ETV Bharat / bharat

গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গল-ইউজ় প্লাস্টিক - 2 অক্টোবর থেকে দেশজুড়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গল-ইউজ় প্লাস্টিকের ব্যবহার

লক্ষ্য 2022 এর মধ্যে দেশকে প্লাস্টিকমুক্ত করা ৷ 2 অক্টোবর থেকে দেশজুড়ে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক সামগ্রী ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 29, 2019, 1:53 PM IST

দিল্লি, 29 অগাস্ট : 2 অক্টোবর থেকে দেশজুড়ে নিষিদ্ধ হতে চলেছে একবারের জন্য ব্যবহার যোগ্য (সিঙ্গল-ইউজ়) প্লাস্টিকের ব্যাগ, কাপ এবং স্ট্র ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য 2022 সালের মধ্যে দেশকে প্লাস্টিক মুক্ত করা ৷ এবছর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণ ও সরকারি সংস্থাগুলিকে এই লক্ষ্যে প্রথম বড় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ৷

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে মূলত 6 টি প্লাস্টিকের তৈরি সামগ্রীর ব্যবহার বন্ধ করতে প্রচার অভিযান চালানো হবে ৷ এর মধ্যে রয়েছে প্লাস্টিকের ব্যাগ, কাপ, প্লেট, ছোটো বোতল, স্ট্র এবং স্যাশে ৷ এক সরকারি আধিকারিক বলেন, "প্লাস্টিক সামগ্রীর উৎপাদন, ব্যবহার এবং আমদানিও নিষেধাজ্ঞার আওতায় পড়বে ৷ "

প্লাস্টিক দূষণ নিয়ে সম্প্রতি উদ্বিগ্ন বিশ্ব ৷ আর এই দূষণের জন্য মূলত দায়ি সিঙ্গেল-ইউজ় প্লাস্টিক ৷

কিন্তু কী এই সিঙ্গেল-ইউজ় প্লাস্টিক ?

এর মধ্যে পড়ে মূলত একবার ব্যবহারের পর ফেলে দেওয়া হয় এমন প্লাস্টিক সামগ্রী ৷ এর জেরে দূষণ ছড়াচ্ছে সমুদ্রে ৷ কারণ 50 শতাংশ সিঙ্গল-ইউজ় প্লাস্টিক গিয়ে জমা হয় সমুদ্রে ৷ এর জেরে ক্ষতিগ্রস্ত সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদ জগৎ৷ সংকটে সামুদ্রিক বাস্তুতন্ত্র ৷

2021 সালের মধ্যে সিঙ্গল-ইউজ় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে পদক্ষেপ নিয়েছে ইউরোপিয়ন ইউনিয়ন ৷ স্ট্র, ফোর্ক, ছুরি ও কটন বাডস নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয়েছে ৷ চিনেও সিঙ্গল-ইউজ় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ সেখানে হাইনানে 2025-এর মধ্যে পুরোপুরি সিঙ্গল-ইউজ় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে ৷

এক সরকারি আধিকারিক জানান, প্রাথমিকভাবে 6 মাস সময় দেওয়া হবে, যাতে মানুষ প্লাস্টিকের বিকল্প সামগ্রীর ব্যবহার শুরু করে ৷ তারপরও যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করা হয় তাহলে জরিমানা করা হবে ৷ কিছু রাজ্যে ইতিমধ্যেই পুরোপুরি পলিব্যাগ নিষিদ্ধ করা হয়েছে ৷ ই-কমার্স কম্পানিগুলিকেও প্যাকেজিং-এর ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে ৷

দিল্লি, 29 অগাস্ট : 2 অক্টোবর থেকে দেশজুড়ে নিষিদ্ধ হতে চলেছে একবারের জন্য ব্যবহার যোগ্য (সিঙ্গল-ইউজ়) প্লাস্টিকের ব্যাগ, কাপ এবং স্ট্র ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য 2022 সালের মধ্যে দেশকে প্লাস্টিক মুক্ত করা ৷ এবছর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণ ও সরকারি সংস্থাগুলিকে এই লক্ষ্যে প্রথম বড় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ৷

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে মূলত 6 টি প্লাস্টিকের তৈরি সামগ্রীর ব্যবহার বন্ধ করতে প্রচার অভিযান চালানো হবে ৷ এর মধ্যে রয়েছে প্লাস্টিকের ব্যাগ, কাপ, প্লেট, ছোটো বোতল, স্ট্র এবং স্যাশে ৷ এক সরকারি আধিকারিক বলেন, "প্লাস্টিক সামগ্রীর উৎপাদন, ব্যবহার এবং আমদানিও নিষেধাজ্ঞার আওতায় পড়বে ৷ "

প্লাস্টিক দূষণ নিয়ে সম্প্রতি উদ্বিগ্ন বিশ্ব ৷ আর এই দূষণের জন্য মূলত দায়ি সিঙ্গেল-ইউজ় প্লাস্টিক ৷

কিন্তু কী এই সিঙ্গেল-ইউজ় প্লাস্টিক ?

এর মধ্যে পড়ে মূলত একবার ব্যবহারের পর ফেলে দেওয়া হয় এমন প্লাস্টিক সামগ্রী ৷ এর জেরে দূষণ ছড়াচ্ছে সমুদ্রে ৷ কারণ 50 শতাংশ সিঙ্গল-ইউজ় প্লাস্টিক গিয়ে জমা হয় সমুদ্রে ৷ এর জেরে ক্ষতিগ্রস্ত সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদ জগৎ৷ সংকটে সামুদ্রিক বাস্তুতন্ত্র ৷

2021 সালের মধ্যে সিঙ্গল-ইউজ় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে পদক্ষেপ নিয়েছে ইউরোপিয়ন ইউনিয়ন ৷ স্ট্র, ফোর্ক, ছুরি ও কটন বাডস নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয়েছে ৷ চিনেও সিঙ্গল-ইউজ় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ সেখানে হাইনানে 2025-এর মধ্যে পুরোপুরি সিঙ্গল-ইউজ় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে ৷

এক সরকারি আধিকারিক জানান, প্রাথমিকভাবে 6 মাস সময় দেওয়া হবে, যাতে মানুষ প্লাস্টিকের বিকল্প সামগ্রীর ব্যবহার শুরু করে ৷ তারপরও যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করা হয় তাহলে জরিমানা করা হবে ৷ কিছু রাজ্যে ইতিমধ্যেই পুরোপুরি পলিব্যাগ নিষিদ্ধ করা হয়েছে ৷ ই-কমার্স কম্পানিগুলিকেও প্যাকেজিং-এর ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে ৷

Balrampur (UP), Aug 29 (ANI): Chief Minister of Uttar Pradesh Yogi Adityanath visited Shaktipeeth Pateshwari Devi Temple in Uttar Pradesh's Balrampur on August 29. He offered prayers at the temple. CM Yogi also fed the cows after 'puja'. Yogi Adityanath is 22nd Chief Minister of Uttar Pradesh.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.