ETV Bharat / bharat

আজ SCO-র সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত - ভেঙ্কাইয়া নাইডু

এই বৈঠক হবে ভার্চুয়ালি । SCO-র সদস্য দেশ অর্থাৎ রাশিয়া , চিন , তাজিকিস্তান , কাজ়াখাস্তান, কিরগিজ়স্তান, উজ়বেকিস্তানের প্রধানমন্ত্রীরা উপস্থিত থাকবেন । পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন বিদেশ দপ্তরের সংসদীয় সচিব ।

SCO
SCO-র সমেল্লনে সভাপতিত্ব করবে ভারত
author img

By

Published : Nov 30, 2020, 8:00 AM IST

দিল্লি , 30 নভেম্বর : সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন (SCO)-র কাউন্সিল অফ হেডসের বৈঠকে সভাপতিত্ব করতে চলেছে ভারত । আজ ভারতের তরফে এই বৈঠকে সভাপতিত্ব করবেন উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু । ভার্চুয়ালি হবে এই বৈঠক। SCO- তে সম্পূর্ণ সদস্যপদ পাওয়ার পর ভারত এই প্রথম সামিট স্তরের বৈঠকে সভাপতিত্ব করতে চলেছে ।

এই বৈঠকে SCO-র সদস্য দেশ অর্থাৎ রাশিয়া , চিন , তাজিকিস্তান , কাজ়াখাস্তান, কিরগিজ়স্তান, উজ়বেকিস্তানের প্রধানমন্ত্রীরা উপস্থিত থাকবেন । পাকিস্তানের প্রতিনিধিত্ব করবে বিদেশ দপ্তরের সংসদীয় সচিব । সদস্য দেশগুলি ছাড়াও SCO-র চারটি পর্যবেক্ষক দেশ এতে অংশ নেবে । সেইসঙ্গে আফগানিস্তানের প্রেসিডেন্ট , বেলারুসের প্রধানমন্ত্রী এবং মঙ্গোলিয়ার উপ প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন l SCO বিজ়নেস কাউন্সিলের চেয়ারম্যানও থাকবেন ।

একটি বিবৃতিতে জানানো হয়েছে , ভারত শান্তি, সুরক্ষা, বাণিজ্য, অর্থনীতি এবং সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতার প্রচারের জন্য সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন (SCO)-কে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থা হিসাবে মনে করে । অর্গানাইজ়েশনে সক্রিয়, ইতিবাচক এবং গঠনমূলক ভূমিকা পালনের মাধ্যমে SCO-র সঙ্গে সম্পর্ক আরও প্রশস্ত করতে ভারত বদ্ধপরিকর ।

ভারত সাধারণত তিনটি নতুন স্তম্ভ তৈরির দিকে মনোনিবেশ করেছে : স্টার্টআপস এবং উদ্ভাবন , বিজ্ঞান ও প্রযুক্তি, এবং ওষুধ এবং আরও অনেকগুলি বিষয়ে প্রস্তাব দিয়েছে । ভারত স্টার্টআপস এবং উদ্ভাবন সম্পর্কিত একটি নতুন বিশেষ ওয়ার্কিং কমিটি গঠনের এবং ওষুধের বিষয়ে একটি নতুন বিশেষজ্ঞ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দিয়েছে ।

বিবৃতিতে আরও জানানো হয়েছে , 30 নভেম্বর 19 তম বৈঠকে সভাপতিত্বের মাধ্যমে SCO-র অভ্যন্তরে বৃহত্তর বাণিজ্য, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করার এবং বৃহত্তর শান্তি ও সমৃদ্ধি অর্জনের আশা রাখছে ভারত ।

দিল্লি , 30 নভেম্বর : সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন (SCO)-র কাউন্সিল অফ হেডসের বৈঠকে সভাপতিত্ব করতে চলেছে ভারত । আজ ভারতের তরফে এই বৈঠকে সভাপতিত্ব করবেন উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু । ভার্চুয়ালি হবে এই বৈঠক। SCO- তে সম্পূর্ণ সদস্যপদ পাওয়ার পর ভারত এই প্রথম সামিট স্তরের বৈঠকে সভাপতিত্ব করতে চলেছে ।

এই বৈঠকে SCO-র সদস্য দেশ অর্থাৎ রাশিয়া , চিন , তাজিকিস্তান , কাজ়াখাস্তান, কিরগিজ়স্তান, উজ়বেকিস্তানের প্রধানমন্ত্রীরা উপস্থিত থাকবেন । পাকিস্তানের প্রতিনিধিত্ব করবে বিদেশ দপ্তরের সংসদীয় সচিব । সদস্য দেশগুলি ছাড়াও SCO-র চারটি পর্যবেক্ষক দেশ এতে অংশ নেবে । সেইসঙ্গে আফগানিস্তানের প্রেসিডেন্ট , বেলারুসের প্রধানমন্ত্রী এবং মঙ্গোলিয়ার উপ প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন l SCO বিজ়নেস কাউন্সিলের চেয়ারম্যানও থাকবেন ।

একটি বিবৃতিতে জানানো হয়েছে , ভারত শান্তি, সুরক্ষা, বাণিজ্য, অর্থনীতি এবং সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতার প্রচারের জন্য সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন (SCO)-কে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থা হিসাবে মনে করে । অর্গানাইজ়েশনে সক্রিয়, ইতিবাচক এবং গঠনমূলক ভূমিকা পালনের মাধ্যমে SCO-র সঙ্গে সম্পর্ক আরও প্রশস্ত করতে ভারত বদ্ধপরিকর ।

ভারত সাধারণত তিনটি নতুন স্তম্ভ তৈরির দিকে মনোনিবেশ করেছে : স্টার্টআপস এবং উদ্ভাবন , বিজ্ঞান ও প্রযুক্তি, এবং ওষুধ এবং আরও অনেকগুলি বিষয়ে প্রস্তাব দিয়েছে । ভারত স্টার্টআপস এবং উদ্ভাবন সম্পর্কিত একটি নতুন বিশেষ ওয়ার্কিং কমিটি গঠনের এবং ওষুধের বিষয়ে একটি নতুন বিশেষজ্ঞ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দিয়েছে ।

বিবৃতিতে আরও জানানো হয়েছে , 30 নভেম্বর 19 তম বৈঠকে সভাপতিত্বের মাধ্যমে SCO-র অভ্যন্তরে বৃহত্তর বাণিজ্য, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করার এবং বৃহত্তর শান্তি ও সমৃদ্ধি অর্জনের আশা রাখছে ভারত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.