দিল্লি, 3 জানুয়ারি : ব্রিটেনে কোরোনার যে নতুন স্ট্রেনের হদিস মিলেছে, তা সফলভাবে পরীক্ষা করা হল ভারতে । ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে শনিবার এই কথা জানানো হয়েছে । গতকাল এই সংক্রান্ত একটি টুইটও করেছে আইসিএমআর ।
টুইটে ভারতের এই সাফল্যের কথা উল্ল্যেখ করে জানানো হয়েছে, এখনও পর্যন্ত আর কোনও দেশ কোরোনার এই নতুন স্ট্রেনকে পৃথক করে কালচার করতে পারেনি । ভারতই প্রথম দেশ, যে এই সাফল্য এনেছে । এখনও পর্যন্ত ব্রিটেন থেকে ভারতে আসা 29 জনের শরীরে কোরোনার নতুন স্ট্রেনের হদিস মিলেছে । তাঁদের শরীর থেকে সোয়াবের যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেই নমুনা থেকেই এই সাফল্য সম্ভব হয়েছে বলে টুইটারে জানিয়েছে আইসিএমআর ।
পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে এই পরীক্ষা করা হয়েছে । ভাইরাসের কালচার করা বলতে বোঝায় কোনও গবেষণাগারে বিশেষ পরিবেশে, নিয়ন্ত্রিতভাবে ভাইরাসের কোষ গঠনের কাজ করা । এই ভাইরাস কালচারের মধ্য দিয়ে যে পর্যবেক্ষণে আসেন গবেষকরা, তা থেকেই পরবর্তীতে ভ্যাকসিন তৈরির কাজ শুরু হয় । এই পরিস্থিতিতে সাফল্যের সঙ্গে কোরোনার নতুন স্ট্রেনের কালচার করে গোটা বিশ্বের কাছে ভারত কোরোনা দমনে নতুন নজির গড়ল বলেই মনে করছেন চিকিৎসাবিজ্ঞানীদের একটি বড় অংশ ।
-
India successfully cultures the new viral strain on the horizon (UK-variant of SARS-CoV-2). #ICMRFIGHTSCOVID19 #IndiaFightsCOVID19 #CoronaUpdatesInIndia #COVID19 #Unite2FightCorona @MoHFW_INDIA @PIB_India @DrHVoffice @drharshvardhan @AshwiniKChoubey @icmr_niv pic.twitter.com/vaCMQMSHOJ
— ICMR (@ICMRDELHI) January 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India successfully cultures the new viral strain on the horizon (UK-variant of SARS-CoV-2). #ICMRFIGHTSCOVID19 #IndiaFightsCOVID19 #CoronaUpdatesInIndia #COVID19 #Unite2FightCorona @MoHFW_INDIA @PIB_India @DrHVoffice @drharshvardhan @AshwiniKChoubey @icmr_niv pic.twitter.com/vaCMQMSHOJ
— ICMR (@ICMRDELHI) January 2, 2021India successfully cultures the new viral strain on the horizon (UK-variant of SARS-CoV-2). #ICMRFIGHTSCOVID19 #IndiaFightsCOVID19 #CoronaUpdatesInIndia #COVID19 #Unite2FightCorona @MoHFW_INDIA @PIB_India @DrHVoffice @drharshvardhan @AshwiniKChoubey @icmr_niv pic.twitter.com/vaCMQMSHOJ
— ICMR (@ICMRDELHI) January 2, 2021
আরও পড়ুন : কোভিডের নতুন স্ট্রেনে ভয় না পেয়ে সতর্ক হতে বলছেন চিকিৎসকরা
কোরোনার এই নতুন স্ট্রেন আগের তুলনায় অনেক দ্রুত মানুষের শরীরে সংক্রমিত হওয়ার ক্ষমতা রাখে । ব্রিটেনের প্রশাসনের তরফে জানানো হয়েছে, নতুন এই স্ট্রেনটি আগের থেকে 70 শতাংশ বেশি সংক্রমণক্ষম ।