দিল্লি ও কলকাতা, 25 জুন : 1975 সালে আজকের দিনে জারি করা হয় জরুরি অবস্থা । আজ তার 44 তম বর্ষপূর্তিতে জরুরি অবস্থার সমালোচনা করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটে তিনি লেখেন, "যারা এই জরুরি অবস্থার বিরোধিতা করেছিলেন তাদের স্যালুট । স্বৈরাচারী মানসিকতা থেকে ভারত বেরিয়ে আসতে পেরেছে ।"
এর পাশাপাশি একটি ভিডিয়ো পোস্ট করেন প্রধানমন্ত্রী । যেখানে তিনি বলেন, "জরুরি অবস্থায় অত্যাচার হয়েছিল । যা গণতন্ত্রের জন্য হুমকি ছিল । কিন্তু জরুরি অবস্থাতে দেশ মাথা নত করেনি । ওই দিন দেশকে জেলখানা বানিয়ে দেওয়া হয়েছিল । বাদ যায়নি লোকসভা । বিরোধীদের গলা টিপে দেওয়া হয়েছিল । জয়প্রকাশ নারায়ণকে গ্রেপ্তার করা হয়েছিল । সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল ।"
-
India salutes all those greats who fiercely and fearlessly resisted the Emergency.
— Narendra Modi (@narendramodi) June 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
India’s democratic ethos successfully prevailed over an authoritarian mindset. pic.twitter.com/vUS6HYPbT5
">India salutes all those greats who fiercely and fearlessly resisted the Emergency.
— Narendra Modi (@narendramodi) June 25, 2019
India’s democratic ethos successfully prevailed over an authoritarian mindset. pic.twitter.com/vUS6HYPbT5India salutes all those greats who fiercely and fearlessly resisted the Emergency.
— Narendra Modi (@narendramodi) June 25, 2019
India’s democratic ethos successfully prevailed over an authoritarian mindset. pic.twitter.com/vUS6HYPbT5
প্রধানমন্ত্রীর পাশাপাশি টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে জরুরি অবস্থার কথা উল্লেখ করে টুইটে তিনি আক্রমণ করেন বর্তমান কেন্দ্রীয় সরকারকে । লেখেন, "1975 সালে আজকের দিনেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল । গত 5 বছর দেশে 'সুপার এমার্জেন্সি' চলেছে । ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য লড়াই করা ।"
লোকসভা ভোটের প্রচারে বিভিন্ন সময় নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন মমতা । 2014 সাল থেকে আজ পর্যন্ত দেশে এক অলিখিত জরুরি অবস্থা চলছে বলে বারবার অভিযোগ করেছেন । এবার জরুরি অবস্থার দিনে বর্তমান কেন্দ্রীয় সরকারকেই আক্রমণ করলেন তিনি ।
-
১৯৭৫ সালে আজকের দিনেই জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছিল। গত ৫ বছর দেশে 'সুপার এমার্জেন্সি' চলেছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য লড়াই করা
— Mamata Banerjee (@MamataOfficial) June 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">১৯৭৫ সালে আজকের দিনেই জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছিল। গত ৫ বছর দেশে 'সুপার এমার্জেন্সি' চলেছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য লড়াই করা
— Mamata Banerjee (@MamataOfficial) June 25, 2019১৯৭৫ সালে আজকের দিনেই জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছিল। গত ৫ বছর দেশে 'সুপার এমার্জেন্সি' চলেছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য লড়াই করা
— Mamata Banerjee (@MamataOfficial) June 25, 2019