ETV Bharat / bharat

LAC নিয়ে চিনের দাবি উড়িয়ে দিল ভারত

কিন্তু চিনের একতরফাভাবে LAC নিয়ে দাবি করছে তা দ্বিপাক্ষিক সমঝোতার বিরোধী । জানাল বিদেশমন্ত্রক ।

Line Of Actual Control In Ladakh
প্রতীকী ছবি
author img

By

Published : Sep 29, 2020, 10:03 PM IST

দিল্লি, 29 সেপ্টেম্বর : প্রকৃত নিয়ন্ত্রণরেখার এপারে লাদাখের বেশ কিছু এলাকা নিজেদের এলাকা বলে দাবি করেছে চিন । এবার চিনের এই দাবি সমূলে নস্যাৎ করে দিল ভারত । দিল্লির থেকে বলা হয়, চিন 1959 সাল থেকে যে দাবি করে এসেছে, তা পুরোপুরি একতরফা । বিদেশমন্ত্রক আজ জানিয়েছে, উভয় দেশ "একটি সাধারণ সমঝোতায় পৌঁছানোর জন্য LAC-র স্পষ্টতা এবং নিশ্চয়তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ" । কিন্তু চিনের একতরফাভাবে LAC নিয়ে দাবি করছে তা দ্বিপাক্ষিক সমঝোতার বিরোধী ।

বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখার বিষয়ে ভারতের অবস্থান বরাবর একই আছে এবং চিন তা ভালোভাবেই জানে ।

প্রসঙ্গত, চিনের কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমস-এ সেদেশে বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েবিন দাবি করেছেন, "নিয়ম বহির্ভূতভাবে লাদাখকে নিজেদের কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করেছে ভারত । চিন এটা মানে না ।" চিনের বিদেশমন্ত্রকের তরফে এই দাবিরই আজ পালটা দিল দিল্লি ।

এদিকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত-চিন সীমান্ত সংঘাত এখনও অব্যাহত । সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ হয়েছিল, "দক্ষিণ প্যাংগং লেকের দিকে চিনা সেনা ও ভারতীয় বাহিনীর মধ্যে গুলির লড়াই হয় । ঘটনাটি অগাস্টের 29 থেকে 31 তারিখের মধ্যে ঘটেছে । "

দিল্লি, 29 সেপ্টেম্বর : প্রকৃত নিয়ন্ত্রণরেখার এপারে লাদাখের বেশ কিছু এলাকা নিজেদের এলাকা বলে দাবি করেছে চিন । এবার চিনের এই দাবি সমূলে নস্যাৎ করে দিল ভারত । দিল্লির থেকে বলা হয়, চিন 1959 সাল থেকে যে দাবি করে এসেছে, তা পুরোপুরি একতরফা । বিদেশমন্ত্রক আজ জানিয়েছে, উভয় দেশ "একটি সাধারণ সমঝোতায় পৌঁছানোর জন্য LAC-র স্পষ্টতা এবং নিশ্চয়তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ" । কিন্তু চিনের একতরফাভাবে LAC নিয়ে দাবি করছে তা দ্বিপাক্ষিক সমঝোতার বিরোধী ।

বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখার বিষয়ে ভারতের অবস্থান বরাবর একই আছে এবং চিন তা ভালোভাবেই জানে ।

প্রসঙ্গত, চিনের কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমস-এ সেদেশে বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েবিন দাবি করেছেন, "নিয়ম বহির্ভূতভাবে লাদাখকে নিজেদের কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করেছে ভারত । চিন এটা মানে না ।" চিনের বিদেশমন্ত্রকের তরফে এই দাবিরই আজ পালটা দিল দিল্লি ।

এদিকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত-চিন সীমান্ত সংঘাত এখনও অব্যাহত । সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ হয়েছিল, "দক্ষিণ প্যাংগং লেকের দিকে চিনা সেনা ও ভারতীয় বাহিনীর মধ্যে গুলির লড়াই হয় । ঘটনাটি অগাস্টের 29 থেকে 31 তারিখের মধ্যে ঘটেছে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.