দিল্লি, 12 জুন : দিনে 8 হাজার, 9 হাজার, সাড়ে 9 হাজারের মধ্যে ঘোরাফেরা করছিল কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ এবার সেই সংখ্যা পেরিয়ে গেল 10 হাজার ৷ গতকাল দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 10 হাজার 995 জন ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে তরফে আজ এই তথ্য জানানো হয় ৷
গতকাল স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল, 10 তারিখ দেশে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন 9 হাজার 996 জন ৷ একদিনে আক্রান্তের সংখ্যার নিরিখে যা ছিল রেকর্ড ৷ সেই রেকর্ডও ভেঙে গেল ৷ নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশে এখন মোট আক্রান্ত 2 লাখ 97 হাজার 535 জন ৷ বেড়েছে মৃত্যুর সংখ্যাও ৷ স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 396 জনের ৷ এর আগে সংখ্যাটি ছিল 357 ৷
দেশে বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা 1 লাখ 41 হাজার 842 ৷ সুস্থ হয়ে উঠেছেন 1 লাখ 47 হাজার 195 জন ৷ মারা গেছেন মোট 8 হাজার 498 জন ৷ দেশে সবথেকে বেশি কোরোনায় আক্রান্ত মহারাষ্ট্রে । সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় 1 লাখের কাছাকাছি ।