ETV Bharat / bharat

শৌর্য ব্যালিস্টিক মিশাইলের নব সংস্করণ পরীক্ষা সফল

author img

By

Published : Oct 3, 2020, 7:58 PM IST

শৌর্য ব্যালিস্টিকের নব সংস্করণ মিশাইলটি পূর্বের তুলনায় হালকা এবং ব্য়বহারের ক্ষেত্রেও সহজ । মিশাইলটি শেষ পর্যায়ে 800 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুর কাছাকাছি এলে হাইপারসোনিক গতিতে আঘাত করে ।

shaurya ballistic missile
shaurya ballistic missile

বালাসোর, 3 অক্টোবর : পারমাণবিক সক্ষম এবং সারফেস টু সারফেস শৌর্য ব্যালিস্টিক মিশাইলের নব সংস্করণ আজ সফলভাবে পরীক্ষা করল ভারত । সূত্রে খবর, 800 কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারবে শৌর্যের এই নবসংস্করণ ।

সরকারি সূত্রে জানা গেছে, একই শ্রেণির বিদ্যমান মিশাইলের পরিপূরক হিসেবে এই নবসংস্করণটি কৌশলগত বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে । এই মিশাইলটি পূর্বের তুলনায় হালকা এবং ব্য়বহারের ক্ষেত্রেও সহজ । মিশাইলটি শেষ পর্যায়ে লক্ষ্যবস্তুর কাছাকাছি এলে হাইপারসোনিক গতিতে আঘাত করে ।

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) কৌশলগত ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে সম্পূর্ণ স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে । সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত গড়ার ডাকে প্রতিরক্ষার উৎপাদন খাতে প্রচেষ্টা আরও বাড়ানো হয়েছে ।

উল্লেখ্য, এর আগেও ব্রাহ্মোস সুপারসোনিক ক্রুজ় মিশাইল সফলভাবে পরীক্ষা করেছে ভারত । যা 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে । এটি একই শ্রেণির পূর্বের মিশাইল থেকে 100 কিলোমিটার বেশি দূরত্বে লক্ষ্যভেদ করতে পারে ।

বালাসোর, 3 অক্টোবর : পারমাণবিক সক্ষম এবং সারফেস টু সারফেস শৌর্য ব্যালিস্টিক মিশাইলের নব সংস্করণ আজ সফলভাবে পরীক্ষা করল ভারত । সূত্রে খবর, 800 কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারবে শৌর্যের এই নবসংস্করণ ।

সরকারি সূত্রে জানা গেছে, একই শ্রেণির বিদ্যমান মিশাইলের পরিপূরক হিসেবে এই নবসংস্করণটি কৌশলগত বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে । এই মিশাইলটি পূর্বের তুলনায় হালকা এবং ব্য়বহারের ক্ষেত্রেও সহজ । মিশাইলটি শেষ পর্যায়ে লক্ষ্যবস্তুর কাছাকাছি এলে হাইপারসোনিক গতিতে আঘাত করে ।

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) কৌশলগত ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে সম্পূর্ণ স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে । সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত গড়ার ডাকে প্রতিরক্ষার উৎপাদন খাতে প্রচেষ্টা আরও বাড়ানো হয়েছে ।

উল্লেখ্য, এর আগেও ব্রাহ্মোস সুপারসোনিক ক্রুজ় মিশাইল সফলভাবে পরীক্ষা করেছে ভারত । যা 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে । এটি একই শ্রেণির পূর্বের মিশাইল থেকে 100 কিলোমিটার বেশি দূরত্বে লক্ষ্যভেদ করতে পারে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.