বালাসোর, 4 অগাস্ট : ভূমি থেকে আকাশে তাৎক্ষণিক আঘাত হানতে সক্ষম মিজ়াইলের সফল পরীক্ষা করল ভারত । আজ ওড়িশার চাঁদিপুরে এই মিজ়াইলের সফল পরীক্ষা করে DRDO (প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা) । সকাল 11টা 5মিনিটে চাঁদিপুরের ইন্টেগ্রেটেড টেস্ট রেঞ্জে ক্ষেপণাস্ত্র বহনকারী চলমান ট্রাকের লঞ্চ ইউনিট থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় ।
25 থেকে 30 কিলোমিটার পর্যন্ত দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিজ়াইল । এর আগে, 2017 সালের 4 জুন প্রথম বার এরকম মিজ়াইলের পরীক্ষা করে ভারত । এরপর চলতি বছরের 26 ফেব্রুয়ারিতে, একই দিনে দু'বার সফল পরীক্ষা করা হয় ।
DRDO-র তৈরি এই নতুন মিজ়াইলের ফলে সেনার অস্ত্রাগারে যোগ হল নতুন অস্ত্র । এই মিজ়াইলের একটি বিশেষত্ব হল, আকাশপথে র্যাডারের নজরদারি এড়িয়ে লক্ষ্যে আঘাত হানতে পারে । পাশাপাশি মিজ়াইলটি সবরকম আবহাওয়াতেই সাবলীল । নিখুঁত লক্ষ্যে আঘাত হানতেও পারদর্শী মিজ়াইলটি ।