ETV Bharat / bharat

কোরোনায় মৃত্যু চিকিৎসকের, ভারতে প্রথম

মধ্যপ্রদেশের ইন্দোরে কোরোনায় আক্রান্ত চিকিৎসকের আজ মৃত্যু হল । ভারতে এই প্রথম কোনও চিকিৎসকের কোরোনায় মৃত্যু হল । এই নিয়ে ইন্দোরে মৃতের সংখ্যা বেড়ে হল 22 ।

author img

By

Published : Apr 9, 2020, 1:34 PM IST

Corona
কোরোনা

ইন্দোর(মধ্যপ্রদেশ), 9 এপ্রিল : কোরোনায় মৃত্যু হল এক চিকিৎসকের । আজ মধ্যপ্রদেশের ইন্দোরে কোরোনা আক্রান্ত চিকিৎসকের মৃত্যু হয় । ভারতে এই প্রথম কোরোনায় কোনও চিকিৎসকের মৃত্যু হল ।

মধ্যপ্রদেশের ইন্দোরে এনিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হল 22 । এখনও পর্যন্ত মোট আক্রান্ত 213 । পরিসংখ্যান অনুযায়ী, মধ্যপ্রদেশের ইন্দোরেই সবথেকে বেশি মানুষ কোরোনায় আক্রান্ত ।

গতকাল মধ্যপ্রদেশে নতুন করে 76 জন কোরোনায় আক্রান্ত হন । যার মধ্যে ইন্দোরেই 40 জন । এখনও পর্যন্ত মধ্যপ্রদেশে কোনও কোরোনা আক্রান্ত রোগীর সুস্থতার খবর পাওয়া যায়নি ।

মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল-সহ তিনটি শহর সম্পূর্ণভাবে সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে সেখানকার সরকার । ভোপালে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 94

ইন্দোর(মধ্যপ্রদেশ), 9 এপ্রিল : কোরোনায় মৃত্যু হল এক চিকিৎসকের । আজ মধ্যপ্রদেশের ইন্দোরে কোরোনা আক্রান্ত চিকিৎসকের মৃত্যু হয় । ভারতে এই প্রথম কোরোনায় কোনও চিকিৎসকের মৃত্যু হল ।

মধ্যপ্রদেশের ইন্দোরে এনিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হল 22 । এখনও পর্যন্ত মোট আক্রান্ত 213 । পরিসংখ্যান অনুযায়ী, মধ্যপ্রদেশের ইন্দোরেই সবথেকে বেশি মানুষ কোরোনায় আক্রান্ত ।

গতকাল মধ্যপ্রদেশে নতুন করে 76 জন কোরোনায় আক্রান্ত হন । যার মধ্যে ইন্দোরেই 40 জন । এখনও পর্যন্ত মধ্যপ্রদেশে কোনও কোরোনা আক্রান্ত রোগীর সুস্থতার খবর পাওয়া যায়নি ।

মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল-সহ তিনটি শহর সম্পূর্ণভাবে সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে সেখানকার সরকার । ভোপালে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 94

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.