দিল্লি, 15 জুন : বাড়তে চলেছে দেশের গড় তাপমাত্রা । এই শতাব্দী শেষ হওয়ার আগেই গড় তাপমাত্রা বাড়বে প্রায় সাড়ে চার ডিগ্রি সেলসিয়াস । পাশাপাশি বাড়তে চলেছে তাপপ্রবাহও । প্রায় তিন থেকে চার গুণ বাড়বে তাপপ্রবাহ । দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব সংক্রান্ত একটি রিপোর্টে এমনই জানানো হয়েছে ।
1901 সাল থেকে 2018 সালের মধ্যে দেশের গড় তাপমাত্রা বেড়েছে 0.7 ডিগ্রি সেলসিয়াস । কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, মূলত গ্রিন হাউজ় গ্যাসের কারণে বাড়তে থাকা উষ্ণায়ণের জন্যই এই তাপমাত্রা বেড়েছে । আগামীকালই এই রিপোর্ট প্রকাশ করবেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী হর্ষ বর্ধন ।
কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিকাল মেটিওরোলজির অধীনস্ত সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ রিসার্চ এই রিপোর্টটি তৈরি করেছে । রিপোর্টে বলা হয়েছে, " একবিংশ শতাব্দীর শেষের দিকে দেশের গড় তাপমাত্রা প্রায় 4.4 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে বলে অনুমান করা হচ্ছে ।"
1986 সাল থেকে 2015 সাল পর্যন্ত সবথেকে উষ্ণতম দিন ও সবথেকে শীতলতম রাতের তাপমাত্রা বেড়েছে যথাক্রমে 0.63 ডিগ্রি সেলসিয়াস ও 0.4 ডিগ্রি সেলসিয়াস । কিন্তু শতাব্দীর শেষের দিকে এই তাপমাত্রা বেড়ে হবে যথাক্রমে 4.7 শতাংশ ও 5.5 শতাংশ । অপেক্ষাকৃত উষ্ণ দিন ও উষ্ণ রাতের সংখ্যাও প্রায় 55 থেকে 70 শতাংশ বাড়তে চলেছে এই শতাব্দীর শেষের দিকে । পাশাপাশি গ্রীষ্ণকালে অর্থাৎ এপ্রিল-জুন মাসে তাপপ্রবাহের হারও তিন থেকে চার শতাংশ বাড়বে বলে অনুমান করা হচ্ছে রিপোর্টে । গড় তাপপ্রবাহের হারও প্রায় দ্বিগুণ হতে চলেছে বলে অনুমান ।
পাল্লা দিয়ে বাড়বে আদ্রতা ও ভূপৃষ্ঠের তাপমাত্রাও । 1951 সাল থেকে 2015 সালের মধ্যে ভারত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে । ওই একই সময়কালের মধ্যে গোটা বিশ্বের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার গড় বৃদ্ধি হয়েছে 0.7 ডিগ্রি সেলসিয়াস । বিশ্বের নিরিখে ভারত মহাসাগরের এই গড় তাপমাত্রা বৃদ্ধি যথেষ্টই চিন্তার কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।