ETV Bharat / bharat

৩০টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ISRO

৩০টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ISRO। PSLV-C45 রকেটের সাহায্যে এই স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ করা হবে। ৩০টি স্যাটেলাইটকে ৩টি কক্ষপথে স্থাপন করা হবে

ফাইল ফোটো
author img

By

Published : Feb 24, 2019, 5:02 AM IST

চেন্নাই, ২৪ ফেব্রুয়ারি : ২১ মার্চ ৩০টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ISRO। PSLV-C45 রকেটের সাহায্যে এই স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ করা হবে। ৩০টি স্যাটেলাইটকে মোট ৩টি কক্ষপথে স্থাপন করা হবে।

ISRO-র চেয়ারম্যান কে সিভান বলেন, "একটি ইলেকট্রনিক্স ইন্টেলিজেন্স স্যাটেলাইট ও ২৯টি অন্য দেশের স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। মিশনটির বিশেষত্ব হল এই প্রথমবার PSLV তিনটি আলাদা কক্ষপথে স্যাটেলাইটগুলিকে স্থাপন করবে।"

সিভান জানান, চলতি বছরের এপ্রিল মাসের শেষে ISRO চন্দ্রযান-২ চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে।

চেন্নাই, ২৪ ফেব্রুয়ারি : ২১ মার্চ ৩০টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ISRO। PSLV-C45 রকেটের সাহায্যে এই স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ করা হবে। ৩০টি স্যাটেলাইটকে মোট ৩টি কক্ষপথে স্থাপন করা হবে।

ISRO-র চেয়ারম্যান কে সিভান বলেন, "একটি ইলেকট্রনিক্স ইন্টেলিজেন্স স্যাটেলাইট ও ২৯টি অন্য দেশের স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। মিশনটির বিশেষত্ব হল এই প্রথমবার PSLV তিনটি আলাদা কক্ষপথে স্যাটেলাইটগুলিকে স্থাপন করবে।"

সিভান জানান, চলতি বছরের এপ্রিল মাসের শেষে ISRO চন্দ্রযান-২ চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে।


New Delhi, Feb 23 (ANI): Singer R. Kelly was charged with ten counts of 'aggravated criminal sexual abuse', local media said on Friday (local time).The R-B artist is likely to turn himself in shortly, TMZ reported. Earlier this month, a sex tape surfaced showing the singer-songwriter having intercourse with an underage girl. Allegations of sexual misconduct by Kelly towards young women date back to more than 20 years.Kelly was charged with child pornography in 2000 after a video surfaced that alleged to show him having sex with an underage woman. However, he was cleared off all the charges in 2008 after that woman declined to testify against him.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.