ETV Bharat / bharat

অরুণাচলে যুদ্ধমহড়ায় M777 হাউৎজ়ার ও "চিনুক" চপার - india

ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষণের জন্য এই যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করা হবে ৷ সেনার এক সিনিয়র অফিসার সংবাদসংস্থাকে জানায়, যুদ্ধের মহড়ার সময় 17 টি কর্পসকে আক্রমণের সুবিধার্থে M777 আলট্রা লাইট হাউৎজ়ার সরবরাহ করা হবে এবং তাদের তুলনামূলকভাবে হালকা বন্দুক দেওয়া হবে ৷

অরুণাচলে যুদ্ধমহড়ায় M777 হাউৎজ়ার ও "চিনুক" চপার
author img

By

Published : Sep 13, 2019, 3:32 PM IST

দিল্লি, 13 সেপ্টেম্বর : অ্যামেরিকা থেকে আনা M777 আলট্রা লাইট হাউৎজ়ার ও ভারী-উত্তোলক "চিনুক" হেলিকপ্টার পরীক্ষামূলক যুদ্ধমহড়ায় ব্যবহারের পরিকল্পনা করছে ভারতীয় সেনাবাহিনী ৷ অরুণাচল প্রদেশে ভারত-চিন সীমান্তের কাছে করা হবে এই পরীক্ষা ৷ অরুণাচলে নতুন তৈরি হওয়া 17 টি মাউন্টেন স্ট্রাইক কর্পসের যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার ক্ষমতা দেখতে এই পরীক্ষা হবে ৷ 6 মাস ধরে এই যুদ্ধমহড়ার পরিকল্পনা করছে বায়ুসেনার ইস্টার্ন রিজিয়ন ৷ দায়িত্বে থাকবে মূলত পানাগড়ের 17 টি স্টাইক কর্পস এবং তেজ়পুরের 8 টি কর্পস ৷

ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষণের জন্য এই যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করা হবে ৷ সেনার এক সিনিয়র অফিসার সংবাদসংস্থাকে জানায়, যুদ্ধের মহড়ার সময় 17 টি কর্পসকে আক্রমণের সুবিধার্থে M777 আলট্রা লাইট হাউৎজ়ার সরবরাহ করা হবে এবং তাদের তুলনামূলকভাবে হালকা বন্দুক দেওয়া হবে ৷

অন্যদিকে, যুদ্ধের মহড়ার জন্য পরীক্ষামূলক ব্যবহার করা হবে অ্যামেরিকা থেকে আনা "চিনুক" ৷ ভারী জিনিস তোলার ক্ষমতাসম্পন্ন এই চপার চলতি বছরের 25 মার্চ চণ্ডীগড় এয়ারবেসে বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয় ৷ এর আগে উত্তর-পূর্ব বায়ুসেনায় এই চপার কখনও ব্যবহার করা হয়নি ৷ সেকারণে এই যুদ্ধমহড়ায় এই হেলিকপ্টার ব্যবহারেরও পরিকল্পনা করা হয়েছে ৷

নাসিকের দেওলালিতে k 9 বজ্রা ও ধানুস হাউৎজ়ারের সঙ্গেই M777 আলট্রা লাইট হাউৎজ়ার আনা হয় ভারতে ৷ মোট 145 টি M777 হাউৎজ়ারের বায়ুসেনায় অন্তর্ভুক্তি হয় ৷ এই M777 হাউৎজ়ারগুলি ওজনে হালকা হওয়ায় ও "চিনুকের" নিক্ষেপ করার সুবিধা থাকায় মূলত লাদাখ ও অরুণাচলের পার্বত্য অঞ্চলে যুদ্ধের জন্য ব্যবহার করা হবে ৷ দেশের মূলত পূর্বাঞ্চলে বায়ুসেনার 5 হাজারেরও বেশি কর্পসকে যুদ্ধকালীন মহড়ায় এই অস্ত্রের অনুশীলন দেওয়া হবে ৷

পশ্চিমবঙ্গের বাগডোগরা থেকে সেনাবাহিনী অরুণাচলে তাদের যুদ্ধক্ষেত্রে পৌঁছতে C-17, C-130J সুপার হারকিউলিস এবং দি AN-32 বিমান ব্যবহার করবে ৷ সূত্রের খবর, মহড়ায় তেজ়পুরের 8 টি কর্পস তাদের টেরিটরি রক্ষার জন্য পার্বত্যে থাকবে ৷ অন্যদিকে, বাকি 17 টি মাউন্টেন স্ট্রাইক কর্পস (2500 টিরও বেশি সেনাদল) তাদের বিরুদ্ধে হামলা অভিযান চালাবে ৷

চিনের সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে মাউন্টেন স্ট্রাইক কর্পসকে আরও ভালোভাবে কার্যকর করার জন্য সেনাপ্রধান বিপিন রাওয়াত সেনাদলগুলিকে ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপে (IBGs) ভাগ করবেন ৷ সূত্রের খবর, ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ তৈরির পর তাদের ভাগ করা হবে দক্ষ ও অপেক্ষাকৃত দুর্বল দলে ৷ এই ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ সাধারণ বিভাগের থেকে ছোটো হবে, থাকবে ট্যাঙ্ক রেজিমেন্ট, আর্টিলারি, ইঞ্জিনিয়র ও সিগনাল বিশেষজ্ঞ ৷ একটি গ্রুপে থাকবে মোট 6 টি ব্যাটেলিয়ন যা একটি কর্পসের সরাসরি অধীনে থাকবে ৷

দিল্লি, 13 সেপ্টেম্বর : অ্যামেরিকা থেকে আনা M777 আলট্রা লাইট হাউৎজ়ার ও ভারী-উত্তোলক "চিনুক" হেলিকপ্টার পরীক্ষামূলক যুদ্ধমহড়ায় ব্যবহারের পরিকল্পনা করছে ভারতীয় সেনাবাহিনী ৷ অরুণাচল প্রদেশে ভারত-চিন সীমান্তের কাছে করা হবে এই পরীক্ষা ৷ অরুণাচলে নতুন তৈরি হওয়া 17 টি মাউন্টেন স্ট্রাইক কর্পসের যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার ক্ষমতা দেখতে এই পরীক্ষা হবে ৷ 6 মাস ধরে এই যুদ্ধমহড়ার পরিকল্পনা করছে বায়ুসেনার ইস্টার্ন রিজিয়ন ৷ দায়িত্বে থাকবে মূলত পানাগড়ের 17 টি স্টাইক কর্পস এবং তেজ়পুরের 8 টি কর্পস ৷

ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষণের জন্য এই যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করা হবে ৷ সেনার এক সিনিয়র অফিসার সংবাদসংস্থাকে জানায়, যুদ্ধের মহড়ার সময় 17 টি কর্পসকে আক্রমণের সুবিধার্থে M777 আলট্রা লাইট হাউৎজ়ার সরবরাহ করা হবে এবং তাদের তুলনামূলকভাবে হালকা বন্দুক দেওয়া হবে ৷

অন্যদিকে, যুদ্ধের মহড়ার জন্য পরীক্ষামূলক ব্যবহার করা হবে অ্যামেরিকা থেকে আনা "চিনুক" ৷ ভারী জিনিস তোলার ক্ষমতাসম্পন্ন এই চপার চলতি বছরের 25 মার্চ চণ্ডীগড় এয়ারবেসে বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয় ৷ এর আগে উত্তর-পূর্ব বায়ুসেনায় এই চপার কখনও ব্যবহার করা হয়নি ৷ সেকারণে এই যুদ্ধমহড়ায় এই হেলিকপ্টার ব্যবহারেরও পরিকল্পনা করা হয়েছে ৷

নাসিকের দেওলালিতে k 9 বজ্রা ও ধানুস হাউৎজ়ারের সঙ্গেই M777 আলট্রা লাইট হাউৎজ়ার আনা হয় ভারতে ৷ মোট 145 টি M777 হাউৎজ়ারের বায়ুসেনায় অন্তর্ভুক্তি হয় ৷ এই M777 হাউৎজ়ারগুলি ওজনে হালকা হওয়ায় ও "চিনুকের" নিক্ষেপ করার সুবিধা থাকায় মূলত লাদাখ ও অরুণাচলের পার্বত্য অঞ্চলে যুদ্ধের জন্য ব্যবহার করা হবে ৷ দেশের মূলত পূর্বাঞ্চলে বায়ুসেনার 5 হাজারেরও বেশি কর্পসকে যুদ্ধকালীন মহড়ায় এই অস্ত্রের অনুশীলন দেওয়া হবে ৷

পশ্চিমবঙ্গের বাগডোগরা থেকে সেনাবাহিনী অরুণাচলে তাদের যুদ্ধক্ষেত্রে পৌঁছতে C-17, C-130J সুপার হারকিউলিস এবং দি AN-32 বিমান ব্যবহার করবে ৷ সূত্রের খবর, মহড়ায় তেজ়পুরের 8 টি কর্পস তাদের টেরিটরি রক্ষার জন্য পার্বত্যে থাকবে ৷ অন্যদিকে, বাকি 17 টি মাউন্টেন স্ট্রাইক কর্পস (2500 টিরও বেশি সেনাদল) তাদের বিরুদ্ধে হামলা অভিযান চালাবে ৷

চিনের সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে মাউন্টেন স্ট্রাইক কর্পসকে আরও ভালোভাবে কার্যকর করার জন্য সেনাপ্রধান বিপিন রাওয়াত সেনাদলগুলিকে ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপে (IBGs) ভাগ করবেন ৷ সূত্রের খবর, ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ তৈরির পর তাদের ভাগ করা হবে দক্ষ ও অপেক্ষাকৃত দুর্বল দলে ৷ এই ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ সাধারণ বিভাগের থেকে ছোটো হবে, থাকবে ট্যাঙ্ক রেজিমেন্ট, আর্টিলারি, ইঞ্জিনিয়র ও সিগনাল বিশেষজ্ঞ ৷ একটি গ্রুপে থাকবে মোট 6 টি ব্যাটেলিয়ন যা একটি কর্পসের সরাসরি অধীনে থাকবে ৷

(Bern) Switzerland, Sep 12 (ANI): President of India, Ram Nath Kovind in an event at University of Bern said Bollywood has taken Switzerland to every nook and corner of India. While speaking at the event, President Kovind said, "Bollywood has taken Switzerland to every nook and corner of India. The scenes from Indian movies can be as effective as Google Maps in understanding the topography of Switzerland." President Kovind was delivering special lecture in the university on the topic "India - Switzerland new age partnership: connecting Alps with Himalayas".

For All Latest Updates

TAGGED:

indiachina
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.