ETV Bharat / bharat

জরুরি অবস্থাতেও মাথা নত করেনি দেশ : মোদি - anniversary of emergency

"যারা এই জরুরি অবস্থার বিরোধিতা করেছিলেন তাদের স্যালুট । স্বৈরাচারী মানসিকতা থেকে ভারত বেরিয়ে আসতে পেরেছে ।" টুইট প্রধানমন্ত্রীর ।

1
author img

By

Published : Jun 25, 2019, 9:49 AM IST

Updated : Jun 25, 2019, 11:32 AM IST

দিল্লি ও কলকাতা, 25 জুন : 1975 সালে আজকের দিনে জারি করা হয় জরুরি অবস্থা । আজ তার 44 তম বর্ষপূর্তিতে জরুরি অবস্থার সমালোচনা করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটে তিনি লেখেন, "যারা এই জরুরি অবস্থার বিরোধিতা করেছিলেন তাদের স্যালুট । স্বৈরাচারী মানসিকতা থেকে ভারত বেরিয়ে আসতে পেরেছে ।"

এর পাশাপাশি একটি ভিডিয়ো পোস্ট করেন প্রধানমন্ত্রী । যেখানে তিনি বলেন, "জরুরি অবস্থায় অত্যাচার হয়েছিল । যা গণতন্ত্রের জন্য হুমকি ছিল । কিন্তু জরুরি অবস্থাতে দেশ মাথা নত করেনি । ওই দিন দেশকে জেলখানা বানিয়ে দেওয়া হয়েছিল । বাদ যায়নি লোকসভা । বিরোধীদের গলা টিপে দেওয়া হয়েছিল । জয়প্রকাশ নারায়ণকে গ্রেপ্তার করা হয়েছিল । সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল ।"

  • India salutes all those greats who fiercely and fearlessly resisted the Emergency.

    India’s democratic ethos successfully prevailed over an authoritarian mindset. pic.twitter.com/vUS6HYPbT5

    — Narendra Modi (@narendramodi) June 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রীর পাশাপাশি টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে জরুরি অবস্থার কথা উল্লেখ করে টুইটে তিনি আক্রমণ করেন বর্তমান কেন্দ্রীয় সরকারকে । লেখেন, "1975 সালে আজকের দিনেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল । গত 5 বছর দেশে 'সুপার এমার্জেন্সি' চলেছে । ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য লড়াই করা ।"

1
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ফোটো)

লোকসভা ভোটের প্রচারে বিভিন্ন সময় নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন মমতা । 2014 সাল থেকে আজ পর্যন্ত দেশে এক অলিখিত জরুরি অবস্থা চলছে বলে বারবার অভিযোগ করেছেন । এবার জরুরি অবস্থার দিনে বর্তমান কেন্দ্রীয় সরকারকেই আক্রমণ করলেন তিনি ।

  • ১৯৭৫ সালে আজকের দিনেই জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছিল। গত ৫ বছর দেশে 'সুপার এমার্জেন্সি' চলেছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য লড়াই করা

    — Mamata Banerjee (@MamataOfficial) June 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি ও কলকাতা, 25 জুন : 1975 সালে আজকের দিনে জারি করা হয় জরুরি অবস্থা । আজ তার 44 তম বর্ষপূর্তিতে জরুরি অবস্থার সমালোচনা করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটে তিনি লেখেন, "যারা এই জরুরি অবস্থার বিরোধিতা করেছিলেন তাদের স্যালুট । স্বৈরাচারী মানসিকতা থেকে ভারত বেরিয়ে আসতে পেরেছে ।"

এর পাশাপাশি একটি ভিডিয়ো পোস্ট করেন প্রধানমন্ত্রী । যেখানে তিনি বলেন, "জরুরি অবস্থায় অত্যাচার হয়েছিল । যা গণতন্ত্রের জন্য হুমকি ছিল । কিন্তু জরুরি অবস্থাতে দেশ মাথা নত করেনি । ওই দিন দেশকে জেলখানা বানিয়ে দেওয়া হয়েছিল । বাদ যায়নি লোকসভা । বিরোধীদের গলা টিপে দেওয়া হয়েছিল । জয়প্রকাশ নারায়ণকে গ্রেপ্তার করা হয়েছিল । সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল ।"

  • India salutes all those greats who fiercely and fearlessly resisted the Emergency.

    India’s democratic ethos successfully prevailed over an authoritarian mindset. pic.twitter.com/vUS6HYPbT5

    — Narendra Modi (@narendramodi) June 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রীর পাশাপাশি টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে জরুরি অবস্থার কথা উল্লেখ করে টুইটে তিনি আক্রমণ করেন বর্তমান কেন্দ্রীয় সরকারকে । লেখেন, "1975 সালে আজকের দিনেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল । গত 5 বছর দেশে 'সুপার এমার্জেন্সি' চলেছে । ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য লড়াই করা ।"

1
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ফোটো)

লোকসভা ভোটের প্রচারে বিভিন্ন সময় নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন মমতা । 2014 সাল থেকে আজ পর্যন্ত দেশে এক অলিখিত জরুরি অবস্থা চলছে বলে বারবার অভিযোগ করেছেন । এবার জরুরি অবস্থার দিনে বর্তমান কেন্দ্রীয় সরকারকেই আক্রমণ করলেন তিনি ।

  • ১৯৭৫ সালে আজকের দিনেই জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছিল। গত ৫ বছর দেশে 'সুপার এমার্জেন্সি' চলেছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য লড়াই করা

    — Mamata Banerjee (@MamataOfficial) June 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Chamoli (Uttarakhand), Jun 25 (ANI): The grand weddings of the two sons of Gupta family had left a mountain of garbage in Uttarakhand's Auli, where the civic body is now struggling to clean all the waste that was left after the weddings which saw spending of Rs 200 crore between June 18 and 22. However, Joshimath Municipality Chairman Shailendra Pawar told ANI that the Gupta family has agreed to pay the user charge fee of Rs 54,000 to the civic body, and has also agreed to bear the rest of the cost.
Last Updated : Jun 25, 2019, 11:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.