISRO। PSLV-C45 রকেটের সাহায্যে এই স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ করা হবে। ৩০টি স্যাটেলাইটকে মোট ৩টি কক্ষপথে স্থাপন করা হবে।
ISRO-র চেয়ারম্যান কে সিভান বলেন, "একটি ইলেকট্রনিক্স ইন্টেলিজেন্স স্যাটেলাইট ও ২৯টি অন্য দেশের স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। মিশনটির বিশেষত্ব হল এই প্রথমবার PSLV তিনটি আলাদা কক্ষপথে স্যাটেলাইটগুলিকে স্থাপন করবে।"
সিভান জানান, চলতি বছরের এপ্রিল মাসের শেষে ISRO চন্দ্রযান-২ চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে।