ETV Bharat / bharat

ভারতে প্রতিদিন 1.1 লাখ কোরোনা পরীক্ষা হচ্ছে: ICMR প্রধান

author img

By

Published : May 27, 2020, 10:50 AM IST

ICMR ডিরেক্টর জেনেরাল ডাঃ বলরাম ভারগাভা জানিয়েছেন, ভারতে একদিনে 1.1 লাখ COVID-19-এর নমুনা পরীক্ষা হচ্ছে । ভারতে কোরোনা পরীক্ষার জন্য ল্যাবের সংখ্যা আগের থেকে অনেক বাড়ানো হয়েছে । বর্তমানে ল্যাবের সংখ্যা 612 ।

corona
corona

দিল্লি, 27 মে: ভারতে বাড়ছে কোরোনা সংক্রমণ । এরই মধ্যে কিছুটা আশার খবর শোনালেন ICMR-এর ডিরেক্টর জেনেরাল ডাঃ বলরাম ভার্গভ । তাঁর মতে ভারতে কোরোনা সংক্রমণে মৃত্যুর হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম । প্রচুর মানুষ সুস্থও হয়ে উঠছেন । গতকাল তিনি জানান, "ভারতের 612টি ল্যাবে একদিনে 1.1 লাখ COVID-19-এর নমুনা পরীক্ষা করা হচ্ছে । ভারতে কোরোনা পরীক্ষায় জন্য ল্যাবের সংখ্যা বাড়ানো হয়েছে । জানুয়ারির শুরুতে যা ছিল মাত্র একটি, বর্তমানে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 612-তে । তিনি বলেন, “জানুয়ারিতে ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে মাত্র একটি ল্যাব ছিল কোরোনা পরীক্ষার জন্য । ফেব্রুয়ারি 28 তারিখে সেই সংখ্যাটা হয় 14 ।”

তিনি জানিয়েছেন, "মার্চের 31 তারিখ পর্যন্ত আমাদের 125টি পাবলিক ল্যাব ছিল । এছাড়া 52টি প্রাইভেট ল্যাব ছিল কোরোনা পরীক্ষার জন্য । বর্তমানে কোরোনা পরীক্ষার জন্য মোট 612টি ল্যাব রয়েছে ভারতে । এগুলির মধ্যে 430টি পাবলিক ল্যাব ও 182টি প্রাইভেট ল্যাব । বিগত কয়েক মাস ধরে প্রতিদিন প্রায় 1.1 লাখ নমুনা পরীক্ষা করা হচ্ছে । কিছু দিন ধরে আমরা লক্ষ্য করছি ভারতে কোরোনায় মৃত্যুর হার আগের থেকে তুলনামূলক কমেছে। এটা ভীষণই ভালো খবর । আমরা সবসময় চাই, রোগী যেন বেঁচে যেন । তিনি কোরোনায় আক্রান্ত হন বা না হন, আমাদের সবসময় উদ্দেশ্য থাকে রোগীকে বাঁচিয়ে তোলা ।"

সুস্থ হয়ে ওঠার পিছনে কারণ কী? এই বিষয় তিনি বলেন, "এর পিছনে অবশ্যই কয়েকটি কারণ রয়েছে । প্রথমত আমাদের দেশের অধিকাংশ জায়গার পরিস্থিতি অস্বাস্থ্যকর । সেই কারণে আমাদের দেশের মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি । আমরা নির্দিষ্ট কিছু ইঞ্জেকশন এর আগে প্রয়োগ করেছি। তবে এগুলি দিয়ে গোটা পরিস্থিতি বিচার করা যায় না । পরিষ্কার করে কিছু বলাও যাবে না । আশা করছি, বিষয়টি স্থায়ী হবে ও এভাবেই মৃত্যুর হার কমতে থাকবে ।" ভার্গভের মতে, ভারত খুব দ্রুত কোরোনা পরিস্থিতির মোকাবিলা করছে । তিনি বলেন, " দ্রুত বহু মানুষ সুস্থ হয়ে উঠছেন । প্রতি লাখ জনসংখ্যার নিরিখে আক্রান্তের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় কম । দ্রুত টেস্টের ব্যবস্থাও করা হচ্ছে । কোরোনা সংক্রমণ রোধে এগুলি হল স্তম্ভ । আর আমরা এটা যথেষ্ট দ্রুততার সঙ্গে মোকবিলা করার চেষ্টা চালাচ্ছি ।"

ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের যাতে দ্রুত কোরোনা টেস্ট করা হয় তার জন্য প্রতিটা রাজ্যের জন্য নির্দিষ্ট গাইডলাইন তৈরি হয়ে গেছে বলে জানান তিনি । বলেন, “বেশিরভাগ রাজ্য ট্রুনাট মেশিনের সাহায্যে দ্রুত কোরোনা পরীক্ষা করার জন্য ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমেশন প্রোগাম (NTEP)-এর সঙ্গে কাজ করছে । দেশীয় সংস্থাগুলি সুরক্ষা সরঞ্জাম তৈরি করছে । সেগুলি তাড়াতাড়ি দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়াার ক্ষেত্রে সংস্থাগুলি ভালো কাজ করছে ।”

স্বাস্থ্যমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি লাভ আগরওয়াল জানিয়েছেন, "COVID-19 থেকে সুস্থ হয়ে ওঠার হার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে ভারতে । মৃত্যু হার বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় কম । এখনও পর্যন্ত 60, 490জন কোরোনা সংক্রমিত সুস্থ হয়ে উঠেছেন সারা দেশে । সুস্থ হয়ে ওঠার তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে । ভারতে কোরোনা সংক্রমিত হয়ে মৃত্যুর হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম । মাত্র 2.87% ।" ভারতে প্রতি লাখ জনসংখ্যায় কোরোনা সংক্রমণের হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম বলে জানান তিনি । এই বিষয়ে বলেন, "বিশ্বের বিভিন্ন দেশ মিলিয়ে প্রতি লাখ জনসংখ্যার নিরিখে যদি সংক্রমণের হার 69.9% হয়, তবে ভারতে সেই হার 10.7%।" সংক্রমণের এই তুলনা আক্রান্তের সংখ্যা দিয়ে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন তিনি ।"

দিল্লি, 27 মে: ভারতে বাড়ছে কোরোনা সংক্রমণ । এরই মধ্যে কিছুটা আশার খবর শোনালেন ICMR-এর ডিরেক্টর জেনেরাল ডাঃ বলরাম ভার্গভ । তাঁর মতে ভারতে কোরোনা সংক্রমণে মৃত্যুর হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম । প্রচুর মানুষ সুস্থও হয়ে উঠছেন । গতকাল তিনি জানান, "ভারতের 612টি ল্যাবে একদিনে 1.1 লাখ COVID-19-এর নমুনা পরীক্ষা করা হচ্ছে । ভারতে কোরোনা পরীক্ষায় জন্য ল্যাবের সংখ্যা বাড়ানো হয়েছে । জানুয়ারির শুরুতে যা ছিল মাত্র একটি, বর্তমানে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 612-তে । তিনি বলেন, “জানুয়ারিতে ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে মাত্র একটি ল্যাব ছিল কোরোনা পরীক্ষার জন্য । ফেব্রুয়ারি 28 তারিখে সেই সংখ্যাটা হয় 14 ।”

তিনি জানিয়েছেন, "মার্চের 31 তারিখ পর্যন্ত আমাদের 125টি পাবলিক ল্যাব ছিল । এছাড়া 52টি প্রাইভেট ল্যাব ছিল কোরোনা পরীক্ষার জন্য । বর্তমানে কোরোনা পরীক্ষার জন্য মোট 612টি ল্যাব রয়েছে ভারতে । এগুলির মধ্যে 430টি পাবলিক ল্যাব ও 182টি প্রাইভেট ল্যাব । বিগত কয়েক মাস ধরে প্রতিদিন প্রায় 1.1 লাখ নমুনা পরীক্ষা করা হচ্ছে । কিছু দিন ধরে আমরা লক্ষ্য করছি ভারতে কোরোনায় মৃত্যুর হার আগের থেকে তুলনামূলক কমেছে। এটা ভীষণই ভালো খবর । আমরা সবসময় চাই, রোগী যেন বেঁচে যেন । তিনি কোরোনায় আক্রান্ত হন বা না হন, আমাদের সবসময় উদ্দেশ্য থাকে রোগীকে বাঁচিয়ে তোলা ।"

সুস্থ হয়ে ওঠার পিছনে কারণ কী? এই বিষয় তিনি বলেন, "এর পিছনে অবশ্যই কয়েকটি কারণ রয়েছে । প্রথমত আমাদের দেশের অধিকাংশ জায়গার পরিস্থিতি অস্বাস্থ্যকর । সেই কারণে আমাদের দেশের মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি । আমরা নির্দিষ্ট কিছু ইঞ্জেকশন এর আগে প্রয়োগ করেছি। তবে এগুলি দিয়ে গোটা পরিস্থিতি বিচার করা যায় না । পরিষ্কার করে কিছু বলাও যাবে না । আশা করছি, বিষয়টি স্থায়ী হবে ও এভাবেই মৃত্যুর হার কমতে থাকবে ।" ভার্গভের মতে, ভারত খুব দ্রুত কোরোনা পরিস্থিতির মোকাবিলা করছে । তিনি বলেন, " দ্রুত বহু মানুষ সুস্থ হয়ে উঠছেন । প্রতি লাখ জনসংখ্যার নিরিখে আক্রান্তের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় কম । দ্রুত টেস্টের ব্যবস্থাও করা হচ্ছে । কোরোনা সংক্রমণ রোধে এগুলি হল স্তম্ভ । আর আমরা এটা যথেষ্ট দ্রুততার সঙ্গে মোকবিলা করার চেষ্টা চালাচ্ছি ।"

ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের যাতে দ্রুত কোরোনা টেস্ট করা হয় তার জন্য প্রতিটা রাজ্যের জন্য নির্দিষ্ট গাইডলাইন তৈরি হয়ে গেছে বলে জানান তিনি । বলেন, “বেশিরভাগ রাজ্য ট্রুনাট মেশিনের সাহায্যে দ্রুত কোরোনা পরীক্ষা করার জন্য ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমেশন প্রোগাম (NTEP)-এর সঙ্গে কাজ করছে । দেশীয় সংস্থাগুলি সুরক্ষা সরঞ্জাম তৈরি করছে । সেগুলি তাড়াতাড়ি দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়াার ক্ষেত্রে সংস্থাগুলি ভালো কাজ করছে ।”

স্বাস্থ্যমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি লাভ আগরওয়াল জানিয়েছেন, "COVID-19 থেকে সুস্থ হয়ে ওঠার হার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে ভারতে । মৃত্যু হার বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় কম । এখনও পর্যন্ত 60, 490জন কোরোনা সংক্রমিত সুস্থ হয়ে উঠেছেন সারা দেশে । সুস্থ হয়ে ওঠার তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে । ভারতে কোরোনা সংক্রমিত হয়ে মৃত্যুর হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম । মাত্র 2.87% ।" ভারতে প্রতি লাখ জনসংখ্যায় কোরোনা সংক্রমণের হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম বলে জানান তিনি । এই বিষয়ে বলেন, "বিশ্বের বিভিন্ন দেশ মিলিয়ে প্রতি লাখ জনসংখ্যার নিরিখে যদি সংক্রমণের হার 69.9% হয়, তবে ভারতে সেই হার 10.7%।" সংক্রমণের এই তুলনা আক্রান্তের সংখ্যা দিয়ে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন তিনি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.