দিল্লি, 13 জ়ানুয়ারি : ভারতীয় বায়ুসেনায় যুক্ত হতে চলেছে 83টি তেজস যুদ্ধবিমান ৷ যার মধ্য়ে 73 টি অপারেশনাল এবং 10টি যুদ্ধবিমান অনুশীলনের জন্য় ব্য়বহার করা হবে ৷ 83টি যুদ্ধবিমানই তেজস এলএসি, অর্থাৎ লাইট কম্ব্য়াট এয়ারক্রাফ্ট ৷ বিমানগুলি বায়ুসেনায় যুক্ত করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নিরাপত্তা সংক্রান্ত ক্য়াবিনেট কমিটি এর বাজেট পাশ করেছে ৷ মোট 45 হাজার 696 কোটি টাকা এর জন্য় খরচ হবে ৷
তেজস এমকে-1এ এলএসি-র নকশা ও মেনুফ্য়াকচার ফোর্থ জ়েনারেশন পদ্ধতিতে করা ৷ ঝুঁকিপূর্ণ অভিযানে এই যুদ্ধবিমান দক্ষতার সঙ্গে লড়াই করতে পারে ৷ একইসঙ্গে অ্য়াক্টিভ ইলেক্ট্রনিক্য়ালি-স্ক্য়ান রেডার আর্যকে এর সঙ্গে যুক্ত করা হয়েছে ৷ এই যুদ্ধবিমান আকাশপথেই জ্বালানি ভরতে সক্ষম ৷ এ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, আগামী বছরগুলিতে তেজস এলএসি ভারতীয় বায়ুসেনার শিরদাঁড়া হতে চলেছে ৷ এর মধ্য়ে একাধিক অত্য়াধুনিক প্রযুক্তি ব্য়বহার করা হয়েছে ৷ যার মধ্য়ে অনেকগুলি আগে কখনোই ভারতে ব্য়বহার করা হয়নি ৷’’ এটি ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে নিজস্বক্ষেত্রে মোড় ঘোরানো এক মুহূর্ত বলে জানান রাজনাথ সিং৷
আরও পড়ুন : পাকিস্তান ও চিন, উভয় দেশই ভারতের চিন্তার : সেনাপ্রধান
এ নিয়ে ভারত সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘‘ভারতীয় বায়ুসেনার অপারেশনাল প্রয়োজনে 73টি তেজস এলএসি যুদ্ধবিমানকে যুক্ত করা হচ্ছে৷’’ এদিনের বৈঠকে ক্য়াবিনেটের তরফে পরিকাঠামোগত উন্নয়নের জন্য়ও বাজেট বরাদ্দ করা হয়েছে ৷