ETV Bharat / bharat

"যারা দেশের অখণ্ডতার দিকে চোখ তুলে তাকাতে চায়, তাদের ভাবা দরকার" - Rajnath Singh

ভারত-ফ্রান্স আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন । সেই কারণেই এই রাফাল বিমান ভারতে এসেছে । টুইটে জানালেন রাজনাথ সিং ।

রাফাল যুদ্ধবিমান
রাফাল যুদ্ধবিমান
author img

By

Published : Jul 29, 2020, 4:35 PM IST

Updated : Jul 29, 2020, 6:48 PM IST

দিল্লি, 29 জুলাই : ভারতের মাটি স্পর্শ করল রাফাল । হরিয়ানার আম্বালা বিমানঘাঁটিতে ইতিমধ্যেই এসে পৌঁছে গেছে প্রথম দফার পাঁচটি রাফাল যুদ্ধবিমান । আম্বালায় বিমানঘাঁটির রানওয়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই টুইট করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । লেখেন, "যারা দেশের অখণ্ডতার দিকে চোখ তুলে তাকাতে চায়, তাদের ভাবা দরকার" ।

টুইটে তিনি জানান, "আম্বালায় পাখিরা সফলভাবে অবতরণ করেছে । রাফাল যুদ্ধবিমানের অবতরণ আমাদের সামরিক শক্তির ইতিহাসে নতুন অধ্যায় শুরু করবে । এই বহুমাত্রিক ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমানগুলি ভারতের বায়ুসেনাকে আরও শক্তিশালী করবে ।"

  • The Birds have landed safely in Ambala.

    The touch down of Rafale combat aircrafts in India marks the beginning of a new era in our Military History.

    These multirole aircrafts will revolutionise the capabilities of the @IAF_MCC.

    — Rajnath Singh (@rajnathsingh) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্য এক টুইটে তিনি শুভেচ্ছা জানান ভারতীয় বায়ুসেনাকে । লেখেন "আমি নিশ্চিত যে, 17 স্কোয়াড্রন, দ্য গোল্ডেন অ্যারোজ়, তাঁদের মূলমন্ত্র "উদয়ম অজস্রম" পালনে অবিরত থাকবে । আমি অত্যন্ত খুশি যে, সঠিক সময়ে বায়ুসেনার সামরিক ক্ষমতা বৃদ্ধি পেয়েছে ।"

  • I congratulate the IAF on a professionally executed ferry. I am sure that 17 Squadron, the Golden Arrows, will continue to live upto their motto of "Udayam Ajasram". I am extremely happy that IAF’s combat capability has got a timely boost.

    — Rajnath Singh (@rajnathsingh) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজনাথ সিং জানিয়েছেন, ভারত-ফ্রান্স আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন । সেই কারণেই এই রাফাল বিমান ভারতে এসেছে । তাঁর সাহসিকতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ধন্যবাদ ।

  • I also thank the French Government, Dassault Aviation and other French companies for ensuring the timely delivery of the aircraft and its weapons, despite the severe restrictions posed by COVID pandemic.

    — Rajnath Singh (@rajnathsingh) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি, উদ্ভুত কোরোনা পরিস্থিতির মধ্যেও সময়মতো রাফাল ও প্রয়োজনীয় অস্ত্র ভারতের হাতে তুলে দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন ফ্রান্সের প্রশাসন, ডাসাল্ট অ্যাভিয়েশন ও ফ্রান্সের অন্যান্য জড়িত সংস্থাগুলিকেও ধন্যবাদ জানিয়েছেন ।

  • The Rafale jets were purchased only because PM Shri @narendramodi took the right decision to get these aircrafts through an Inter-Governmental Agreement with France, after the long pending procurement case for them could not progress. I thank him for his courage & decisiveness.

    — Rajnath Singh (@rajnathsingh) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, এই বিমানগুলি খুব দ্রুতগতিতে আকাশে উড়তে পারে । পাশাপাশি এগুলির অস্ত্রসম্ভার, ব়্যাডার, সেন্সর ও অন্যান্য ইলেকট্রনিক ক্ষমতাও বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তিসমৃদ্ধ । এই রাফাল বিমান ভারতের মাটিতে এসে পৌঁছানোয় বায়ুসেনার শক্তি অনেকটাই বেড়েছে । ফলে, আমাদের দেশের উপর যে কোনও রকমের তর্জন-গর্জন বাধা দেওয়া যাবে ।

  • This aircraft has very good flying performance and its weapons, radar and other sensors and Electronic Warfare capabilities are amongst the best in the world. Its arrival in India will make the IAF much stronger to deter any threat that may be posed on our country.

    — Rajnath Singh (@rajnathsingh) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বায়ুসেনার যাবতীয় প্রয়োজনীয়তা পূরণ করবে, তা নিশ্চিত হওয়ার পরেই রাফাল কেনা হয়েছে বলে জানান তিনি । এই বিষয়ে যেসব ভিত্তিহীন অভিযোগগুলি উঠেছিল, তার জবাব আগেই দেওয়া হয়েছে ।

  • The Rafale jets were purchased when they fully met the operational requirements of the IAF. The baseless allegations against this procurement have already been answered and settled.

    — Rajnath Singh (@rajnathsingh) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও জানান, "যদি এরপরেও কেউ বায়ুসেনার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে, তবে তারা দেশের অখণ্ডতার পক্ষে ক্ষতিকারক । যারা দেশের অখণ্ডতার দিকে চোখ তুলে তাকাতে চায়, তাদের এবার ভাবা দরকার"

  • I would like to add, if it is anyone who should be worried about or critical about this new capability of the Indian Air Force, it should be those who want to threaten our territorial integrity.

    — Rajnath Singh (@rajnathsingh) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 29 জুলাই : ভারতের মাটি স্পর্শ করল রাফাল । হরিয়ানার আম্বালা বিমানঘাঁটিতে ইতিমধ্যেই এসে পৌঁছে গেছে প্রথম দফার পাঁচটি রাফাল যুদ্ধবিমান । আম্বালায় বিমানঘাঁটির রানওয়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই টুইট করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । লেখেন, "যারা দেশের অখণ্ডতার দিকে চোখ তুলে তাকাতে চায়, তাদের ভাবা দরকার" ।

টুইটে তিনি জানান, "আম্বালায় পাখিরা সফলভাবে অবতরণ করেছে । রাফাল যুদ্ধবিমানের অবতরণ আমাদের সামরিক শক্তির ইতিহাসে নতুন অধ্যায় শুরু করবে । এই বহুমাত্রিক ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমানগুলি ভারতের বায়ুসেনাকে আরও শক্তিশালী করবে ।"

  • The Birds have landed safely in Ambala.

    The touch down of Rafale combat aircrafts in India marks the beginning of a new era in our Military History.

    These multirole aircrafts will revolutionise the capabilities of the @IAF_MCC.

    — Rajnath Singh (@rajnathsingh) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্য এক টুইটে তিনি শুভেচ্ছা জানান ভারতীয় বায়ুসেনাকে । লেখেন "আমি নিশ্চিত যে, 17 স্কোয়াড্রন, দ্য গোল্ডেন অ্যারোজ়, তাঁদের মূলমন্ত্র "উদয়ম অজস্রম" পালনে অবিরত থাকবে । আমি অত্যন্ত খুশি যে, সঠিক সময়ে বায়ুসেনার সামরিক ক্ষমতা বৃদ্ধি পেয়েছে ।"

  • I congratulate the IAF on a professionally executed ferry. I am sure that 17 Squadron, the Golden Arrows, will continue to live upto their motto of "Udayam Ajasram". I am extremely happy that IAF’s combat capability has got a timely boost.

    — Rajnath Singh (@rajnathsingh) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজনাথ সিং জানিয়েছেন, ভারত-ফ্রান্স আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন । সেই কারণেই এই রাফাল বিমান ভারতে এসেছে । তাঁর সাহসিকতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ধন্যবাদ ।

  • I also thank the French Government, Dassault Aviation and other French companies for ensuring the timely delivery of the aircraft and its weapons, despite the severe restrictions posed by COVID pandemic.

    — Rajnath Singh (@rajnathsingh) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি, উদ্ভুত কোরোনা পরিস্থিতির মধ্যেও সময়মতো রাফাল ও প্রয়োজনীয় অস্ত্র ভারতের হাতে তুলে দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন ফ্রান্সের প্রশাসন, ডাসাল্ট অ্যাভিয়েশন ও ফ্রান্সের অন্যান্য জড়িত সংস্থাগুলিকেও ধন্যবাদ জানিয়েছেন ।

  • The Rafale jets were purchased only because PM Shri @narendramodi took the right decision to get these aircrafts through an Inter-Governmental Agreement with France, after the long pending procurement case for them could not progress. I thank him for his courage & decisiveness.

    — Rajnath Singh (@rajnathsingh) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, এই বিমানগুলি খুব দ্রুতগতিতে আকাশে উড়তে পারে । পাশাপাশি এগুলির অস্ত্রসম্ভার, ব়্যাডার, সেন্সর ও অন্যান্য ইলেকট্রনিক ক্ষমতাও বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তিসমৃদ্ধ । এই রাফাল বিমান ভারতের মাটিতে এসে পৌঁছানোয় বায়ুসেনার শক্তি অনেকটাই বেড়েছে । ফলে, আমাদের দেশের উপর যে কোনও রকমের তর্জন-গর্জন বাধা দেওয়া যাবে ।

  • This aircraft has very good flying performance and its weapons, radar and other sensors and Electronic Warfare capabilities are amongst the best in the world. Its arrival in India will make the IAF much stronger to deter any threat that may be posed on our country.

    — Rajnath Singh (@rajnathsingh) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বায়ুসেনার যাবতীয় প্রয়োজনীয়তা পূরণ করবে, তা নিশ্চিত হওয়ার পরেই রাফাল কেনা হয়েছে বলে জানান তিনি । এই বিষয়ে যেসব ভিত্তিহীন অভিযোগগুলি উঠেছিল, তার জবাব আগেই দেওয়া হয়েছে ।

  • The Rafale jets were purchased when they fully met the operational requirements of the IAF. The baseless allegations against this procurement have already been answered and settled.

    — Rajnath Singh (@rajnathsingh) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও জানান, "যদি এরপরেও কেউ বায়ুসেনার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে, তবে তারা দেশের অখণ্ডতার পক্ষে ক্ষতিকারক । যারা দেশের অখণ্ডতার দিকে চোখ তুলে তাকাতে চায়, তাদের এবার ভাবা দরকার"

  • I would like to add, if it is anyone who should be worried about or critical about this new capability of the Indian Air Force, it should be those who want to threaten our territorial integrity.

    — Rajnath Singh (@rajnathsingh) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Jul 29, 2020, 6:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.