দিল্লি, 22 এপ্রিল : বিশ্ব প্রেস স্বাধীনতা সূচকে দুই ধাপ নিচে নামল ভারত । বর্তমানে সূচকে 180 টি দেশের মধ্যে ভারতের স্থান 142 । গতকাল এই সূচকের রিপোর্ট প্রকাশিত হয় রিপোর্টারস উইদআউট বর্ডাস অ্যানালিসিসে ।
বিশ্ব প্রেস স্বাধীনতা সূচক 2020-তে বলা হয়, 2019 সালে ভারতে কোনও সাংবাদিক খুন হননি । যেখানে 2018 সালে ছয়জন সাংবাদিকের খুনের ঘটনা সামনে আসে । তাই মনে হতে পারে যে, ভারতের সংবাদমাধ্যমের নিরাপত্তার ক্ষেত্রে উন্নতি হয়েছে । তবে, এই বিষয়টি বাদ দিলে ভারতে প্রতিনিয়ত প্রেস স্বাধীনতা লঙ্ঘন করা হচ্ছে ।
অ্যানালিসিসে বলা হয়েছে, "সাংবাদিকদের প্রতি পুলিশি হিংসা, রাজনৈতিক ব্যক্তিত্বদের হামলা, স্থানীয় দুর্নীতিতে আধিকারিক বা অপরাধমূলক গোষ্ঠীগুলির ইন্ধনে ভারতে প্রেস স্বাধীনতা বার বার লঙ্ঘন হয়েছে ।"
প্যারিসের রিপোর্টারস স্যান্স ফ্রনটিয়েরেস বা রিপোর্টারস উইদআউট বর্ডাস একটি অলাভজনক সংস্থা । এই সংস্থা বিশ্বের সাংবাদিকদের উপর হওয়া হামলার নথিভুক্তিকরণের কাজ করে । সূচকে পাকিস্তান তিন ধাপ নিচে গিয়ে 145 স্থানে রয়েছে । 151 নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ ।
নরওয়ে এই সূচকে প্রথম স্থানে রয়েছে । এই নিয়ে চার বছরের জন্য প্রথম স্থান অধিকার করল নরওয়ে । চিন 177 তম স্থানে রয়েছে । উত্তর কোরিয়ার ঠিক তিন ধাপ আগে । অর্থাৎ সূচকে শেষ স্থানে রয়েছে উত্তর কোরিয়া ।